সফনিয় 1
1
1যিহুদীয়া রাজ আম্মোনের পুত্র যোশিয়ের রাজত্বকালে প্রভু পরমেশ্বরের এই বাণী নবী সফনিয়ের কাছে এল। ইনি ছিলেন কুশির পুত্র, কুশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিষ্কিয়ের পুত্র।#২ রাজা 22:1—23:30; ২ বংশা 34:1—35:27
প্রভুর দণ্ডবিধানের দিন
2প্রভু বললেনঃ পৃথিবীর বুক থেকে আমি সব কিছু নিশ্চিহ্ন করে দেব। 3সমগ্র মানব জাতিকে আমি ধ্বংস করব। জল, স্থল ও আকাশের কোন প্রাণীই নিস্তার পাবে না। দুর্জনের বিনাশ হবে, মুছে যাবে মানবজাতি পৃথিবীর বুক থেকে।
4আমি যিহুদীয়ার সকল অধিবাসীর উপরে আঘাত হানব। জেরুশালেমও বাদ যাবে না। এই স্থান থেকে মুছে ফেলব বেলদেবের পূজার শেষ চিহ্নটুকুও, সেইসঙ্গে মুছে ফেলব তার পুরোহিতদের নাম। 5যারা ঘরের ছাদে উঠে আকাশের নক্ষত্ররাজির উদ্দেশে প্রণিপাত করে, যারা আমার আরাধনা করে আবার মোলেক দেবকেও#1:5 1 রাজা 11:7–এই দেবতার উদ্দেশে নরবলি দেওয়া হত।1 মানে, আমি তাদের ধ্বংস করব। 6যারা আমার পথ থেকে সরে গেছে, আর আমাকে ডাকে না, আমার নির্দেশও জানতে চায় না, আমি তাদের বিনাশ করব।
7পরমেশ্বরের সাক্ষাতে নীরব হও, প্রভুর দণ্ডবিধানের দিন আসন্ন। প্রভু এক যজ্ঞের আয়োজন করছেন, তিনি তাঁর প্রজাদের যজ্ঞের বলিরূপে উৎসর্গ করার জন্য প্রস্তুত করছেন। 8সেইদিন তিনি রাজকর্মচারী, রাজকুমারদের বিলাসিতার জন্য এবং যারা ভিন্নজাতির রীতিনীতি, আচার অনুষ্ঠান অনুকরণ করে, তাদের দণ্ড দেবেন। 9যারা বিজাতীয়দের অনুকরণে লাফ দিয়ে চৌকাঠ ডিঙ্গায়,#1:9 ফিলিস্তিনীদের এটি একটি ধর্মীয় প্রথা। দ্রষ্টব্য: ১ শমু 5:4-5 লুঠতরাজ ও জালিয়াতি করে, চুরি করা ধনে নিজেদের দেবতার মন্দির সাজায় সেইদিন প্রভু পরমেশ্বর তাদেরও দণ্ড দেবেন।
10পরমেশ্বর বলেন, সেদিন জেরুশালেমের মীনতোরণ#1:10 ঐ তোরণের কাছে ছিল মাছের বাজার। দ্রষ্টব্য: নহিমিয় 11:39 থেকে ক্রন্দনরোল উঠবে নগরীর নবনির্মিত অঞ্চল থেকে হাহাকার ধ্বনি ওপর্বত থেকে ভাঙ্গনের প্রচণ্ড শব্দশোনা যাবে। 11হে মক্তেশ নিবাসী, বিলাপ কর। কারণ বণিকেরা সব ধ্বংস হয়েছে,ব্যবসায়ীরাও হয়েছে বিনষ্ট।
12তখন তিনি প্রদীপ জ্বেলে জেরুশালেমের কোণে কোণে খুঁজবেন তাদের। যারা আত্মতুষ্টির নেশায় বিভোর হয়ে নিরুদ্বেগে কাল যাপন করে আর ভাবে, পরমেশ্বর ভাল কি মন্দ কিছুই করেন না,তাদের উপর নেমে আসবে তাঁর মহাদণ্ড। 13তাদের সম্পদ সমস্তই লুণ্ঠিত হবে,তাদের ঘরবাড়ি হবে বিধ্বস্ত। তারা গৃহনির্মাণ করলেওসেখানে বাস করতে পারবে না। দ্রাক্ষাকুঞ্জ রচনা করলেওতা থেকে উৎপন্ন সুরাপান করতে তারা পারবে না।
14পরমেশ্বরের দণ্ডবিধানের দিন আসন্ন, দ্রুত এগিয়ে আসছে। বিদ্যুতের চেয়েও দ্রুত তার গতিভয়াবহ তার পদধ্বনি। 15সেইদিন ক্রোধের দিন, ক্লেশ ও যন্ত্রণার দিন, সর্বনাশ ও ধ্বংসের দিন, অন্ধকার ও ঘোর তমসার দিন, মেঘ ও ঘন কুয়াশার দিন! 16তুরীধ্বনি ও রণহুঙ্কারের দিন, প্রাচীরঘেরা নগর ও সুউচ্চ দুর্গসমূহের আক্রান্ত হওয়ার দিন!
17সেদিন মানবকুল হবে বিপর্যস্ত। তারা অন্ধের মত বিচরণ করবে কারণ পরমেশ্বরের বিরুদ্ধে তারা পাপ করেছে। তাদের রক্ত স্রোতের মত প্রবাহিত হবে, তাদের গলিত শবে ভরে যাবে চারিদিক।
18প্রভুর ক্রোধের দিনেকোন সম্পদই তাদের উদ্ধার করতে পারবে না। তাঁর রোষানলে সমগ্র দেশ নিঃশেষ হয়ে যাবে, আকস্মিক আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাবে দেশের সকল অধিবাসী।
Currently Selected:
সফনিয় 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.