YouVersion Logo
Search Icon

মেসাল 28

28
1কেউ তাড়না না করলেও দুষ্ট
পালায়;
কিন্তু ধার্মিকেরা সিংহের মত সাহসী।
2দেশের অধর্মে তার অনেক মালিক হয়;
কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান লোক দ্বারা কর্তৃত্ব স্থায়ী হয়।
3যে দরিদ্র লোক দীনহীনদের প্রতি জুলুম করে,
সে এমন প্লাবনের বৃষ্টির মত, যার পরে খাদ্য থাকে না।
4যারা আইন-কানুন ত্যাগ করে তারা দুষ্টের প্রশংসা করে;
কিন্তু যারা আইন-কানুন পালন করে তারা দুষ্টদের প্রতিরোধ করে।
5দুরাচারেরা বিচার বোঝে না,
কিন্তু মাবুদের অন্বেষীরা সকলই বোঝে।
6বরং সেই দরিদ্র লোক ভাল, যে নিজের সিদ্ধতায় চলে,
তবু বিপথগামী কুটিল লোক ধনবান হলেও ভাল নয়।
7যে আইন-কানুন মানে, সেই জ্ঞানবান পুত্র;
কিন্তু পেটুকদের সখা পিতার অপমানজনক।
8যে সুদ ও চক্রবৃদ্ধি সুদ নিয়ে নিজের ধন বাড়ায়,
সে তা এমন একজনের জন্য সঞ্চয় করে যে দীনহীনদের প্রতি সদয়।
9যে আইন-কানুন শোনা থেকে নিজের কান ফিরিয়ে নেয়,
তার মুনাজাতও ঘৃণ্য।
10যে সরল লোকদেরকে কুপথে নিয়ে ভ্রান্ত করে,
সে তার নিজের গর্তেই পড়বে;
কিন্তু সিদ্ধ লোকেরা মঙ্গলরূপ অধিকার পায়।
11ধনী নিজের দৃষ্টিতে জ্ঞানবান,
কিন্তু বুদ্ধিমান দরিদ্র তার পরীক্ষা করে।
12ধার্মিকদের উল্লাসে মহাগৌরব হয়,
কিন্তু দুষ্টদের উন্নতি হলে লোকদের খুঁজে পাওয়া ভার।
13যে নিজের সমস্ত অধর্ম ঢেকে রাখে, সে কৃতকার্য হবে না;
কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে, সে করুণা পাবে।
14সুখী সেই ব্যক্তি, যে সর্বদা ভয় রাখে;
কিন্তু যে অন্তর কঠিন করে, সে বিপদে পড়বে।
15যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক,
তেমনি দীনহীন লোকের উপরে নিষ্ঠুর শাসনকর্তা।
16যে শাসক হীনবুদ্ধি, সে আবার বড় জুলুমবাজ;
কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হবে।
17যে মানুষ নর হত্যার দোষে ভারাক্রান্ত,
সে গর্ত পর্যন্ত পালাবে, কেউ তাকে নিবারণ না করুক।
18যে সিদ্ধভাবে চলে, সে রক্ষা পাবে;
কিন্তু যে বিপথগামী বাঁকা পথে চলে, সে গর্তের মধ্যে পড়বে।
19যে নিজের জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়;
কিন্তু যে অসার লোকদের পিছনে পিছনে দৌড়ায়,
তার ঢের অকুলান হয়।
20বিশ্বস্ত লোক অনেক দোয়া পাবে;
কিন্তু যে ধনবান হবার জন্য শীঘ্র করে, সে দণ্ডিত হবেই হবে।
21পক্ষপাতিত্ব করা ভাল নয়,
একখণ্ড রুটির জন্য অধর্ম করাও ভাল নয়।
22যার চোখ মন্দ, সে ধনের চেষ্টায় ব্যতিব্যস্ত;
সে জানে না যে, দীনতা তাকে গ্রাস করবে।
23কোন লোককে যে তিরস্কার করে, শেষে সে রহমত পাবে,
যে জিহ্বাতে চাটুবাদ করে, সে নয়।
24যে পিতা-মাতার ধন চুরি করে বলে, এই তো অধর্ম নয়,
সে ব্যক্তি বিনাশকারীর সখা।
25যে বেশি আকাঙক্ষা করে, সে ঝগড়া উত্তেজিত করে,
কিন্তু যে মাবুদের উপর ঈমান আনে, সে পুষ্ট হবে।
26যে নিজের হৃদয়কে বিশ্বাস করে, সে হীনবুদ্ধি;
কিন্তু যে প্রজ্ঞা-পথে চলে, সে রক্ষা পাবে।
27যে দরিদ্রকে দান করে, তার অভাব ঘটে না,
কিন্তু যে চোখ মুদে, সে অনেক বদদোয়া পাবে।
28দুষ্টদের উন্নতি হলে লোকেরা লুকায়;
তারা বিনষ্ট হলে ধার্মিকেরা বৃদ্ধি পায়।
 

Currently Selected:

মেসাল 28: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in