YouVersion Logo
Search Icon

মেসাল 27

27
1আগামীকালের বিষয়ে গর্বের
কথা বলো না;
কেননা এক দিন কি উপস্থিত করবে, তা তুমি জান না।
2অপরে তোমার প্রশংসা করুক,
তোমার নিজের মুখ না করুক;
অন্য লোকে করুক, তোমার নিজের ওষ্ঠ তা না করুক।
3পাথর খুব ভারী ও বালিও ভারী,
কিন্তু অজ্ঞানের অসন্তোষ ঐ দু’টোর চেয়ে ভারী।
4ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যার মত,
কিন্তু অন্তর্জ্বালার কাছে কে দাঁড়াতে পারে?
5বরং প্রকাশ্য তিরস্কার ভাল,
তবু গুপ্ত মহব্বত ভাল নয়।
6প্রণয়ীর প্রহার বিশ্বাসযোগ্য,
কিন্তু দুশমনের চুম্বন চাতুরীপূর্ণ।
7তৃপ্ত প্রাণ মৌচাককেও পদতলে দলিত করে;
কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্যগুলোও মিষ্ট।
8যেমন বাসা থেকে ভ্রমণকারী পাখি,
তেমনি স্বস্থান থেকে ভ্রমণকারী মানুষ।
9সুগন্ধি তেল ও ধূপ চিত্তকে আমোদিত করে,
বন্ধুর আন্তরিক পরামর্শজনিত মিষ্টতাও তদ্রূপ।
10নিজের মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করো না;
নিজের বিপদের সময়ে ভাইয়ের বাড়িতে যেও না;
দূরস্থ ভাইয়ের চেয়ে নিকটস্থ প্রতিবেশী ভাল।
11বৎস, জ্ঞানবান হও; আমার চিত্তকে আনন্দিত কর;
তাতে যে আমাকে ব্যঙ্গ করে, তাকে উত্তর দিতে পারবো।
12সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়;
কিন্তু অবোধেরা আগে গিয়ে দণ্ড পায়।
13যে অপরের জামিন হয়, তার পোশাক নাও;
যে বিজাতীয়ার জামিন হয়, তার পোশাক বন্ধক হিসেবে রাখ।
14যে ভোরে উঠে উচ্চৈঃস্বরে নিজের বন্ধুকে দোয়া করে,
তা তার পক্ষে বদদোয়ারূপে গণিত হয়।
15দুরন্ত বর্ষার দিনে অবিরত বৃষ্টিপাত,
আর বিবাদিনী স্ত্রী, এই উভয়ই সমান।
16যে সেই স্ত্রীকে থামায়, সে বাতাস থামায়,
এবং তার ডান হাত তেল ধরে।
17লোহা লোহাকে ধারালো করে,
তদ্রূপ মানুষ তার বন্ধুর মুখ ধারালো করে।
18যে ডুমুর গাছ রাখে, সে তার ফল খাবে;
যে তার প্রভুর সেবা করে, সে সম্মানিত হবে।
19পানির মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ,
তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়।
20পাতালের ও বিনাশ-স্থানের তৃপ্তি নেই,
মানুষের চোখের তৃপ্ত হয় না।
21রূপার জন্য যেমন রূপা গলাবার পাত্র ও সোনার জন্য হাফর,
তেমনি যে প্রশংসা পায় তার দ্বারাই তাকে পরীক্ষা করা হয়।
22যদিও উখলিতে গমের মধ্যে মুষল দ্বারা অজ্ঞানকে চূর্ণ কর,
তবুও তার অজ্ঞানতা দূর হবে না।
23তুমি তোমার ভেড়ার পালের অবস্থা জেনে নাও,
নিজের পশুপালে মনোযোগ দাও;
24কেননা ধন চিরস্থায়ী নয়,
মুকুট কি পুরুষানুক্রমে থাকে?
25শুকনো ঘাস নিয়ে যাওয়ার পর নবীন ঘাস দেখা দেয়,
এবং পর্বতমালার ওষধি সংগ্রহ করা যায়।
26ভেড়ার বাচ্চারা তোমাকে কাপড় দেবে,
ছাগলেরা ক্ষেতের মূল্যস্বরূপ হবে;
27তোমার খাদ্যের জন্য, তোমার পরিবারের খাদ্যের জন্য
ছাগীরা যথেষ্ট দুধ দেবে,
তোমার যুবতী বাঁদীদের প্রতিপালন করবে।
 

Currently Selected:

মেসাল 27: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in