1
রোমীয় 5:8
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কিন্তু আমাদের প্রতি ঈশ্বরের প্রেমের পরাকাষ্ঠা এই যে আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন।
Linganisha
Chunguza রোমীয় 5:8
2
রোমীয় 5:5
এই প্রত্যাশা নিরর্থক নয়, কারণ ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেছেন, সেই পবিত্র আত্মাই আমাদের হৃদয়কে ঐশ্বরিক প্রেমে প্লাবিত করেছেন।
Chunguza রোমীয় 5:5
3
রোমীয় 5:3-4
শুধু তাই নয়, নানাবিধ দুঃখ কষ্টের জন্যও আমরা গৌরব বোধ করি, কারণ জানি, দুঃখভোগ সহিষ্ণুতা সৃষ্টি করে এবং এই সহিষ্ণুতা প্রমাণ করে যে আমরা পরীক্ষাসিদ্ধ হয়েছি। এই পরীক্ষাসিদ্ধিই আমাদের প্রত্যাশার ভিত্তি।
Chunguza রোমীয় 5:3-4
4
রোমীয় 5:1-2
বিশ্বাসের দ্বারা আমরা ধার্মিক সাব্যস্ত হয়েছি বলে প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা উচিত। কারণ তাঁরই দ্বারা আমরা ঈশ্বরের করুণার ছত্রছায়ায় প্রবেশাধিকার লাভ করেছি এবং সেখানে সুপ্রতিষ্ঠিত হয়ে আমরা ঈশ্বরদত্ত মহিমা লাভের প্রত্যাশায় আনন্দ লাভ করি।
Chunguza রোমীয় 5:1-2
5
রোমীয় 5:6
আমরা যখন অসহায় পাপী ছিলাম, তখনই খ্রীষ্ট এই অধার্মিকদের জন্য নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করেছিলেন।
Chunguza রোমীয় 5:6
6
রোমীয় 5:9
কাজেই তাঁর আত্মবলিদানের শোণিতে আমরা যখন ধার্মিক প্রতিপন্ন হয়েছি, তখন আমরা সুনিশ্চিত যে তাঁর মাধ্যমে ঈশ্বরের চরম ক্রোধ থেকে আমরা নিষ্কৃতি পাব।
Chunguza রোমীয় 5:9
7
রোমীয় 5:19
একটি মাত্র মানুষের অবাধ্যতার ফলে অনেক মানুষকেই পাপী বলে গণ্য করা হয়েছিল, তেমনি একটি মানুষের বাধ্যতার জন্য অনেককেই ধার্মিক প্রতিপন্ন করা হবে।
Chunguza রোমীয় 5:19
8
রোমীয় 5:11
শুধু তাই নয়, যাঁর দ্বারা ঈশ্বরের সঙ্গে এখন আমাদের পুনর্মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের জন্য উল্লসিত হয়েছি।
Chunguza রোমীয় 5:11
Nyumbani
Biblia
Mipango
Video