মেসাল 15
15
1কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,
কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।
2জ্ঞানীদের জিহ্বা উত্তমরূপে জ্ঞান ব্যক্ত করে;
কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্গার করে।
3মাবুদের চোখ সমস্ত জায়গায়ই আছে,
তা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।
4নিরাময়কারী জিহ্বা জীবন-বৃক্ষ;
কিন্তু তা বিগড়িয়ে গেলে রূহ্ ভগ্ন হয়।
5অজ্ঞান তার পিতার শাসন অগ্রাহ্য করে;
কিন্তু যে তিরস্কার মানে, সেই সতর্ক হয়।
6ধার্মিকের বাড়িতে মহাধন থাকে;
কিন্তু দুষ্টের আয়ে উদ্বেগ থাকে।
7জ্ঞানবানদের ওষ্ঠাধর জ্ঞান ছড়িয়ে দেয়;
কিন্তু হীনবুদ্ধিদের অন্তর স্থির নয়।
8দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়;
কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক।
9দুষ্টদের পথ মাবুদের ঘৃণাস্পদ;
কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।
10অসৎ পথের পথিকের জন্য দুঃখদায়ক শাস্তি আছে;
যে তিরস্কার ঘৃণা করে, সে মরবে।
11পাতাল ও বিনাশস্থান মাবুদের দৃষ্টিগোচর;
তবে বনি-আদমদের হৃদয়ও কি তদ্রূপ নয়?
12নিন্দুক তিরস্কার ভালবাসে না;
সে জ্ঞানবানের কাছে যায় না।
13আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে,
কিন্তু মনের ব্যথায় রূহ্ ভগ্ন হয়।
14বুদ্ধিমানের মন জ্ঞান খোঁজ করে;
কিন্তু হীনবুদ্ধিদের মুখ মাত্র অজ্ঞানতা খায়।
15দুঃখীর সকল দিনই অশুভ;
কিন্তু যার হৃষ্টমন, তার সততই ভোজ।
16মাবুদের ভয়ের সঙ্গে অল্পও ভাল,
তবু উদ্বেগের সঙ্গে প্রচুর ধন ভাল নয়।
17ভালবাসার সঙ্গে শাক খাওয়া ভাল,
তবু দ্বেষভাবের সঙ্গে পুষ্ট গরু ভাল নয়।
18যে ব্যক্তি ক্রোধী, সে অপরকে বিবাদে উত্তেজিত করে;
কিন্তু যে ক্রোধে ধীর, সে ঝগড়া ক্ষান্ত করে।
19অলসের পথ কাঁটার বেড়ার মত;
কিন্তু সরলদের পথ রাজপথ।
20জ্ঞানবান পুত্র পিতার আনন্দ জন্মায়;
কিন্তু হীনবুদ্ধি লোক মাতাকে তুচ্ছ করে।
21নির্বোধ অজ্ঞানতায় আনন্দ করে,
কিন্তু বুদ্ধিমান লোক সরল পথে চলে।
22মন্ত্রণার অভাবে সমস্ত সঙ্কল্প ব্যর্থ হয়;
কিন্তু অনেক মন্ত্রীর দরুন সেসব সুস্থির হয়।
23মানুষ তার মুখের উত্তরে আনন্দ পায়;
আর ঠিক সময়ে বলা কথা কেমন উত্তম।
24বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী,
যেন সে অধঃস্থিত পাতাল থেকে সরে যায়।
25মাবুদ অহঙ্কারীদের বাড়ি উপড়ে ফেলেন,
কিন্তু বিধবার সীমানা স্থির রাখেন।
26কুসঙ্কল্পগুলো মাবুদের ঘৃণাস্পদ,
কিন্তু মনোহর সমস্ত কথা পাক-পবিত্র।
27ধনলোভী তার নিজের পরিজনের কাছে কাঁটার মত;
কিন্তু যে ঘুষ ঘৃণা করে, সে জীবিত থাকে।
28ধার্মিকের মন উত্তর দেবার জন্য চিন্তা করে;
কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্গার করে।
29মাবুদ দুষ্টদের থেকে দূরে থাকেন,
কিন্তু তিনি ধার্মিকদের মুনাজাত শুনেন।
30চোখের জ্যোতি চিত্তকে আনন্দিত করে,
মঙ্গল-সমাচার সমস্ত অস্থি পুষ্ট করে।
31যার কান জীবনদায়ক তিরস্কার শোনে,
সে জ্ঞানীদের মধ্যে অবস্থান করবে।
32যে শাসন অমান্য করে, সে তার প্রাণকে তুচ্ছ করে;
কিন্তু যে তিরস্কার শোনে, সে বুদ্ধি উপার্জন করে।
33মাবুদের ভয় প্রজ্ঞার শাসন,
আর সম্মানের আগে নম্রতা থাকে।
Currently Selected:
মেসাল 15: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013