মেসাল 23
23
1যখন তুমি শাসনকর্তার সঙ্গে
ভোজনে বসবে,
তখন তোমার সম্মুখে কে আছে,
ভালভাবে বিবেচনা করবে;
2আর যদি তুমি পেটুক হও,
তবে নিজের গলায় নিজে ছুরি দেবে।
3তার সুস্বাদু খাদ্যে লালসা করো না,
কারণ তা বঞ্চনার আহার।
4ধন সঞ্চয় করতে অতিশয় যত্ন করো না,
তোমার নিজের বুদ্ধি থেকে ক্ষান্ত হও।
5তুমি যখন ধনের দিকে চাইছো, দেখ, তা আর নেই;
কারণ ঈগল যেমন আসমানে উড়ে যায়,
ধন তেমনি নিজের জন্য নিশ্চয়ই পাখা প্রস্তুত করে।
6কৃপণের খাদ্য ভোজন করো না,
তার সুস্বাদু খাবারে লালসা করো না;
7কেননা সে অন্তরে যেমন ভাবে, নিজেও তেমনি;
সে তোমাকে বলে, তুমি ভোজন পান কর,
কিন্তু তার অন্তর তোমার সহবর্তী নয়।
8তুমি যে গ্রাস খেয়েছ, তা বমি করবে,
তোমার করা প্রশংসা বৃথা যাবে।
9হীনবুদ্ধির কর্ণগোচরে কথা বলো না,
কেননা সে তোমার কথায় যে বিজ্ঞতা রয়েছে তা তুচ্ছ করবে।
10সীমানার পুরানো চিহ্ন স্থানান্তর করো না,
পিতৃহীনদের ক্ষেতে প্রবেশ করো না।
11কেননা তাদের মুক্তিদাতা বলবান;
তিনি তোমার বিরুদ্ধে তাদের পক্ষ সমর্থন করবেন।
12তুমি শাসনে মন দাও,
জ্ঞানের কথায় কান দাও।
13বালককে শাসন করতে ত্রুটি করো না;
তুমি দণ্ড দ্বারা তাকে মারলে সে মরবে না।
14তুমি তাকে দণ্ড দ্বারা প্রহার করবে,
পাতাল থেকে তার প্রাণকে রক্ষা করবে।
15বৎস, তোমার অন্তর যদি জ্ঞানশালী হয়,
তবে আমারও অন্তর আনন্দিত হবে;
16বাস্তবিক আমার অন্তর উল্লসিত হবে।
যখন তোমার কথা ন্যায়ের কথা হয়,
17তোমার মন গুনাহ্গারদের প্রতি ঈর্ষা না করুক,
কিন্তু তুমি সমস্ত দিন মাবুদের ভয়ে থাক।
18কেননা শেষ ফল অবশ্য আছে,
তোমার আশা ছিন্ন হবে না।
19বৎস, তুমি শোন, জ্ঞানবান হও,
তোমার হৃদয় সৎপথে চালাও।
20মদ্যপায়ীদের সঙ্গী হয়ো না,
পেটুক মাংসভোজীদের সঙ্গী হয়ো না;
21কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে,
এবং ঢুলু ঢুলু ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।
22তোমার জন্মদাতা পিতার কথা শোন,
তোমার মা বৃদ্ধা হলে তাঁকে তুচ্ছ করো না।
23সত্য ক্রয় কর, বিক্রি করো না;
প্রজ্ঞা, শাসন ও সুবিবেচনা ক্রয় কর।
24ধার্মিকের পিতা মহা-উল্লসিত হন,
জ্ঞানবানের জন্মদাতা তাতে আনন্দ করেন।
25তোমার পিতা-মাতা আহ্লাদিত হোন,
তোমার জননী উল্লসিতা হোন।
26হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও
তোমার চোখ আমার পথগুলোতে প্রীত হোক।
27কেননা পতিতা গভীর খাত,
জেনাকারী স্ত্রী সঙ্কীর্ণ কূপ।
28সে দস্যুর মত ঘাঁটি বসায়,
মানুষের মধ্যে বিশ্বাসঘাতক দলের সংখ্যা বৃদ্ধি করে।
মদ্যপানের ফল
29কে হায় হায় বলে? কে হাহাকার করে?
কে ঝগড়া করে? কে মাতম করে?
কে অকারণ আঘাত পায়?
কার চোখ লাল হয়?
30যারা আঙ্গুর-রসের কাছে বহুকাল থাকে,
যারা সুরার সন্ধানে যায়।
31আঙ্গুর-রসের প্রতি দৃষ্টিপাত করো না,
যদিও সেটি লাল রংয়ের,
যদিও সেটি পাত্রে চক্মক্ করে,
যদিও সেটি সহজে গলায় নেমে যায়;
32অবশেষে সেটি সাপের মত কামড়ায়,
বিষধরের মত দংশন করে।
33তোমার চোখ জেনাকারী স্ত্রীদেরকে দেখবে,
তোমার অন্তর কুটিল কথা বলবে;
34তুমি তার মত হবে,
যে সমুদ্রের মধ্যস্থলে শয়ন করে,
যে মাস্তুলের উপরে শয়ন করে।
35তুমি বলবে, লোকে আমাকে মেরেছে,
কিন্তু আমি ব্যথা পাই নি;
তারা আমাকে প্রহার করেছে,
কিন্তু আমি টের পাই নেই।
আমি কখন জাগ্রত হব?
আবার পানীয়ের খোঁজ করবো।
Currently Selected:
মেসাল 23: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013