YouVersion Logo
Search Icon

মেসাল 17

17
1শান্তিযুক্ত একটি শুকনো গ্রাসও
ভাল,
তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ বাড়ি ভাল নয়।
2যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, সে লজ্জাদায়ী পুত্রের উপরে কর্তৃত্ব পায়,
ভাইদের মধ্যে সে অধিকারের অংশী হয়।
3রূপার জন্য গলাবার পাত্র ও সোনার জন্য হাফর,
কিন্তু মাবুদই অন্তরের পরীক্ষা করেন।
4দুরাচার দুষ্ট ওষ্ঠাধরের কথা শোনে;
মিথ্যাবাদী হিংস্র জিহ্বায় কান দেয়।
5যে দীনহীনকে পরিহাস করে, সে তার নির্মাতাকে ব্যঙ্গ করে;
যে বিপদে আনন্দ করে, সে দণ্ডিত হবেই হবে।
6পুত্রদের সন্তানেরা বৃদ্ধদের মুকুট,
এবং পিতারাই বালকদের শোভা।
7বাক্‌পটু ঠোঁট মূর্খের অনুপযুক্ত,
মিথ্যাবাদী ওষ্ঠ শাসনকর্তার জন্য আরও অনুপযুক্ত।
8যে ঘুষ দেয়, তার দৃষ্টিতে ঘুষ বহুমূল্য মণির মত;
সে যে দিকে ফেরে, সেই দিকে কৃতকার্য হয়।
9যে অধর্ম মাফ করে, সে প্রেমের খোঁজ করে;
কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।
10বুদ্ধিমানের মনে তিরস্কার যত লাগে,
হীনবুদ্ধির মনে একশত প্রহারও তত লাগে না।
11দুর্জন কেবল বিদ্রোহ চেষ্টা করে,
তার বিরুদ্ধে নিষ্ঠুর দূত প্রেরিত হবে।
12বাচ্চা হারানো ভল্লুকীর সঙ্গে মানুষের সাক্ষাৎ হোক,
তবু অজ্ঞানতায় মগ্ন হীনবুদ্ধি সঙ্গে না হোক।
13যে উপকার পেয়ে অপকার করে,
অপকার তার বাড়ি ত্যাগ করবে না।
14বিবাদের আরম্ভ বাঁধভাঙ্গা পানির মত;
অতএব উত্থিত হবার আগে ঝগড়া ত্যাগ কর।
15যে দুষ্টকে নির্দোষ করে ও যে ধার্মিককে দোষী করে,
তারা উভয়েই মাবুদের ঘৃণাস্পদ।
16হীনবুদ্ধির হাতে অর্থ কেন থাকবে?
কি প্রজ্ঞা ক্রয় করার জন্য? তার যে বুদ্ধি নেই।
17বন্ধু সব সময়েই মহব্বত করে,
ভাই দুর্দশার সময়ে সাহায্যের জন্য জন্মে।
18হীনবুদ্ধি হাতে হাত তালি দেয়,
প্রতিবেশীর কাছে জামিন হয়।
19যে বিরোধ ভালবাসে, সে অধর্ম ভালবাসে;
যে নিজের দরজা উঁচু করে, সে বিনাশের খোঁজ করে।
20যে কুটিলমনা, সে মঙ্গল পায় না;
যার জিহ্বা বাঁকা, সে বিপদে পড়ে।
21হীনবুদ্ধির জন্মদাতা নিজের খেদ জন্মায়;
মূর্খের পিতা আনন্দ পায় না।
22আনন্দিত হৃদয় দেহের স্বাস্থ্যজনক;
কিন্তু ভগ্ন রূহ্‌ অস্থি শুকিয়ে ফেলে।
23দুষ্ট লোক গোপনে ঘুষ গ্রহণ,
বিচারের পথ বাঁকা করার জন্য।
24বুদ্ধিমানের সম্মুখেই প্রজ্ঞা থাকে;
কিন্তু হীনবুদ্ধির দৃষ্টি দুনিয়ার সর্বত্র ঘুরে বেড়ায়।
25হীনবুদ্ধি পুত্র তার পিতার মনস্তাপস্বরূপ,
আর সে তার জননীর শোক জন্মায়;
26ধার্মিকের অর্থদণ্ড করাও অনুচিত,
সরলতার জন্য সম্মানিতদেরকে প্রহার করাও অনুচিত।
27যে লোক নিজেকে দমনে রেখে কথা বলে, সে জ্ঞানবান;
আর যে স্থিরচিত্ত, সে বুদ্ধিমান।
28মূর্খও নীরব থাকলে জ্ঞানবান বলে গণিত হয়;
যে মুখ বন্ধ রাখে, সে বুদ্ধিমান বলে গণিত হয়।
 

Currently Selected:

মেসাল 17: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in