YouVersion Logo
Search Icon

ঈশ্বর নিয়ন্ত্রণে আছেনSample

ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন

DAY 22 OF 30

দিন ২২: শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে আত্মবিশ্বাস

"কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ। বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ। তোমরা নিজেরা নিজেদের উদ্ধার কর নি। কিন্তু তা ঈশ্বরের দানরূপে পেয়েছ। তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাও নি, তাই কেউই গর্ব করে বলতে পারে না যে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে।" ইফিষীয় ২:৮-৯ (BERV)

বিশ্বাস একযোগে সহজ এবং গভীর। অনুগ্রহ যা প্রদান করে তা কেবল প্রসারিত হাতই গ্রহণ করে। এটি কিছুই যোগ করে না, কিছুই অর্জন করে না। এবং তবুও, ঈশ্বর যা এত স্পষ্ট করেছেন তা আমরা কতবার জটিল করে তুলি! আমরা কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই, কিন্তু বিশ্বাস মুদ্রা নয়। এটি কেবল সেই মাধ্যম যার মাধ্যমে আমরা ঈশ্বরের দান গ্রহণ করি।

অনেক বিশ্বাসী তাদের বিশ্বাসের "গুণমান" নিয়ে যন্ত্রণার মধ্যে বাস করে: এটি কি যথেষ্ট শক্তিশালী? যথেষ্ট বাস্তব? আমার কি যথেষ্ট বিশ্বাস আছে? কিন্তু পৌল আমাদের মনে করিয়ে দেন যে বিশ্বাসও একটি উপহার। এটি আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তির লুকানো আধার থেকে জন্মায় না। এটি পরিত্রাণের সাথে প্রদত্ত একটি উপহার।

ডুবে যাওয়া ব্যক্তির কথা বিবেচনা করুন। লাইফ জ্যাকেটটি নিক্ষিপ্ত ব্যক্তির শক্তির উপর নির্ভর করে না, বরং যিনি এটি ছুঁড়ে ফেলেন তার শক্তির উপর নির্ভর করে। ধরে রাখার কাজ পরিত্রাণের কারণ নয়, কেবল এটি গ্রহণের উপায়। বিশ্বাসের ক্ষেত্রেও তাই: এটি পরিত্রাণ দেয় না; খ্রীষ্ট এর মাধ্যমে রক্ষা করেন।

এই কারণেই পৌল "বিশ্বাসের দ্বারা" লিখেছেন। অনুগ্রহ হল উৎস; বিশ্বাস, মাধ্যম। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ কারণ এটি খ্রীষ্টের উপর নির্ভর করার পরিবর্তে আমাদের নিজস্ব বিশ্বাসের উপর নির্ভর করার ভুলকে প্রতিরোধ করে।

সন্দেহ আসবেই, এবং খুব কমই নয়। কিন্তু যখন তা আসে, তখন আপনার বিশ্বাসের শক্তির দিকে তাকাবেন না, আপনি যাকে বিশ্বাস করেন তার বিশ্বস্ততার দিকে তাকাবেন। একজন মহান ত্রাণকর্তার উপর একটি ছোট বিশ্বাস নিজের উপর একটি মহান বিশ্বাসের চেয়ে অসীমভাবে মূল্যবান। এমনকি বাতাসে মোমবাতির মতো কম্পিত বিশ্বাসও যথেষ্ট, কারণ যা জ্বলে তা মোমবাতি নয়, বরং শিখা। এবং খ্রীষ্ট হলেন সেই শিখা যা কখনও নিভে যায় না।

পরিত্রাণ কেবলমাত্র নিশ্চিত কারণ এটি সম্পূর্ণরূপে ঈশ্বরের হাতে থাকে। আপনার অনুভূতি পরিবর্তিত হয়, আপনার বিশ্বাস দোদুল্যমান হয়, আপনার পরিস্থিতি ওঠানামা করে, কিন্তু তাঁর সার্বভৌম উদ্দেশ্য পরিবর্তিত হয় না। যিনি আপনাকে ডেকেছেন তিনি বিশ্বস্ত এবং শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবেন।

আমার প্রার্থনা:

পিতা, আমি তোমাকে ধন্যবাদ জানাই যে আমার পরিত্রাণ আমার বিশ্বাসের শক্তির উপর নির্ভর করে না, বরং তোমার বিশ্বস্ততার উপর নির্ভর করে। যখন সন্দেহ আমাকে ঘিরে ধরে, তখন আমার চোখ আমার কাছ থেকে সরিয়ে তোমার উপর স্থির করো। আমাকে মনে রাখতে শেখাও যে বিশ্বাস হল খোলা হাত যা তোমার দান গ্রহণ করে। আমি আমার বিশ্বাসের উপর নয়, বরং তোমার উপর, যারা সম্পূর্ণরূপে বিশ্বস্ত। আমার বিশ্বাস যেন তোমার গৌরবের জানালা হয়, আমার দুর্বলতার আয়না নয়। যীশুর নামে, আমেন।

চিন্তার জন্য প্রশ্ন:

১. যখন তুমি সন্দেহ করো, তখন কি তুমি তোমার বিশ্বাস নাকি খ্রীষ্টের বিশ্বস্ততা পরীক্ষা করার প্রবণতা রাখো?

২. বিশ্বাস যে ঈশ্বরের কাছ থেকে একটি উপহার, তা বোঝা কীভাবে পরিত্রাণের ক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে?

About this Plan

ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন

ঈশ্বরকে সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করার অর্থ কী? এই আসন্ন মাসে, আপনাকে এই অটল সত্যটি মেনে চলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে: ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন এবং আপনার সম্পূর্ণ বিশ্বাসের যোগ্য। সৃষ্টি থেকে ক্রুশ পর্যন্ত, দৈনন্দিন চাহিদা থেকে জীবনের পরীক্ষা পর্যন্ত, আপনি তাঁর সার্বভৌমত্বে বিশ্রাম নিতে, তাঁর অনুগ্রহে বিশ্বাস করতে এবং তাঁর বিধানে চলতে শিখবেন। প্রতিটি দিন আপনাকে বিশ্বাসের পরিবর্তে ভয়, আত্মনির্ভরতার পরিবর্তে আত্মসমর্পণ এবং ঈশ্বরের চরিত্রের প্রতি বিশ্বাসের পরিবর্তে সন্দেহের বিনিময়ে আহ্বান জানাবে।

More