YouVersion Logo
Search Icon

মেসাল 20

20
1আঙ্গুর-রস নিন্দুক;
সুরা কলহকারিণী;
যে তাতে ভ্রান্ত হয়, সে জ্ঞানবান নয়।
2বাদশাহ্‌র ভয়ঙ্করতা সিংহের হুঙ্কারের মত;
যে তাঁর ক্রোধ জন্মায়, সে নিজের প্রাণের বিরুদ্ধে গুনাহ্‌ করে।
3ঝগড়া থেকে নিবৃত্ত হওয়া মানুষের গৌরব,
কিন্তু মূর্খমাত্রেই ঝগড়া করবে।
4শীতের দরুন অলস হাল চাষ করে না,
শস্যের সময়ে সে চাইবে, কিন্তু কিছুই মিলবে না।
5মানুষের হৃদয়ের পরামর্শ গভীর পানির মত;
কিন্তু বুদ্ধিমান তা তুলে আনবে।
6অনেক লোক স্ব স্ব সাধুতার কীর্তন করে,
কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পেতে পারে?
7যে লোক ধার্মিক সে তার নিজের সিদ্ধতায় চলে,
তাদের যে সন্তানেরা তাদের অনুসরণ করে তারা ধন্য।
8যে বাদশাহ্‌ বিচারাসনে বসেন,
তিনি দৃষ্টি দ্বারা সমস্ত নাফরমানী উড়িয়ে দেন।
9কে বলতে পারে, আমি অন্তর বিশুদ্ধ করেছি,
আমার গুনাহ্‌ থেকে পাক-পবিত্র হয়েছি?
10নানা রকম বাটখারা ও ভিন্ন ভিন্ন পরিমাপের পাত্র,
উভয়ই মাবুদের নিকট ঘৃণার কর্ম।
11বালকও কাজ দ্বারা তার নিজের পরিচয় দেয়,
তার কাজ বিশুদ্ধ ও সরল কি না, জানায়।
12শুনবার জন্য কান ও দেখবার জন্য চোখ—
উভয়ই মাবুদের নির্মিত।
13নিদ্রাকে ভালবেসো না, পাছে দীনতা ঘটে;
তুমি জেগে থাক, তাতে খাদ্যে তৃপ্ত হবে।
14ক্রেতা বলে, ভাল নয়, ভাল নয়,
কিন্তু যখন চলে যায়, তখন ক্রয় করা জিনিস নিয়ে গর্ব করে।
15সোনা আছে, অনেক মুক্তাও আছে,
কিন্তু জ্ঞানবিশিষ্ট ওষ্ঠাধর অমূল্য রত্ন।
16যে অপরের জামিন হয়, তার পোশাক নাও;
যে বিজাতীয়দের জামিন হয়, তার পোশাক বন্ধক হিসেবে রাখ।
17মিথ্যা কথার ফল মানুষের মিষ্ট বোধ হয়,
কিন্তু পিছনে তার মুখ কাঁকরে পরিপূর্ণ হয়।
18পরামর্শ দ্বারা সকল সঙ্কল্প স্থির হয়;
তুমি সুমন্ত্রণার চালনায় যুদ্ধ কর।
19যে রটনাকারী, সে গুপ্ত কথা ব্যক্ত করে;
যার মুখ আল্‌গা, তার সঙ্গে ব্যবহার করো না।
20যে তার নিজের পিতা কিংবা মাতাকে বদদোয়া দেয়,
ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভে যাবে।
21যে অধিকার প্রথমে ত্বরায় পাওয়া যায়,
তার শেষ ফল দোয়াযুক্ত হবে না।
22তুমি বলো না, অপকারের প্রতিফল দেব;
মাবুদের অপেক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করবেন।
23বিভিন্ন রকম বাটখারা মাবুদের ঘৃণাস্পদ,
ছলনার দাঁড়িপাল্লা ভাল নয়।
24মানুষের পদক্ষেপ মাবুদ থেকে হয়,
তবে মানুষ কেমন করে তার পথ বুঝবে?
25হঠাৎ ‘পবিত্র হল’ বলে উচ্চারণ করা,
আর মানতের পর বিচার করা, মানুষের পক্ষে ফাঁদস্বরূপ।
26জ্ঞানবান বাদশাহ্‌ দুষ্টদেরকে ঝেড়ে ফেলেন,
তাদের উপর দিয়ে চাকা চালান।
27মানুষের রূহ্‌ মাবুদের প্রদীপ,
তা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে খুঁজে দেখে।
28দয়া ও বিশ্বস্ততা বাদশাহ্‌কে রক্ষা করে;
তিনি দয়ায় নিজের সিংহাসন স্থির রাখেন।
29যুবকদের বলই তাদের শোভা,
আর পক্ককেশ বৃদ্ধ লোকদের গৌরব।
30প্রহারের আঘাত মন্দকে পরিষ্কার করে,
দণ্ডপ্রহার অন্তরের অন্তঃপুরে প্রবেশ করে।

Currently Selected:

মেসাল 20: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in