YouVersion Logo
Search Icon

সফনিয় 3

3
জেরুশালেমের সঙ্কট ও উদ্ধার
1ধিক্‌ সেই বিদ্রোহিনী, ভ্রষ্টা ও দৌরাত্ম্যময়ী নগরীকে! 2সে কারও কথা শোনে না,কারও শাসন মানে না, পরমেশ্বরের উপর সে কখনও নির্ভর করেনি, তাঁর শরণও নেয়নি কখনও। 3তার আমলারা যেন বাঘের মত, তাদের কাছে ঘেঁষা যায় না। তার বিচারকেরা যেন ক্ষুধার্ত নেকড়ে সকাল পর্যন্ত তারা শিকারের কিছু বাকী রাখে না। 4তার নারীরা উচ্ছৃঙ্খল, অবিশ্বস্ত, অসতী। তার পুরোহিতেরা নিজেদের ধর্মকর্মের শুদ্ধতা বজায় রাখে না, নিজেদের স্বার্থে বিধানকে যথেচ্ছভাবে ব্যবহার করে। 5কিন্তু জেরুশালেমে অধিষ্ঠিত পরমেশ্বর ধর্মময়, ন্যায়বান। নিত্য প্রভাতে সূর্যোদয়ের যেমন ব্যতিক্রম নেই, তেমনি ব্যতিক্রম নেই তাঁরও ন্যায়বিচারে। কিন্তু তা সত্ত্বেও অসৎ নির্লজ্জদের চেতনা হয় না।
6পরমেশ্বর বলেনঃ আমি বিভিন্ন জাতিকে উচ্ছেদ করেছি, তাদের দুর্গ সমূহ হয়েছে বিধ্বস্ত। আমি তাদের পথগুলিকে করেছি জনহীন, সে পথে কেউ আর চলে না। তাদের নগরগুলি সব ধ্বংস হয়েছে,সেখানে কোন মানুষ নেই, সেখানে কেউ আর বাস করে না। 7আমি ভেবেছিলাম, আমার প্রজারা নিশ্চয়ই আমাকে সম্ভ্রম করবে, আমার শাসন নত মস্তকে মেনে নেবে, যে শাস্তি তাদের দিয়েছি সে কথা কখনও ভুলবে না। কিন্তু না! বরং তারা আরও বেশী করে দুষ্কর্মে প্রবৃত্ত হল।
8দেখ, সেইদিন আসছে যে দিন আমি সর্বজাতিকে আমার সামনে উপস্থিত করব, তাদের বিরুদ্ধে উচ্চারিত হবে আমার অভিযোগ। তাদের উপরে বর্ষিত হবে আমার রোষানল, আমার কোপের আগুনে দগ্ধ হবে সমস্ত পৃথিবী–এই সিদ্ধান্তে আমি অটল।
নতুন দিনের প্রতিশ্রুতি
9তারপর আমি সর্বজাতির চিত্তশুদ্ধি ঘটাব, যেন একচিত্তে তারা আমার নাম গান করে, যেন শুধু আমারই সেবা করে। 10নীল নদীর ওপারে, দূর-দূরান্ত থেকে আমার প্রবাসী ভক্তেরা ও তাদের কন্যারা আমার কাছে আনবে নৈবেদ্য। 11অতীতে তুমি আমার বিরুদ্ধে যা কিছু অপরাধ করেছ, তার জন্য সেদিন তোমায় আমি আর লজ্জা দেব না, তোমাদের মধ্যে যারা উদ্ধত ও অহঙ্কারী তাদের দূর করে দেব। আমার পবিত্র শৈলে#3:11 সিয়োন পর্বত তোমরা আর ঔদ্ধত্য প্রকাশ করবে না, তোমরা হবে নত-নম্র। 12সেখানে অবশিষ্ট থাকবে বঞ্চিত হতভাগ্য একদল মানুষ, যারা হবে শুধু আমরাই শরণাগত। 13ইসরায়েলকুলের এই অবশিষ্ট লোকেরা আর অন্যায় করবে না, মিথ্যাকথা বলবে না, তাদের মুখে থাকবে না কোন ছলনা। তাদের জীবন হবে নিশ্চিন্ত ও নিরাপদ, ভয় কাকে বলে তারা জানবে না।#প্রকা 14:5
আনন্দ সঙ্গীত
14ওগো সিয়োন কন্যা, আনন্দ কর, জয়ধ্বনি কর হে ইসরায়েল,
হে জেরুশালেমনিবাসী উল্লসিত হও, আনন্দ কর প্রাণ খুলে।
15প্রভু তোমার দণ্ড মকুব করেছেন!
তোমার শত্রুদের করেছেন বিতাড়িত।
ইসরায়েলের অধিপতি প্রভু তোমার সাথে আছেন,
তোমার আর অমঙ্গলের ভয় নেই।
16সেইদিন জেরুশালেমকে বলা হবে,
হে সিয়োন, ভয় করো না, হতাশ হয়ো না তুমি,
17তোমার ঈশ্বর প্রভু তোমার সহায়,
পরাক্রমী উদ্ধারকর্তা তিনি, তুমি হবে তাঁর আদরের ধন।
সুগভীর ভালবাসায় তিনি তোমাকে নতুন করে গড়ে তুলবেন।
উৎসবের আনন্দে মানুষ যেমন বিভোর হয়
তোমায় নিয়ে তাঁরও হবে তেমনি আনন্দ।
18পরমেশ্বর বলেছেন, আর ভয় নেই,
আমি ঘুচিয়ে দেব তোমার দুঃখ-দুর্দশা,
মুছে দেব তোমার লজ্জা।
19দেখ, যারা তোমাকে নিপীড়ন করে,
সেইদিন আমি তাদের সমুচিত দণ্ড বিধান করব।
আমি অসহায় মানুষকে উদ্ধার করব,
ফিরিয়ে আনব নির্বাসিতদের।
অপবাদের বদলে তাদের দেব সুখ্যাতি সারা পৃথিবী
সেদিন মুখর হবে তাদের প্রশংসায়।
20কাল সমাগত! তোমরা যারা ছড়িয়ে আছ প্রবাসে,
সবাইকে আমি দেশে ফিরিয়ে আনব,
বিখ্যাত করব তোমাদের সারা পৃথিবীতে।
আবার আমি তোমাদের ভরিয়ে তুলব সুখ-সমৃদ্ধিতে।
এ সবই ঘটবে তোমাদের চোখের সামনে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in