সফনিয় 2
2
1হে নির্লজ্জ জাতি, সচেতন হও! 2ঝড়ের মুখে উড়ে যাওয়া তুষের মত সময় চলে যাচ্ছে! প্রভুর ক্রোধের দিন তোমাদের উপর এসে পড়ার আগে, প্রভুর জ্বলন্ত ক্রোধ তোমাদের উপর বর্ষিত হওয়ার আগে তোমরা একত্র হও, সংঘবদ্ধ হও। 3তোমরা, যারা দীন, নত-নম্র যারা তাঁর অনুশাসন মেনে চল, পরমেশ্বরের ইচ্ছা পালন কর, ন্যায়বিচার ও শিষ্টাচার অনুশীলন কর! তাহলে হয়তো বা পরমেশ্বরের ক্রোধের দিনে তোমরা অব্যাহতি পাবে।
বিভিন্ন দেশের প্রতি দণ্ডাদেশ
4কারণ গাজা নগর হবে জনমানবহীন, আস্কেলন হবে পরিত্যক্ত, আস্দোদের অধিবাসীরা বেলা দ্বিপ্রহরে বিতাড়িত হবে, আর এক্রোণ হবে সমূলে ধ্বংস।#যিশা 14:29-31; যির 47:1-7; যিহি 25:15-17; যোয়েল 3:4-8; আমোস 1:6-8; সখ 9:5-7
ফিলিস্তিনী জাতি
5সাগরোপকুলবাসী হে ফিলিস্তিনী#2:5 ফিলিস্তিনীদের জাতির অপর নাম করেথী জাতি। জাতি তোমাদের ধ্বংস অনিবার্য! তোমাদের বিরুদ্ধে পরমেশ্বরের দণ্ডাদেশ ঘোষিত হয়েছে–তোমরা ধ্বংস হবে, তোমাদের মধ্যে কেউ রক্ষা পাবে না। 6আর তুমি, হে সাগরের উপকুল, তুমি পরিণত হবে চারণভূমিতে, মেষপালকদের আস্তানায়, মেষপালকের বাথানে। 7আর যিহুদাকুলের যারা রক্ষা পাবে, তারা তোমাদের দেশ অধিকার করবে, তারা সেখানে চরাবে তাদের মেষপাল। আস্কেলনের পরিত্যক্ত ঘরগুলিতে রাত্রিযাপন করবে তারা। কারণ প্রভু পরমেশ্বরই তাদের তত্ত্বাবধান করবেন, তিনিই পুনরুদ্ধার করবেন তাদের সৌভাগ্য।
মোয়াব ও আম্মোন
8ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, সর্বাধিপতি প্রভু বলেছেনঃ মোয়াবের বিদ্রূপ ও আম্মোনের কটূক্তি আমি শুনেছি। তারা আমার প্রজাদের উপহাস করেছে, তাদের দেশ জোর করে দখল করারহুমকি দিচ্ছে।#যিশা 15:1—16:14; 25:10-12; যির 48:1—49:6; যিহি 21:28-32; 25:1-11; আমোস 1:13-15 9আমার জীবন্ত সত্তার দিব্য, মোয়াবের দশা হবে সদোমের মত, আম্মোনীরা হবে ঘমোরার মত আগাছা ও লবণের শূন্য গহ্বরে পরিপূর্ণচির-বিধ্বস্ত এক দেশ। আমার উদ্ধারপ্রাপ্ত প্রজারা তাদের সম্পদ লুণ্ঠন করবে, অধিকার করবে তাদের দেশ।#আদি 19:24
10এই হবে তাদের অহঙ্কারের প্রতিফল, কারণ তারা সর্বাধিপতি ঈশ্বরের প্রজাদের বিদ্রূপ করেছে, আস্ফালন করেছে তাদের বিরুদ্ধে। 11পরমেশ্বর তাদের প্রতি নির্মম হবেন, পৃথিবীর সমস্ত প্রজাকে তিনি হতমান করবেন, সর্বদেশের সর্বজাতি তাঁরই আরাধনা করবে।
ইথিওপিয়া#2:11 হিব্রু: কুশ দেশ
12হে ইথিওপিয়া নিবাসী তোমরাও আমার তরবারিতে নিহত হবে।#যিশা 18:1-7
আসিরিয়া ও নীনবী
13উত্তরদেশও আমার কোপ থেকে নিস্তার পাবে না, আসিরিয়াকে আমি ধ্বংস করব! নীনবীকে বিধ্বস্ত করে পরিণত করব রুক্ষ মরুভূমিতে।#যিশা 10:5-34; 14:24-27; নহুম 1:1—3:19 14সেইস্থানে হবে পশুপাল ও বন্য জীব-জন্তুর আস্তানা। পরিত্যক্ত অট্টালিকা হবে শকুন ও সজারুর বাসস্থান। বিধ্বস্ত প্রাসাদের জানালায় পেঁচার ডাকশোনা যাবে, তার চৌকাঠের উপর চীৎকার করবে দাঁড়কাক, কারণ জীর্ণ প্রাসাদের কাঠগুলো নগ্নরূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। 15এই সেই প্রমত্তা নগরী, যে আত্মম্ভরীতায় সে বলত: আমরা সুরক্ষিত ও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম! আজ সে হয়েছে পতিতভূমি, বন্য জন্তুর আস্তানা। পথচারীরা তার পাশ দিয়ে যাবার সময় তার দিকে তাকাবে তাচ্ছিল্যভরে।
Currently Selected:
সফনিয় 2: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.