YouVersion Logo
Search Icon

মেসাল 21

21
1মাবুদের হাতে বাদশাহ্‌র অন্তর পানির স্রোতের মত;
তিনি যে দিকে ইচ্ছা, সেই দিকে তা ফিরান।
2মানুষের সকল পথই নিজের দৃষ্টিতে সরল,
কিন্তু মাবুদ হৃদয়গুলো পরিমাপ করেন।
3ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান
মাবুদের কাছে কোরবানীর চেয়ে বেশি গ্রহণযোগ্য।
4উচ্চদৃষ্টি ও গর্বিত মন,
দুষ্টদের সেই প্রদীপ গুনাহ্‌ময়।
5পরিশ্রমীর চিন্তা থেকে কেবল ধনলাভ হয়,
কিন্তু যে কেউ হঠকারী, তার কেবল অভাব ঘটে।
6মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনলাভ হয়, তা চপল বাষ্পের মত,
তা যারা খোঁজ করে তারা মৃত্যুর ফাঁদস্বরূপ।
7দুষ্টদের দুর্জনতা তাদেরকে উড়িয়ে দেয়,
কেননা তারা ন্যায়াচরণ করতে অসম্মত।
8দোষ-ভারাক্রান্ত লোকের পথ ভীষণ বাঁকা;
কিন্তু বিশুদ্ধ লোকের কাজ সরল।
9ছাদের কোণে বাস করা বরং ভাল,
তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা নয়।
10দুষ্টের প্রাণ অনিষ্টের আকাঙক্ষী,
তার দৃষ্টিতে তার প্রতিবেশী করুণা পায় না।
11নিন্দুককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয়,
বুদ্ধিমানকে বুঝিয়ে দিলে সে জ্ঞান গ্রহণ করে।
12যিনি ধর্মময়, যিনি দুষ্টদের কুলের বিষয় বিবেচনা করেন;
তিনি দুষ্টদেরকে ধ্বংস করেন।
13যে দরিদ্রের ক্রন্দনে কান বন্ধ করে রাখা,
সে নিজে যখন ডাকবে, তখন উত্তর পাবে না।
14গুপ্ত দান ক্রোধ শান্ত করে,
আর বক্ষঃস্থলে দেওয়া উপঢৌকন প্রচণ্ড ক্রোধ শান্ত করে।
15ন্যায়াচরণ ধার্মিকের পক্ষে আনন্দ,
কিন্তু দুর্বৃত্তদের পক্ষে তা সর্বনাশ।
16যে বুদ্ধির পথ ছেড়ে ভ্রমণ করে,
সে মৃতদের সমাজে থাকবে।
17যে আমোদ ভালবাসে, তার দৈন্যদশা ঘটবে;
যে আঙ্গুর-রস ও তেল ভালবাসে, সে ধনবান হবে না।
18দুষ্ট ধার্মিকদের মুক্তির মূল্যস্বরূপ,
বিশ্বাসঘাতক সরলদের মূল্যস্বরূপ,
19বরং নির্জন ভূমিতে বাস করা ভাল,
তবু কলহপ্রিয়া ও বদ্‌রাগী স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।
20জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ ও তেল আছে;
কিন্তু হীনবুদ্ধি তা খেয়ে ফেলে।
21যে ধার্মিকতা ও দয়ার অনুগামী হয়,
সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়।
22জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে,
এবং তার নির্ভর-স্থানের শক্তি নিপাত করে।
23যে কেউ তার নিজের মুখ ও জিহ্বা রক্ষা করে,
সে সঙ্কট থেকে নিজের প্রাণ রক্ষা করে।
24যে অভিমানী ও উদ্ধত, তার নাম নিন্দিত হয়;
সে অতিরিক্ত দর্পের সঙ্গে ব্যবহার করে।
25অলসের অভিলাষ তাকে মৃত্যুসাৎ করে,
কেননা তার হাত পরিশ্রম করতে অসম্মত।
26কেউ সমস্ত দিন অতিমাত্র লোভ করে;
কিন্তু ধার্মিক দান করে, কাতর হয় না।
27দুষ্টদের কোরবানী ঘৃণাস্পদ,
অসাধু উদ্দেশ্যে আনা হলে তা আরও কত না ঘৃণার বস্তু হবে।
28মিথ্যাসাক্ষী বিনষ্ট হবে;
কিন্তু যে ব্যক্তি ভাল করে শোনে, তার কথা চিরস্থায়ী।
29দুষ্ট লোক তার নিজের মুখ দৃঢ় করে;
কিন্তু যে সরল, সে তার নিজের পথ সুস্থির করে।
30এমন কোন জ্ঞান, বুদ্ধি বা মন্ত্রণা নেই
যা মাবুদের বিরুদ্ধে সফল হতে পারে।
31যুদ্ধের দিনের জন্য ঘোড়া সুসজ্জিত হয়;
কিন্তু বিজয় মাবুদ থেকে হয়।

Currently Selected:

মেসাল 21: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in