মেসাল 22
22
1প্রচুর ধনের চেয়ে সুখ্যাতি বেছে
নেওয়া ভাল;
রূপা ও সোনার চেয়ে প্রসন্নতা ভাল।
2ধনবান ও দরিদ্র একত্র মিলে;
মাবুদ তাদের উভয়ের নির্মাতা।
3সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়,
কিন্তু অবোধ লোকেরা আগে গিয়ে দণ্ড পায়।
4নম্রতা ও মাবুদের ভয়ের পুরস্কার হল
ধন, সম্মান ও জীবন।
5কুটিল ব্যক্তির পথে কাঁটা ও ফাঁদ থাকে;
যে নিজের প্রাণ রক্ষা করে, সে তাদের থেকে দূরে থাকবে।
6বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও,
সে প্রাচীন হলেও তা ছাড়বে না।
7ধনবান দরিদ্রদের উপরে কর্তৃত্ব করে,
আর ঋণী মহাজনের গোলাম হয়।
8যে অধর্ম-বীজ বোনে, সে দুর্গতি-শস্য কাটবে,
আর তার কোপের দণ্ড লোপ পাবে।
9উদার ব্যক্তি দোয়াযুক্ত হবে;
কারণ সে দীনহীন লোককে নিজের খাদ্যের অংশ দেয়।
10নিন্দুককে তাড়িয়ে দাও, ঝগড়া বাইরে যাবে,
বিরোধ ও অবমাননাও ঘুচবে।
11যে হৃদয়ের পাক-পবিত্রতা ভালবাসে, তার ওষ্ঠে রহমত থাকে,
বাদশাহ্ তার বন্ধু হন।
12মাবুদের চোখ জ্ঞানবানকে রক্ষা করে;
কিন্তু তিনি বেঈমানদের কথাবার্তা বিফল করে দেন।
13অলস বলে, বাইরে সিংহ আছে,
চৌরাস্তায় গেলে আমি মারা পড়বো।
14ব্যাভিচারী স্ত্রীদের মুখ গভীর খাত;
যে লোক মাবুদের ক্রোধের পাত্র সে তার মধ্যে পড়বে।
15বালকের অন্তরে অজ্ঞানতা বাঁধা থাকে,
কিন্তু শাসন-দণ্ড তা তাড়িয়ে দেবে।
16নিজের ধনবৃদ্ধির জন্য যে দরিদ্রদের প্রতি জুলুম করে,
আর যে ধনবানকে দান করে,
উভয়েরই অভাব ঘটে।
জ্ঞানবানদের উপদেশ
17তুমি মনোযোগ দিয়ে জ্ঞানবানদের কথা শোন,
আমার জ্ঞানে মনোনিবেশ কর।
18কেননা সেসব তোমার অন্তরে রাখলে,
একসঙ্গে তোমার ওষ্ঠে স্থির থাকলে, সুখপ্রদ হবে।
19মাবুদ যেন তোমার আশ্রয় হন,
সেজন্য আমি তোমাকে, তোমাকেই আজ এসব জানালাম।
20আমি তোমার কাছে কি উৎকৃষ্ট কথা লিখি নি
নানা যুক্তি ও জ্ঞান সম্বন্ধে?
21যাতে তুমি সত্য ও নির্ভরযোগ্য কালাম জানতে পার,
কেউ তোমাকে পাঠালে তুমি যেন তাকে সত্য উত্তর দিতে পার।
22দীনহীন বলে তাদের দ্রব্য হরণ করো না,
দুঃখীকে তোরণদ্বারে চূর্ণ করো না।
23কেননা মাবুদ তাদের পক্ষ সমর্থন করবেন,
আর যারা তাদের দ্রব্য হরণ করে, তাদের প্রাণ হরণ করবেন।
24বদরাগী লোকের সঙ্গে বন্ধুতা করো না,
ক্রোধীর সঙ্গে যাতায়াত করো না;
25পাছে তুমি তার আচরণ শিক্ষা কর,
নিজের প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত কর।
26যারা হাতে তালি দেয় ও ঋণের জামিন হয়,
তাদের মধ্যে তুমি এক জন হয়ো না।
27যদি তোমার পরিশোধের সঙ্গতি না থাকে,
তবে গায়ের নিচে থেকে তোমার বিছানা নীত হবে কেন?
28সীমানার পুরানো চিহ্ন স্থানান্তর করো না,
যা তোমার পূর্বপুরুষেরা স্থাপন করেছেন।
29তুমি কি কোন ব্যক্তিকে তার কাজে খুবই নিপুণ দেখছ?
সে বাদশাহ্দের সাক্ষাতে দাঁড়াবে,
সে নীচ লোকদের সাক্ষাতে দাঁড়াবে না।
Currently Selected:
মেসাল 22: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013