YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 2

2
ঈশ্বরের অভিষিক্তের প্রতি রাজার আনুগত্য
1রাষ্ট্রসমূহের এ চক্রান্ত কিসের জন্য?
কেনই বা জাতিবৃন্দের এই বৃথা ষড়যন্ত্র?
2প্রভু পরমেশ্বর ও তাঁর অভিষিক্ত রাজার বিরুদ্ধে
পৃথিবীর রাজারা হয়েছে সংঘবদ্ধ,
শাসককুল মন্ত্রণা করছে একযোগে।#প্রেরিত 4:25-26
3তারা বলছে:
এস, আমরা ওদের শৃঙ্খল ছিঁড়ে ফেলি,মুক্ত হই ওদের অধীনতাপাশ থেকে।
4স্বর্গের সিংহাসনে সমাসীন প্রভু
ব্যঙ্গের হাসি হাসেন, বিদ্রূপ করেন ওদের।
5এদের উদ্দেশে উচ্চারিত হয় তাঁর ক্রুদ্ধ কণ্ঠের বাণী।
মহারোষে তিনি করেন তাদের আতঙ্কিত।
6প্রভু বলেনঃ
আমার পবিত্র শৈল সিয়োনে আমার রাজাকে আমি করেছি অভিষিক্ত।
7রাজা বলেনঃ আমি প্রচার করব প্রভুর এই ঘোষণা,
তিনি বলেছেন আমায়: তুমিই আমার পুত্র,
আজ থেকে তোমার পিতা হলাম আমি।#প্রেরিত 13:33; হিব্রু 1:5; 5:5
8তুমি যদি চাও, সকল জাতিকে আমি আনব তোমার অধিকারে,
সমগ্র পৃথিবী হবে তোমার।
9তুমি ভাঙ্গবে তাদের লৌহদণ্ড,
চূর্ণ করবে মৃৎপাত্রের মত।#প্রকা 2:26-27; 12:5; 19:15
10অতএব, হে নৃপতিবৃন্দ, বিবেচনা কর,
সতর্ক হও পৃথিবীর শাসকবর্গ।
11ভক্তিভরে প্রভু পরমেশ্বরের সেবা কর তোমরা
সানন্দে প্রণত হও তাঁর পুত্রের চরণে।
12অন্যথায় ক্রুদ্ধ হবেন তিনি
পথেই হবে তোমাদের বিনাশ,
কারণ মুহূর্তে প্রজ্বলিত হয় তাঁর ক্রোধ,
ধন্য তারা, যারা তাঁর শরণাগত।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy