জবুর শরীফ 141
141
জবুর
হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমি তোমাকে ডাকছি, আমার পক্ষে ত্বরা কর;
আমি তোমাকে ডাকলে আমার ডাকে কান দাও।
2আমার মুনাজাত তোমার সম্মুখে সুগন্ধি ধূপরূপে,
আমার অঞ্জলি-প্রসারণ সান্ধ্য উপহাররূপে সাজান হোক।
3হে মাবুদ, আমার মুখে প্রহরী নিযুক্ত কর,
আমার ওষ্ঠাধরের দরজা রক্ষা কর।
4কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হতে দিও না,
আমি যেন অধর্মাচারী লোকদের সঙ্গে দুষ্কর্মে ব্যাপৃত না হই,
এবং ওদের সুস্বাদু খাদ্য ভোজন না করি।
5ধার্মিক লোক আমাকে প্রহার করুক,
বিশ্বস্ত লোক আমাকে সংশোধন করুক,
দুষ্টদের তেল আমাকে অভিষেক না করুক,
কেননা সব সময় আমার মুনাজাত তাদের নাফরমানী কাজের বিরুদ্ধতা করবে।
6ওদের শাসনকর্তাদের শৈলের পাশে ফেলে দেওয়া হোক,
আর ওরা তখন শুনুক, আমার কথা কত মধুর।
7ভূমির কর্ষক ও খননকারী যেমন করে,
তেমনি পাতালের মুখে আমাদের সমস্ত অস্থি ছড়িয়ে পড়েছে।
8বাস্তবিক, হে সার্বভৌম মাবুদ,
আমার চোখ তোমার দিকে নিবদ্ধ;
আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি,
আমার প্রাণ বিনষ্ট করো না।
9আমার জন্য পাতা ফাঁদ থেকে,
দুর্বৃত্তদের যন্ত্র থেকে,
আমাকে রক্ষা কর।
10দুষ্ট লোকেরা নিজেদেরই জালে নিজেরাই ধরা পড়ুক;
সেই অবসরে আমি উত্তীর্ণ হব।
Currently Selected:
জবুর শরীফ 141: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013