YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 139

139
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, তুমি আমাকে অনুসন্ধান করেছ,
আর আমাকে জেনেছ।
2তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জান,
তুমি দূর থেকে আমার সঙ্কল্প বুঝতে পার।
3তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করে থাক,
আমার সমস্ত পথ ভালভাবে জান।
4যখন আমার জিহ্বাতে একটি কথাও নেই,
হে মাবুদ, তুমি তার সবকিছুই জান।
5তুমি আমার চারপাশ ঘিরে রেখেছে,
আমার উপরে তোমার হাত রেখেছ।
6এই জ্ঞান আমার কাছে অতি আশ্চর্য,
তা উঁচু, আমার বোধের অগম্য।
7আমি তোমার রূহ্‌ থেকে কোথায় যাব?
তোমার সাক্ষাৎ থেকে কোথায় পালাব?
8যদি বেহেশতে গিয়ে উঠি, সেখানে তুমি;
যদি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি।
9যদি অরুণের পাখায় আরোহণ করি,
যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি,
10সেখানেও তোমার হাত আমাকে চালাবে,
তোমার ডান হাত আমাকে ধরবে।
11যদি বলি, ‘আঁধার আমাকে ঢেকে ফেলবে,
আমার চারদিকে আলোকময় রাত হবে’,
12বাস্তবিক অন্ধকারও তোমার কাছে অন্ধকার নয়,
বরং রাত দিনের মত উজ্জ্বল;
অন্ধকার ও আলো উভয়ই সমান।
13বস্তুত তুমিই আমার সকল কিছু সৃষ্টি করেছ;
তুমি মাতৃগর্ভে আমাকে বুনেছিলে।
14আমি তোমার প্রশংসা করবো,
কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;
তোমার সমস্ত কাজ আশ্চর্য, তা আমার প্রাণ বিলক্ষণ জানে।
15আমার দেহ তোমার কাছ থেকে লুকিয়ে ছিল না,
যখন আমি গোপনে নির্মিত হচ্ছিলাম,
দুনিয়ার অধঃস্থানে শিল্পীত হচ্ছিলাম।
16তোমার চোখ আমাকে পিণ্ডাকার দেখেছে,
তোমার কিতাবে সমস্তই লেখা ছিল,
যা দিন দিন গঠিত হচ্ছিল,
যখন সেই সবের একটিও ছিল না।
17হে আল্লাহ্‌, আমার পক্ষে তোমার সমস্ত সঙ্কল্প কেমন মূল্যবান।
তার সমষ্টি কেমন বেশি!
18গণনা করলে তা বালুকার চেয়ে বহুসংখ্যক হয়;
আমি যখন জেগে উঠি, তখনও তোমার কাছে থাকি।
19হে আল্লাহ্‌, তুমি নিশ্চয়ই দুষ্টকে হত্যা করবে;
হে রক্তপাতীরা, আমার কাছ থেকে দূর হও—
20তারা দুষ্টভাবে তোমার নাম উচ্চারণ করে;
তোমার দুশমনেরা তা অনর্থক গ্রহণ করে।
21হে মাবুদ, যারা তোমাকে হিংসা করে,
আমি কি তাদেরকে হিংসা করি না?
যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায়,
তাদের প্রতি কি আমি বিরক্ত হই না?
22আমি সম্পূর্ণভাবে তাদেরকে হিংসা করি;
তাদেরকে আমারই দুশমন মনে করি।
23হে আল্লাহ্‌, আমাকে অনুসন্ধান কর,
আর আমার অন্তঃকরণের অবস্থা জেনে নাও;
আমাকে পরীক্ষা কর, আমার সমস্ত চিন্তার কথা জেনে নাও;
24আর দেখ, আমাতে নাফরমানীর পথ পাওয়া যায় কি না,
এবং নিত্যস্থায়ী পথে আমাকে গমন করাও।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in