মেসাল 16
16
1মানুষ মনে মনে নানা সঙ্কল্প করে,
কিন্তু জিহ্বার উত্তর মাবুদ থেকে হয়।
2মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ;
কিন্তু মাবুদই রূহ্গুলো পরিমাপ করেন।
3তোমার কাজের ভার মাবুদের উপর অর্পণ কর,
তাতে তোমার সমস্ত সঙ্কল্প সিদ্ধ হবে।
4মাবুদ সকলই স্ব স্ব উদ্দেশ্যে করেছেন,
দুষ্টকেও দুর্দশা দিনের জন্য ঠিক করে রেখেছেন।
5যে কেউ দিলে গর্বিত, সে মাবুদের ঘৃণাস্পদ,
নিশ্চিত হও যে, সে অদণ্ডিত থাকবে না।
6দয়া ও বিশ্বস্ততায় অপরাধের কাফ্ফারা হয়,
আর মাবুদের ভয়ে মানুষ মন্দ থেকে সরে যায়।
7মানুষের পথ যখন মাবুদের সন্তোষজনক হয়,
তখন তিনি তার দুশমনদের তার সঙ্গে শান্তিতে বাস করান।
8ধার্মিকতার সঙ্গে অল্পও ভাল,
তবুও অন্যায়ের সঙ্গে প্রচুর আয় ভাল নয়।
9মানুষের মন নিজের পথের বিষয় সঙ্কল্প করে;
কিন্তু মাবুদ তার পদক্ষেপ স্থির করেন।
10বাদশাহ্র ওষ্ঠে অনুপ্রাণিত বিচারাজ্ঞা থাকে,
বিচারে তাঁর মুখ গুনাহ্ করবে না।
11খাঁটি বাটখারা ও দাঁড়িপাল্লা মাবুদেরই;
থলের বাটখারাগুলো তাঁর কৃত বস্তু।
12দুষ্ট আচরণ বাদশাহ্দের ঘৃণাস্পদ;
কারণ ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে।
13সত্যবাদী ওষ্ঠাধর বাদশাহ্দের প্রিয়,
তাঁরা ন্যায়বাদীকে ভালবাসেন।
14বাদশাহ্র ক্রোধ মৃত্যুর দূতদের মত;
কিন্তু জ্ঞানবান লোক তা শান্ত করে।
15বাদশাহ্র মুখের আলোতে জীবন,
তাঁর অনুগ্রহ অন্তিম বর্ষার মেঘ।
16সোনার চেয়ে প্রজ্ঞা লাভ কেমন উত্তম;
রূপার চেয়ে বিবেচনা লাভ করা কত পছন্দনীয়!
17দুষ্কর্ম থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ;
যে তার নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।
18বিনাশের আগে অহঙ্কার,
পতনের আগে মনের গর্ব।
19বরং দীনহীনদের সঙ্গে নম্রাত্মা হওয়া ভাল,
তবু অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করা ভাল নয়।
20যে কালামে মন দেয়, সে মঙ্গল পায়;
এবং যে মাবুদের উপর নির্ভর করে, সে সুখী।
21বিজ্ঞচিত্ত বুদ্ধিমান বলে আখ্যাত হয়;
এবং ওষ্ঠের মাধুরী পাণ্ডিত্যের বৃদ্ধি করে।
22বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের ফোয়ারা;
কিন্তু অজ্ঞানতা জ্ঞানহীনের শাস্তি।
23জ্ঞানবানের হৃদয় তার মুখকে বুদ্ধি দেয়,
তার ওষ্ঠে পাণ্ডিত্য যোগায়।
24মনোহর কালাম মৌচাকের মত;
তা প্রাণের পক্ষে মধুর, দেহের পক্ষে স্বাস্থ্যকর।
25একটি পথ আছে, যা মানুষের দৃষ্টিতে সঠিক মনে হয়,
কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ।
26শ্রমিকের ক্ষুধাই তাকে পরিশ্রম করায়;
বস্তুত তার মুখ তাকে পীড়াপীড়ি করে।
27পাষণ্ড খনন করে অনিষ্ট তোলে,
তার ওষ্ঠে যেন জ্বলন্ত অঙ্গার থাকে।
28কুটিল ব্যক্তি ঝগড়া ছড়িয়ে দেয়,
অপবাদকারী মিত্রভেদ জন্মায়।
29জুলুমবাজ প্রতিবেশীকে লোভ দেখায়,
এবং তাকে মন্দ পথে নিয়ে যায়।
30যে চোখ বন্ধ করে,
সে কুটিল বিষয়ের সঙ্কল্প করার জন্যই করে,
যে ঠোট বাঁকা করে, সে দুষ্কর্ম সিদ্ধ করে।
31পাকা চুল শোভার মুকুট;
তা ধার্মিকতার পথে পাওয়া যায়।
32যে ক্রোধে ধীর, সে বীর হতেও উত্তম,
নিজের রূহের শাসনকারী নগর-জয়কারী থেকেও শ্রেষ্ঠ।
33লোকে গুলিবাঁট করে,
কিন্তু তার সমস্ত নিষ্পত্তি মাবুদ থেকে হয়।
Currently Selected:
মেসাল 16: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013