1
রোমীয় 6:23
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কারণ পাপের বেতন মৃত্যু। কিন্তু ঈশ্বরের করুণার দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে শাশ্বত জীবন।
Linganisha
Chunguza রোমীয় 6:23
2
রোমীয় 6:14
কারণ তোমাদের উপর পাপের আর কোন কর্তৃত্ব নেই। তোমরা বিধানের অধীন নও, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের ছত্রছায়ায় রয়েছ।
Chunguza রোমীয় 6:14
3
রোমীয় 6:4
বাপ্তিষ্মের মাধ্যমে আমরা তাঁর সঙ্গে মৃত্যুবরণ করেছি, সমাহিত হয়েছি। তাই পিতা ঈশ্বরের মহিমায় খ্রীষ্ট যেমন মৃত্যুলোক থেকে পুনর্জীবিত হয়েছেন, তেমনি আমরাও নবায়িত জীবনে উত্তীর্ণ হব।
Chunguza রোমীয় 6:4
4
রোমীয় 6:13
তোমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলিকে দুষ্কর্মের যন্ত্ররূপে পাপের কবলে সমর্পণ করে দিয়ো না। বরং মৃতলোক থেকে পুনর্জীবিত মানুষরূপে ঈশ্বরের চরণে নিজেদের উৎসর্গ কর, তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ সৎকর্মের উদ্দেশে ঈশ্বরের কাছে নিবেদন কর।
Chunguza রোমীয় 6:13
5
রোমীয় 6:6
আমরা জানি, আমাদের পুরাতন সত্তা তাঁর সঙ্গেই ক্রুশে আরোপিত হয়েছে যাতে আমাদের পাপ কলুষিত সত্তা বিলুপ্ত হয়, যেন পাপের দাসত্ব আর আমরা না করি।
Chunguza রোমীয় 6:6
6
রোমীয় 6:11
অনুরূপভাবে তোমরা নিজেদের পাপ সম্পর্কে মৃত এবং যীশু খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত হয়ে ঈশ্বরের উদ্দেশে জীবিত বলে মনে কর।
Chunguza রোমীয় 6:11
7
রোমীয় 6:1-2
তাহলে কি বলব? অনুগ্রহের প্রাচুর্য যাতে হয় সেজন্য কি আমরা পাপে রত থাকব? না, কখনও না, পাপের পক্ষে যখন আমরা মৃত, তখন কি করে আমরা আবার পাপে লিপ্ত হব?
Chunguza রোমীয় 6:1-2
8
রোমীয় 6:16
নিশ্চয়ই নয়, এ কথা তেআমরা ভালভাবেই জান যে আনুগত্য স্বীকার করে কারও কাছে তোমরা যদি আত্মসমর্পণ কর, তাহলে তোমরা তারই অনুগত দাসে পরিণত হবে। হয় দাস হয়ে মৃত্যুকবলিত হবে, না হয় ঈশ্বরের বাধ্য হয়ে ধর্মসঙ্গত আচরণ করবে।
Chunguza রোমীয় 6:16
9
রোমীয় 6:17-18
ঈশ্বরকে ধন্যবাদ, যে তোমরা একদিন পাপের দাস ছিলে কিন্তু যে শিক্ষা তোমরা পেয়েছ, যে আদর্শ তোমাদের সামনে রাখা হয়েছে, আজ একনিষ্ঠ বাধ্যতায় তোমরা তার অনুসরণ করে চলেছ। পাপের কবল থেকে মুক্ত হয় তোমরা এখন ন্যায়সঙ্গত আচরণের জন্য ঈশ্বরের দাস হয়েছ।
Chunguza রোমীয় 6:17-18
Nyumbani
Biblia
Mipango
Video