YouVersion Logo
Search Icon

ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন

ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন

30 Days

ঈশ্বরকে সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করার অর্থ কী? এই আসন্ন মাসে, আপনাকে এই অটল সত্যটি মেনে চলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে: ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন এবং আপনার সম্পূর্ণ বিশ্বাসের যোগ্য। সৃষ্টি থেকে ক্রুশ পর্যন্ত, দৈনন্দিন চাহিদা থেকে জীবনের পরীক্ষা পর্যন্ত, আপনি তাঁর সার্বভৌমত্বে বিশ্রাম নিতে, তাঁর অনুগ্রহে বিশ্বাস করতে এবং তাঁর বিধানে চলতে শিখবেন। প্রতিটি দিন আপনাকে বিশ্বাসের পরিবর্তে ভয়, আত্মনির্ভরতার পরিবর্তে আত্মসমর্পণ এবং ঈশ্বরের চরিত্রের প্রতি বিশ্বাসের পরিবর্তে সন্দেহের বিনিময়ে আহ্বান জানাবে।

এই প্ল্যানটি প্রদানের জন্য আমরা i2 Ministries (i2ministries.org) কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: thewadi.org/videos/english