জবুর শরীফ 140
140
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, দুর্বৃত্ত থেকে আমাকে উদ্ধার কর,
দুর্জন থেকে আমাকে রক্ষা কর।
2তারা মনে মনে দুষ্ট কল্পনা করে।
প্রতিদিন যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করে।
3তারা সাপের মত নিজ নিজ জিহ্বা ধারালো করেছে,
তাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসাপের বিষ থাকে। [সেলা।]
4হে মাবুদ, দুষ্টের হাত থেকে আমাকে পাহারা দাও,
দুর্জন থেকে আমাকে রক্ষা কর;
তারা আমার পা ফাঁদে ফেলবার সঙ্কল্প করেছে।
5অহঙ্কারীরা গোপনে আমার জন্য ফাঁদ ও দড়ি প্রস্তুত করেছে,
তারা পথের পাশে জাল পেতেছে,
আমার জন্য ফাঁদ বসিয়েছে। [সেলা।]
6আমি মাবুদকে বললাম, তুমি আমার আল্লাহ্;
হে মালিক, আমার ফরিয়াদে কান দাও।
7হে সার্বভৌম মাবুদ, আমার শক্তিশালী উদ্ধারকর্তা,
যুদ্ধের দিনে তুমি আমার মাথা আচ্ছাদন করেছ।
8হে মাবুদ, দুষ্টের বাসনা পূর্ণ করো না;
তার সঙ্কল্প সিদ্ধ করো না, পাছে তারা গর্বিত হয়। [সেলা।]
9যারা আমাকে ঘিরে ফেলে,
তাদের মাথা তাদের ওষ্ঠাধরের জোর-জুলুমে আচ্ছাদিত হোক;
10তাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক,
তারা নিক্ষিপ্ত হোক অগ্নিতে,
নিক্ষিপ্ত হোক গভীর খাতে, যতে আর না ওঠে।
11দুনিয়াতে নিন্দুকেরা স্থির থাকতে পারবে না;
অমঙ্গল দুর্জনকে নিপাত করার জন্য মৃগয়া করবে।
12আমি জানি, মাবুদ দুঃখীর ঝগড়া,
ও দরিদ্রবর্গের বিচার নিষ্পন্ন করবেন।
13ধার্মিকেরা অবশ্য তোমার নামের শুকরিয়া করবে;
সরল লোকেরা তোমার সাক্ষাতে বাস করবে।
Currently Selected:
জবুর শরীফ 140: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013