যোহান 18

18
মুদাইয়েরঘী ক্ষেক্ষানু যীশুস
(মাথিয়াস ২৬:৪৭-৫৬; মার্কুশ ১৪:৪৩-৫০; লুকাস ২২:৪৭-৫৩)
1ই হুর্মি কাত্থা বাচ্কা খোঃখা যীশুস তাংহা চেলারঘী সাংগে কিদরোন নামে অন্টা উপত্যকাঘী আঃ পাক্ষে কেরাস। আসান অন্টা বাটকি রাঃচা, যীশুস তাংহা চেলারঘী সাংগে আইয়া কোরচাস। 2যুদাস, নে যীশুসিন খোঃখা ধার্তাচ্কা রাঃচাস, আসহু ই আড্ডাঘী কাত্থান আঃখা লাগিয়াস, কারনে যীশুস তাংহা চেলারঘী সাংগে হারদাম ইসান বারা রাঃচাস।
3খানে যুদাস যীশুসিন ধার্না খাতরী প্রাধান নায়গার আউর ফারীশীর হেদ্দেন্তী তেলেংগারঘী অন্টা দল আউর সাংগে কায়েক’ঝান মান্দিরতা লাউড়ীরিন ক্ষাক্ষিয়াস, আর মশাল, হারিকিন আউর হাতিয়ার গুটঠি হোচ্চারকি যুদাস সাংগে আসান কেরার।
4তাংহা সাংগে এন্দরা এন্দরা ঘাটো, আবড়া হুর্মিন যীশুস আঃখা লাগিয়াস। খানেম আস আরঘী মুন্দভারে বার্চাসকি আঃ আলারিন মেন্‌জাস, “নিম নেকান বেদ্দা লাগদার?”
5আবাকী আর বাঃচার, “এম নাসারত পাদ্দান্তা যীশুসিন বেদ্দা লাগদাম।”
খানে যীশুস বাঃচাস, “এনিম হিকদান।”
যীশুসিন নে মুদাইয়েরঘী ক্ষেক্ষানু ধার্তোস চিওস, আঃ যুদাসহু আসান আরঘী সাংগে ইজ্জিকা রাঃচাস। 6একাবাকি যীশুস ইদিন বাঃচাস, “এনিম হিকদান” আবাকী হোর্মার পাউছারারকি খাজ্জেনু খাতরার কেরার। 7আদিঘী খোঃখা যীশুস ফির আরিন মেন্‌জাস, “নিম নেকান বেদ্দা লাগদার?”
আর বাঃচার, “নাসারত পাদ্দান্তা যীশুসিন।”
8আবাকী যীশুস আরিন বাঃচাস, “এন তো নিমান বাচ্কান যে, এনিম হিকদান। যদি নিম এংগানুম বেদ্দাগে বারেচ্কার হলে এংহা চেলারিন কালা চিইয়া।” 9যীশুস ইদিন বাঃচাস যাতে তাংহা বারেনু বাচ্কা তাংহায়দিম ই কাত্থা পুরা মানি, “নিন এংগাগে একা আলারিন চিচ্চিকা রাচ্কায়, আরঘী মাঝিন্তী অর্তোসিনহু এন মাল এবসাচ্কান।#18:9 যোহান ১৭:১২।
10শিমোন পাত্রাসঘী হেদ্দে অন্টা কান্ত রাঃচা আউর আঃ কান্তন অত্থরাসকি অন চোটনু মাহা নায়গাসঘী অরোত লাউড়ীসঘী মাড়ি খেব্দান খান্ডিয়াস চিচ্চাস। আসঘী নামে রাঃচা মালখো। 11আবাকী যীশুস পাত্রাসিন বাঃচাস, “নিংহায় কান্তন ফালিনুম উইয়া। এম্বাস এংহা খাতরী একা দুখঘী ডুবহা চিচ্চাস, এন কা আদিন মাল অনোন?”
12আবাকী তেলেংগার, আউর তেলেংগারঘী মাহাতোস আউর যিহুদীরঘী মাহাতোর যীশুসিন ধার্চারকি খুটচার। 13পাহিলানু আর যীশুসিন হানোনেসঘী হেদ্দে হোচ্চার কেরার, কারনে কায়ফাস রাঃচাস আঃ বাছারতা মাহা নায়গা আউর হানোনেস মান্‌জাস তাং শাশুড়ুস। 14ই কায়ফাসদিম যিহুদীরঘী মাহাতোরিন শালহা চিচ্চিকা রাঃচাস যে, হুর্মি জাতিয়ারঘী খেএনা বাদলা অর্তোসঘী খেএনাদিম দাওলে।
পাত্রাস পাহিলা ফিরা যীশুসিন মাল তেংগেরাস
(মাথিয়াস ২৬:৬৯-৭০; মার্কুশ ১৪:৫৪, ৬৬-৬৮; লুকাস ২২:৫৪-৫৭)
15শিমোন পাত্রাস আউর দোশরা অরোত চেলাস যীশুসঘী খোঃখা খোঃখা মাহা নায়গাসঘী চালিনু কোরচার। আঃ দোশরা চেলাসিন মাহা নায়গাস চিনহা লাগিয়াস। 16মুন্দা পাত্রাস বাহিরি বালি হেদ্দে ইজ্জাসকি রাঃচাস। আবাকী আঃ দোশরা চেলাস নেকান মাহা নায়গাস চিনহা লাগিয়াস, আস কেরাসকি একা চাকরানী কুকোয়টা বালিন ক্ষাঃপা লাগিয়া, আদিন বাঃচাসকি পাত্রাসিন ভিতরা হোচ্চাস। 17আঃ বালি ক্ষাঃপু কুকোয় পাত্রাসিন বাঃচা, “নিনহু কা আসঘী অরোত চেলা হিকদায়?”
পাত্রাস বাঃচাস, “মালা, এন মাল হিকদান।”
18আঃ সামাই ঢের পাইয়া রাঃচা, আদি খাতরী মান্দিরতা লাউড়ীর আউর কামলার কাংকেঘী আংরানু চিচ্চি ধার্তাচারকি আদিঘী চাইরো তারা ইজারকি চিচ্চি সেকরা লাগিয়ার। পাত্রাসহু আরঘী সাংগে চিচ্চি সেকরা লাগিয়াস।
মাহা নায়গাস যীশুসিন জেরা নান্‌জাস
19এন্নে সামাই মাহা নায়গাস যীশুসিন চেলারঘী বারেনু আউর তাংহা শিরষাঘী বারেনু মেনা লাগিয়াস। 20খানে যীশুস আসিন উত্তারনু বাঃচাস, “এন ধার্তীন্তা হোর্মা আলারঘী মুন্দভারেম কাত্থা বাচ্কান। একসান হোর্মা যিহুদীর অন গুসান জুমুরনার, আঃ হুর্মি সামাজ এড়পানু আউর মান্দিরনু এন হুর্মি সামাই শিরষা চিচ্চিকান। এন এন্দরাহু নুডারকি মাল বাচ্কান। 21হলে নিন এন্দেরগে এংগান মেনা লাগদায়? নে নে এংহায় কাত্থান মেন্‌জার আরিনুম মেনা যে, এন আরিন এন্দরা বাচ্কান। এন একা কাত্থান বাচ্কান, আবড়া হুর্মিন আর আখনার।”
22একাবাকি যীশুস ই কাত্থান বাঃচাস, আবাকী একা লাউড়ীস যীশুস হেদ্দে ইজারকি রাঃচাস, আস যীশুসিন চাড়াতলে চাটকাচাসকি বাঃচাস, “মাহা নায়গাসঘী সাংগে একাসে কাত্থা বাঃআ দারকার, আদিন কা নিন মাল আখদায়?”
23যীশুস আসিন উত্তারনু বাঃচাস, “যদি এন মালদাও এন্দরাহু বাচ্কান হলে এংগান এদা চিইয়া। যদি ঠিকা কাত্থা বাচ্কান হলে এন্দেরগে এংগান চাটকাচ্কায়?” 24আবাকী হানোনেস যীশুসিন হেচ্কা বাকিম মাহা নায়গা কায়ফাস গুসান তাইয়াস চিচ্চাস।
পাত্রাস দুশরা ফিরা যীশুসিন মাল তেংগেরাস
(মাথিয়াস ২৬:৭১-৭৫; মার্কুশ ১৪:৬৯-৭২; লুকাস ২২:৫৮-৬২)
25এন্নে সামাই শিমোন পাত্রাস ইজ্জাসকি চিচ্চি সেকরা লাগিয়াস, আবাকী আসতা আলার আসিন বাঃচার, “নিনহু কা আসঘী চেলারঘী মাঝিন্তা অরোত মালদায়?”
মুন্দা পাত্রাস মাল তেংগেরারকি আরিন বাঃচাস, “মালা, এন মালদান।”
26পাত্রাস নেখায় খেব্দা খান্ডিকা রাঃচাস, আসঘী অরোত পাহিয়াস মাহা নায়গাসঘী লাউড়ী রাঃচাস। আস বাঃচাস, “এন কা আরঘী সাংগে নিংগানহু বাটকিনু মাল ইরকান?” 27পাত্রাস মাল তেংগেরাসকি ফির বাঃচাস, “মালা, এন মালা।” আউর ঠিকা আবাকীম অন্টা কোকরো চিখিয়া।
পিলাতেসঘী মুন্দভারে যীশুসঘী শালিস
(মাথিয়াস ২৭:১-২, ১১-৩১; মার্কুশ ১৫:১-২০; লুকাস ২৩:১-৫, ১৩-২৫)
28যিহুদীরঘী মাহাতোর#18:28 যিহুদীরঘী মাহাতো যিহুদী মাহাতোর রাঃচার যিহুদী মুন্দা পিলাতেস রাঃচাস অযিহুদী। যিহুদী মানারকি অযিহুদীরঘী এড়পা কোরোর হলে আর নাপাক মানোর। খোঃখা উল্লা আরঘী বাছাবাঃনা পাবারঘী খাতরী ভুরকা রাঃচা। আঃ ভুরকানু আর নাপাক মানারকি কালা পোল্লোর। খানেম আর পাক রাঃনা খাতরী পিলাতেসঘী এড়পানু মাল কোরচার। ভিনসারা যীশুসিন কায়ফাসঘী হেদ্দেন্তী রোমতা প্রাধান শাসানদাতা পিলাতেসঘী প্রাসাদনু হোওনা মান্‌জা। মুন্দা আর নেহু ভিতরা মাল কোরচার, যাতে আর পাক রাঃআরকিম বাছাবাঃনা পারাবঘী ভুরকান মোঃখা অংগোনার। 29খানে পিলাতেস বাহিরি উর্খিয়াসকি আরিন বাঃচাস, “ইস এন্দরা দোশ নান্‌জাস?”
30আর উত্তারনু আসিন বাঃচার, “ইস মালদাও নালাখ মাল নান্না হলে এম ইসিন নিংহা গুসান মাল অন্দরোম দানকান।”
31খানে পিলাতেস আরিন বাঃচাস, “হলে নিমিম ইসিন হোওয়ারকি নিমহা ধারামঘী নিয়াম লেখাম আসঘী শালিস নানা।”
যিহুদী মাহাতোর বাঃচার, “মুন্দা নেকানহু খেএনা দান্ডে চিইনাঘী ক্ষেমতা এমহায় মাল্লা।” 32ইদ ঘাটচা, যাতে যীশুস তাংহা খেএনা বারেনু একা কাত্থা বাচ্কা রাঃচাস আদ পুরা মানি।
33আবাকী পিলাতেস ফির প্রাসাদঘী ভিতরে কোরচাস আউর যীশুসিন মেখারকি বাঃচাস, “নিনিম কা যিহুদীরঘী বেল?”
34খানে যীশুস বাঃচাস, “ই কাত্থা কা নিন তাংহান্তীম বাঃআ লাগদায়, নাকা দোশরা আলার এংহা বারেনু ই কাত্থান নিংগান বাঃচার?”
35পিলাতেস উত্তারনু বাঃচাস, “নিন এন্দরা ইয়াদ নান্দায়, এন কা যিহুদী হিকদান? নিংহা জাতিয়ার আউর প্রাধান নায়গারদিম নিংগান ইসান অন্দরার। নিন এন্দরা নান্‌জাকায়?”
36আবাকী যীশুস বাঃচাস, “এংহা রাঃজী ই ধার্তীন্তা মালা। এংহা রাঃজী ই ধার্তীন্তা মান্না হলে এংহায় এদকা ডাহারে একু আলার এংহা খাতরী লাড়াই নানোর পাকেন, যাতে এংগান যিহুদী মাহাতোরঘী হেদ্দে ধার্তানা চিইনা মাল মানি। মুন্দা মালা, এংহা রাঃজী ইসতালান্তা মালা।”
37আবাকী পিলাতেস যীশুসিন মেন্‌জাস, “হলে নিন কা বেল হিকদায়?”
খানে যীশুস বাঃচাস, “নিনিম বাচ্কায়, এন বেল হিকদান। এন ই ধার্তীনু সাচঘী পাক্ষে গাওয়াহী চিইনা খাতরীম কুন্দুরকান। নেকিম সাচনু চালেরনার, আর হোর্মার এংহায় কাত্থান মেন্নার।”
38পিলাতেস ফির যীশুসিন মেন্‌জাস, “সাচ! সাচ এন্দরা?” ই কাত্থা বাচ্কা খোঃখাম পিলাতেস ফির বাহিরি কেরাসকি যিহুদী মাহাতোরিন বাঃচাস, “এন তো ইসঘী একাম দোশ মাল ক্ষাক্ষা লাগদান। 39মেনা, নিমহায় চালতি প্রথা লেখা বাছাবাঃনা পারাব উল্লানু নিমহা খাতরী অরোত জেহেলখাটুসিন এন আম্বাদান চিইদান। নিম এন্দরা চাহাদার, এন কা নিমহা খাতরী যিহুদীরঘী বেলাসিন আম্বোন চিওন?”
40আবাকী হোর্মার অন সাংগে গাডরারারকি বাঃচার, “মালা, ইসিন মালা। নামহা খাতরী বারাব্বাসিন আম্বা চিইয়া।” বারাব্বাস রাঃচাস অরোত বিদ্রোহীস। ইসিম সরকারেসঘী বিড়দোনু কালারকি আল পিটকা রাঃচাস।

ទើបបានជ្រើសរើសហើយ៖

যোহান 18: kru-Beng-BD

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល