1
জবুর শরীফ 139:14
কিতাবুল মোকাদ্দস
BACIB
আমি তোমার প্রশংসা করবো, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার সমস্ত কাজ আশ্চর্য, তা আমার প্রাণ বিলক্ষণ জানে।
Compare
Explore জবুর শরীফ 139:14
2
জবুর শরীফ 139:23-24
হে আল্লাহ্, আমাকে অনুসন্ধান কর, আর আমার অন্তঃকরণের অবস্থা জেনে নাও; আমাকে পরীক্ষা কর, আমার সমস্ত চিন্তার কথা জেনে নাও; আর দেখ, আমাতে নাফরমানীর পথ পাওয়া যায় কি না, এবং নিত্যস্থায়ী পথে আমাকে গমন করাও।
Explore জবুর শরীফ 139:23-24
3
জবুর শরীফ 139:13
বস্তুত তুমিই আমার সকল কিছু সৃষ্টি করেছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনেছিলে।
Explore জবুর শরীফ 139:13
4
জবুর শরীফ 139:16
তোমার চোখ আমাকে পিণ্ডাকার দেখেছে, তোমার কিতাবে সমস্তই লেখা ছিল, যা দিন দিন গঠিত হচ্ছিল, যখন সেই সবের একটিও ছিল না।
Explore জবুর শরীফ 139:16
5
জবুর শরীফ 139:1
হে মাবুদ, তুমি আমাকে অনুসন্ধান করেছ, আর আমাকে জেনেছ।
Explore জবুর শরীফ 139:1
6
জবুর শরীফ 139:7
আমি তোমার রূহ্ থেকে কোথায় যাব? তোমার সাক্ষাৎ থেকে কোথায় পালাব?
Explore জবুর শরীফ 139:7
7
জবুর শরীফ 139:2
তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জান, তুমি দূর থেকে আমার সঙ্কল্প বুঝতে পার।
Explore জবুর শরীফ 139:2
8
জবুর শরীফ 139:4
যখন আমার জিহ্বাতে একটি কথাও নেই, হে মাবুদ, তুমি তার সবকিছুই জান।
Explore জবুর শরীফ 139:4
9
জবুর শরীফ 139:3
তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করে থাক, আমার সমস্ত পথ ভালভাবে জান।
Explore জবুর শরীফ 139:3
Home
Bible
Plans
Videos