1
যাত্রাপুস্তক ২৪:17-18
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
আর ইস্রায়েল-সন্তানগণের দৃষ্টিতে সদাপ্রভুর প্রতাপ পর্বতশৃঙ্গে গ্রাসকারী অগ্নির ন্যায় প্রকাশিত হইল। আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করিয়া পর্বতে উঠিলেন। মোশি চল্লিশ দিবারাত্র সেই পর্বতে অবস্থিতি করিলেন।
So sánh
Khám phá যাত্রাপুস্তক ২৪:17-18
2
যাত্রাপুস্তক ২৪:16
আর সীনয় পর্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করিতেছিল; উহা ছয় দিন মেঘাচ্ছন্ন রহিল; পরে সপ্তম দিনে তিনি মেঘের মধ্য হইতে মোশিকে ডাকিলেন।
Khám phá যাত্রাপুস্তক ২৪:16
3
যাত্রাপুস্তক ২৪:12
আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি পর্বতে আমার নিকটে উঠিয়া আসিয়া এই স্থানে থাক, তাহাতে আমি দুইখানা প্রস্তরফলক, এবং আমার লিখিত ব্যবস্থা ও আজ্ঞা তোমাকে দিব, যেন তুমি লোকদিগকে শিক্ষা দিতে পার।
Khám phá যাত্রাপুস্তক ২৪:12
Trang chủ
Kinh Thánh
Kế hoạch
Video