মেসাল 26
26
1যেমন গ্রীষ্মকালে তুষার ও
শস্যচ্ছেদনকালে বৃষ্টি,
তেমনি হীনবুদ্ধির পক্ষে সম্মান অনুপযুক্ত।
2যেমন চড়াই পাখি ভ্রমণ করে, খঞ্জন পাখি উড়তে থাকে,
তেমনি অকারণে দেওয়া বদদোয়া কাছে আসে না।
3ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বল্গা,
আর হীনবুদ্ধিদের পিঠের জন্য দণ্ড।
4হীনবুদ্ধিকে তার অজ্ঞানতা অনুসারে উত্তর দিও না,
পাছে তুমিও তার মত হও।
5হীনবুদ্ধিকে তার অজ্ঞানতা অনুসারে উত্তর দাও,
পাছে সে নিজের দৃষ্টিতে জ্ঞানবান হয়।
6যে হীনবুদ্ধির হাতে সংবাদ প্রেরণ করে,
সে নিজের পা কেটে ফেলে ও ক্ষতিগ্রস্ত হয়।
7খঞ্জের পা খুঁড়িয়ে চলে,
হীনবুদ্ধিদের মুখে নীতিকথা তদ্রূপ।
8যেমন প্রস্তররাশির মধ্যে মণির থলি,
তেমনি সেই জন, যে হীনবুদ্ধিকে সম্মান প্রদান করে।
9মাতালের হাতে যে কাঁটা উঠে,
তা যেমন, তেমনি হীনবুদ্ধিদের মুখে নীতিকথা।
10যেমন তীরন্দাজ সকলকে ক্ষতবিক্ষত করে,
তেমনি সেই ব্যক্তি, যে হীনবুদ্ধিকে বেতন দেয়,
আর যে পথের লোককে বেতন দেয়।
11যেমন কুকুর নিজের বমির প্রতি ফেরে,
তেমনি হীনবুদ্ধি নিজের অজ্ঞানতার প্রতি ফিরে আসে।
12তুমি কি নিজের দৃষ্টিতে জ্ঞানবান লোক দেখছ?
তার চেয়ে বরং হীনবুদ্ধির বিষয়ে বেশি প্রত্যাশা আছে।
13অলস বলে, পথে সিংহ আছে,
চৌরাস্তায় কেশরী থাকে।
14কব্জাতে যেমন দরজা ঘোরে,
তেমনি অলস নিজের পালঙ্কে ঘোরে।
15অলস থালায় হাত ডুবায়,
পুনর্বার মুখে তুলতে তার কষ্ট হয়।
16সাত জন সুবিচারসিদ্ধ উত্তরদাতার চেয়ে
অলস নিজের দৃষ্টিতে বেশি জ্ঞানবান।
17যে জন পথে যেতে যেতে অন্যের ঝগড়ায় নাক গলায়,
সে কুকুরের কান ধরে।
18যে পাগল জ্বলন্ত তীর নিক্ষেপ করে,
তীর ও মৃত্যুজনক তীর নিক্ষেপ করে,
19সে যেমন, তেমনি সেই ব্যক্তি,
যে প্রতিবেশীকে প্রতারণা করে,
আর বলে, আমি কি খেলা করছি না?
20কাঠ শেষ হলে আগুন নিভে যায়,
রটনাকারী না থাকলে ঝগড়া নিবৃত্ত হয়।
21যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও আগুনের পক্ষে কাঠ,
তেমনি বিবাদের আগুন জ্বালাবার পক্ষে বিবাদী।
22গুজবের কথা মিষ্টান্নস্বরূপ,
তা অন্তরের অন্তঃপুরে প্রবিষ্ট হয়।
23অনুরাগী বচন ও দুষ্ট কুটিল হৃদয়
রূপার আভরণে মণ্ডিত মাটির পাত্রস্বরূপ।
24যে ঘৃণা করে, সে ওষ্ঠাধরে ভান করে,
কিন্তু মনের মধ্যে ছল রাখে;
25তার কথা মিষ্টি হলেও তাকে বিশ্বাস করো না,
কারণ তার অন্তরে সাতটা ঘৃণ্য বস্তু থাকে।
26যদিও তার ঘৃণা কপটতায় আচ্ছন্ন,
তার দুষ্টামি সমাজে প্রকাশিত হবে।
27যে খাদ খনন করে, সে তার মধ্যে পড়বে;
যে পাথর গড়িয়ে দেয়, তারই উপরে তা ফিরে আসবে।
28মিথ্যাবাদী জিহ্বা যাদেরকে চূর্ণ করেছে, তাদেরকে ঘৃণা করে;
আর তোষামোদকারী মুখ বিনাশ সাধন করে।
Currently Selected:
মেসাল 26: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013