যোহান 17

17
চেলার খাতরী যীশুসঘী বিন্তী
1চেলারঘী সাংগে যীশুস তাংহা হুর্মি কাত্থান মুন্‌জিয়াসকি মের্খা তারা এরিয়াসকি বাঃচাস, “বাঙ্গায়ো, নিংদাসঘী মাহিমা নানা, যাতে নিংদাসহু নিংহায় মাহিমা নানা অংগোদাস। কারনে সামাই আর্সিয়া কেরা। 2নিন হোর্মা আলারঘী ভারান আসঘী মাইয়া সোপচ্কায়, নেকান নেকান নিন আসঘী ক্ষেক্ষানু চিচ্চিকায়, যাতে আস আরগে মাল মুন্‌জুরনা জীয়া চিইয়া অংগোদাস। 3নিন অরোত অন্টিম সাচ ধার্মে, নিংগান আউর নিংহায় তাইকা যীশুস খ্রীস্তাসিন আখনাদিম মান্‌জা মাল মুন্‌জুরনা জীয়া। 4নিন একা নালাখ এংগান চিচ্চিকায়, আঃ নালাখ এন ই ধার্তীনু নান্‌জাকান আউর নিংহায় মাহিমা নান্‌জাকান। 5বাঙ্গায়ো, ধার্তী কামনাঘী আগুম নিংহায় সাংগে এংহায় একাসে মাহিমা রাঃচা, আক্কুন আঃ মাহিমা ফির এংগাগে চিইয়া।
6“ধার্তীন্তা একা আলারিন নিন এংগাগে চিচ্চিকায়, আরঘী হেদ্দে এন নিংগান এদেচ্কান। আর তো নিংহায়দিম রাঃচার, আরিনুম নিন এংগান চিচ্চিকায় আউর আর নিংহায় বাচানান মানচার। 7আক্কুন আর বুঝরা অংগিয়ার, এংহা গুসান এন্দরা রাঃয়ী, আবড়া হুর্মিদিম নিন এংগাগে চিচ্চিকায়। 8কারনে নিন এংগাগে একা বাচান গুটঠি চিচ্চিকা রাচ্কায়, আবড়া এন আরগে চিচ্চিকান আউর আরহু আবড়ান ইন্‌জিরার। আক্কুন আর মানিম আখনার যে, এন নিংহা হেদ্দেন্তী বারেচ্কান আউর আর বিশুয়াসহু নান্নার যে, নিনিম এংগান তাইকায়।
9“এন ই ধার্তীন্তা হোর্মা আলার খাতরী বিন্তী মাল নানা লাগদান। মুন্দা নেকান নেকান নিন এংহা ক্ষেক্ষানু চিচ্চিকায় খিলা আরঘী খাতরীম বিন্তী নানা লাগদান। কারনে আর তো নিংহাদিম হিকনার। 10এংহায় হোর্মা আলারদিম নিংহায় হিকনার আউর নিংহা হোর্মা আলারদিম এংহায় হিকনার। খানেম এন আরঘী হেদ্দে মাহিমা ক্ষাক্ষিকান। 11নেমহা বাঙ্গায়ো, এন ই ধার্তীনু বাগ্গে উল্লা মাল রাওন, কারনে এন নিংহা হেদ্দে কালোন, মুন্দা আর তো ই ধার্তীনু রাওর। একা নামেন নিন এংগাগে চিচ্চিকায়, আঃ নামেঘী গুননু নিন আরিন বাছাবাঃকে। নাম একাসে অন, যাতে আরহু আন্নেম অন মানা অংগোনার নেকআ। 12একাবাকি এন আরঘী সাংগে রাচ্কান, আবাকী একা নামেন নিন এংগাগে চিচ্চিকা রাচ্কায়, আঃ নামেঘী গুননু আরিন বাছাবাচ্কান। এন আরিন ঠিকাসে ক্ষাপকান, যাতে আরঘী মাঝিন্তী নেহু মাল এবসেরনার। নেখায় এবসেরনা কাত্থা রাঃচা, খিলা আসিম এবসেরাস, যাতে নেমহা পুথিন্তা বাচান পুরা মানি।
13“আক্কুন এন নিংহা গুসান কালোন। এংহা রিঝঝিনু যাতে আরঘী হোর্মারঘী কুহি পুরা মানি, খানেম এন ই ধার্তীনু রাঃতেম আঃ বারেনু তেংগা লাগদান। 14নিন এংগান একা কাত্থা গুটঠি বাচ্কায়, এন হুর্মিদিম আরিন আখতাচ্কান। ধার্তীন্তা আলার আরিন ঘিন্না নান্নার, কারনে এন একাসে ই ধার্তীন্তা মালদান, আন্নেম আরহু ই ধার্তীন্তা মালনার। 15এন ধার্তীন্তী আরিন হোওয়া কালাগে নিংহা গুসান বিন্তী মাল নানা লাগদান। মুন্দা আরিন শায়তানঘী ক্ষেক্ষান্তী বাছাবাঃনা খাতরীম বিন্তী নানা লাগদান। 16এনহু ই ধার্তীন্তা মালদান, আরহু ই ধার্তীন্তা মালনার।
17“আরিন সাচনু নেমহা কামআ। নিংহায় বাচানদিম তো সাচ হিকো। 18নিন একাসে এংগান ই ধার্তীনু তাইকায়, আন্নেম এনহু আরিন ই ধার্তীনু তাইকান। 19এন আরঘী খাতরী এংগান দাড়ে আর্গা লাগদান, যাতে আরহু সাচনু নেমহা মানা অংগোনার নেকআ।
20“এন খিলা চেলারঘী খাতরী বিন্তী মাল নানা লাগদান, মুন্দা ইরঘী কাত্থাঘী মাঝিন্তী নে বিশুয়াস নানোর, আরঘী খাতরীহু বিন্তী নানা লাগদান, যাতে আর হোর্মার অন্টাম মান্নার। 21বাঙ্গায়ো, নিন একাসে এংহা মাঝিনু রাঃদায় আউর এন একাসে নিংহা মাঝিনু রাঃদান, ঠিকা আন্নেম আরহু যাতে নামহায় মাঝিনু রাঃআ অংগোনার নেকআ। হলেম ই ধার্তীন্তা আলার বিশুয়াস নানোর যে নিনিম এংগান তাইকায়। 22নিন একা মাহিমান এংগাগে চিচ্চিকায়, এন আঃ মাহিমান আরগে চিচ্চিকান। নাম একাসে অন, যাতে আরহু অন রাঃআ অংগোনার। 23এন আরঘী মাঝিনু রাঃদান আউর নিন এংহা মাঝিনু রাঃদায়, ঠিকা আন্নেম যাতে আরহু অন মানা অংগোনার নেকআ। এন্নেনু ধার্তীন্তা আলার আঃখা অংগোর যে নিনিম এংগান তাইকায় আউর নিন একাসে এংগান দুলার নান্‌জেকায়, ঠিকা আন্নেম আরিনহু দুলার নানা।
24“বাঙ্গায়ো, এন চাহাদান, একা আলারিন নিন এংগাগে চিচ্চিকায়, এন একসান রাঃদান, আরহু যাতে আসান এংহা সাংগে রাঃআরকি এংহা মাহিমান এরা অংগোনার নেকআ। আঃ মাহিমান নিনিম এংগাগে চিচ্চিকায়, কারনে ই ধার্তী কামনাঘী আগুন্তীম নিনিম এংগান দুলার নানা লাক্কায়। 25এ উজগু বাঙ্গায়ো, ধার্তীন্তা আলার নিংগান মাল আখনার, মুন্দা এন নিংগান আখদান আউর চেলার আঃখা অংগিয়ার যে, নিনিম এংগান তাইকায়। 26এন নিংহা নামেন আরিন আখতাচ্কান আউর ফির আখতোন, যাতে নিন এংগান একাসে দুলার নান্‌জেকায়, ঠিকা আন্নেম আরঘী মাঝিনুহু রাঃয়ী আউর এন যাতে আরঘী মাঝিনু রাঃদান।”

ទើបបានជ្រើសរើសហើយ៖

যোহান 17: kru-Beng-BD

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល