YouVersion Logo
Search Icon

মেসাল 14

14
1স্ত্রীলোকদের বিজ্ঞতা তাদের গৃহ গাঁথে;
কিন্তু অজ্ঞানতা নিজের হাতে তা ভেঙ্গে ফেলে।
2যে নিজের সরলতায় চলে, সেই মাবুদকে ভয় করে;
কিন্তু যে বিপথগামী, সে তাঁকে তুচ্ছ করে।
3অজ্ঞানের মুখে অহঙ্কারের দণ্ড থাকে;
কিন্তু জ্ঞানবানদের কথা তাদেরকে রক্ষা করে।
4গরু না থাকলে যাবপাত্র পরিষ্কার থাকে;
কিন্তু বলদের বলে প্রচুর ধন হয়।
5বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে না;
কিন্তু মিথ্যাসাক্ষী অসত্য কথা বলে।
6নিন্দুক প্রজ্ঞার খোঁজ করে, আর তা পায় না;
কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সুলভ।
7তুমি হীনবুদ্ধির সম্মুখ থেকে চলে যাও,
তার কাছে জ্ঞানের কথা শুনতে পাবে না।
8নিজের পথ বুঝে নেওয়া সতর্কের প্রজ্ঞা,
কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা ছলমাত্র।
9অজ্ঞানেরা দোষকে উপহাস করে;
কিন্তু ধার্মিকদের কাছে অনুগ্রহ থাকে।
10অন্তঃকরণ আপনার তিক্ততা বোঝে,
অপর লোক তার আনন্দের ভাগী হতে পারে না।
11দুষ্টদের বাড়ি বিনষ্ট হবে;
কিন্তু সরলদের তাঁবু সতেজ হবে।
12একটি পথ আছে, যা মানুষের দৃষ্টিতে সরল মনে হয়;
কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ।
13হাসবার সময়েও মনোদুঃখ হতে পারে,
আর আনন্দের পরিণাম খেদ হতে পারে।
14যে অন্তর বিপথগামী, সে নিজের আচরণের পূর্ণ ফল পায়;
কিন্তু সৎ লোক নিজের থেকে তৃপ্ত হয়।
15যে অবোধ, সে সকল কথায় বিশ্বাস করে,
কিন্তু সতর্ক লোক নিজের পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে।
16জ্ঞানবান ভয় করে মন্দ থেকে সরে যায়;
কিন্তু হীনবুদ্ধি অসতর্ক ও দুঃসাহসী।
17যে শীঘ্র ক্রুদ্ধ হয়, সে অজ্ঞানের কাজ করে,
আর কু-কল্পনাকারী ঘৃণার পাত্র হয়।
18অবোধদের পুরস্কার অজ্ঞানতা;
কিন্তু সতর্ক লোকেরা জ্ঞানমুকুটে বিভূষিত হয়।
19দুর্বৃত্তেরা সুজনদের সম্মুখে,
আর দুষ্টেরা ধার্মিকের দ্বারে প্রণত হয়।
20দরিদ্র তাঁর প্রতিবেশীরও ঘৃণিত,
কিন্তু ধনবানের অনেক বন্ধু আছে।
21যে প্রতিবেশীকে তুচ্ছ করে, সে গুনাহ্‌ করে;
কিন্তু যে দীনহীনদের প্রতি দয়া করে, সে সুখী।
22যারা অনিষ্ট কল্পনা করে, তারা কি ভ্রান্ত হয় না?
কিন্তু যারা মঙ্গল কল্পনা করে, তারা রহম ও বিশ্বস্ততা পায়।
23সমস্ত পরিশ্রমেই লাভ হয়,
কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে।
24জ্ঞানবানদের ধনই তাদের মুকুট;
কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা অজ্ঞানতামাত্র।
25সত্য সাক্ষী লোকের প্রাণ রক্ষা করে;
কিন্তু যে অসত্য কথা বলে, সে ছলনা করে।
26মাবুদের ভয় দৃঢ় বিশ্বাসভূমি;
তাঁর সন্তানরা আশ্রয় স্থান পাবে।
27মাবুদের ভয় জীবনের উৎস,
তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ।
28অনেক প্রজার দরুন বাদশাহ্‌র শোভা হয়;
কিন্তু জনবৃন্দের অভাবে ভূপতির সর্বনাশ ঘটে।
29যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান;
কিন্তু বদমেজাজী অজ্ঞানতা তুলে ধরে।
30শান্ত হৃদয় শরীরের জীবন;
কিন্তু ঈর্ষাগুলো অস্থির পচনস্বরূপ।
31যে দীনহীনের প্রতি জুলুম করে, সে তার নির্মাতাকে উপহাস করে;
কিন্তু যে দরিদ্রের প্রতি রহম করে, সে তাঁকে সম্মান করে।
32দুষ্ট লোক নিজের দুষ্কার্যে নিপাতিত হয়,
কিন্তু মরণকালেও ধার্মিকের প্রত্যাশা
থাকে।
33জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে,
কিন্তু হীনবুদ্ধিদের দিলে যা থাকে, তা প্রকাশ হয়ে পড়ে।
34ধার্মিকতা জাতিকে উন্নত করে,
কিন্তু গুনাহ্‌ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।
35যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, তার প্রতি বাদশাহ্‌র অনুগ্রহ বর্তে;
কিন্তু লজ্জাদায়ী তাঁর ক্রোধের পাত্র হয়।
 

Currently Selected:

মেসাল 14: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in