ঈশ্বর নিয়ন্ত্রণে আছেনSample

দিন ১১: সম্পর্কের মাধ্যমে বিশ্বাস গড়ে তোলা
ঈশ্বরের সাথে সম্পর্ক কোনও ধর্মতাত্ত্বিক তত্ত্ব নয়। এটি বিশ্বস্ততার একটি দৈনন্দিন অভিজ্ঞতা।
“যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর,
তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভাল বস্তুগুলি উপভোগ করবে।
প্রভুর সেবা করে নিজে উপভোগ কর
এবং তাহলে তোমার যা প্রয়োজন, তিনি তোমায় তাই দেবেন।
প্রভুর ওপরে নির্ভর কর। তাঁকে বিশ্বাস কর,
যা করার তিনি তাই করবেন।” গীতসংহিতা ৩৭:৩-৫ (BERV)
এক ছেলে তার মাকে জিজ্ঞাসা করল, “মা, তুমি কীভাবে জানলে যে তুমি বাবাকে বিশ্বাস করতে পারো?” উত্তরটি তার কাছে এত স্পষ্ট ছিল যে সে হাসল, কিন্তু কথাগুলো ভাষায় প্রকাশ করতে তার এক মুহূর্ত সময় লেগেছিল। “কারণ আমি আঠারো বছরের বিবাহের সময় তাকে তার প্রতিশ্রুতি পালন করতে দেখেছি। আমি তার চরিত্রের পরীক্ষা দেখেছি, এবং সে কখনও আমাকে হতাশ করেনি।”
সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এভাবেই কাজ করে। এটি ভাগ করা অভিজ্ঞতা, পরীক্ষিত আনুগত্য এবং সময়ের সাথে সাথে প্রমাণিত বিশ্বস্ততার মাধ্যমে বৃদ্ধি পায়। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক একই রকম সুন্দর প্যাটার্ন অনুসরণ করে। প্রার্থনা কথোপকথনে পরিণত হয়, বাইবেল পাঠ ব্যক্তিগত চিঠিপত্রে পরিণত হয় এবং জীবনের চ্যালেঞ্জগুলি ঈশ্বরের বিশ্বস্ততা সরাসরি অভিজ্ঞতার সুযোগ হয়ে ওঠে।
ঈশ্বরের গুণাবলী অধ্যয়ন করা যথেষ্ট নয়, যেন আমরা ধর্মতত্ত্ব পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ছি। ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বাস গড়ে ওঠে।
দেখুন কিভাবে মানুষের সম্পর্কের মধ্যে বিশ্বাস বৃদ্ধি পায়। এটি নির্ভরযোগ্যতার ছোট ছোট কাজ দিয়ে শুরু হয় - প্রতিশ্রুতি পালন করা, প্রত্যাশিত সময়ে উপস্থিত হওয়া, কষ্টের সময় যত্ন দেখানো। সময়ের সাথে সাথে, এই অভিজ্ঞতাগুলি একজন ব্যক্তির চরিত্রের উপর আস্থা তৈরি করে। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক একই ধরণের প্যাটার্ন অনুসরণ করে।
ঈশ্বর আমাদের বিশ্বাস তৈরির এই প্রক্রিয়ায় আমন্ত্রণ জানান। তিনি অন্ধ বিশ্বাস দাবি করেন না, তবে বৃহত্তর বিষয়ে তাঁর উপর বিশ্বাস করার আগে ছোট ছোট বিষয়ে তাঁর বিশ্বস্ততা পরীক্ষা করার জন্য অসংখ্য সুযোগ প্রদান করেন। প্রতিটি উত্তরপ্রাপ্ত প্রার্থনা, প্রতিটি ব্যবস্থা, দুঃখের প্রতিটি সান্ত্বনা তাঁর চরিত্রের উপর আমাদের বিশ্বাসে আরেকটি স্তর যোগ করে।
সুন্দর বাস্তবতা হল যে ঈশ্বর কখনও এই পরীক্ষাগুলিতে ব্যর্থ হন না। তিনি কখনও কোনও প্রতিশ্রুতি ভঙ্গ করেননি, কখনও তাঁর প্রকৃতির বিপরীতে কাজ করেননি, কখনও তাঁর সন্ধানকারীদের প্রতি অবিশ্বস্ত প্রমাণিত হননি। এই নিখুঁত রেকর্ড তাঁর চরিত্রের উপর অটল আস্থা তৈরি করে।
ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস একটি বিশাল লাফের মাধ্যমে তৈরি হয় না, বরং হাজার হাজার ছোট পদক্ষেপের মাধ্যমে তৈরি হয় যখন আপনি তাঁকে বিশ্বস্ত প্রমাণিত হতে দেখেন।
আমার প্রার্থনা:
পিতা, তোমার সাথে এক প্রকৃত সম্পর্কের জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। ছোট ছোট জিনিসেও তুমি তোমার বিশ্বস্ততা কীভাবে প্রমাণ করেছ তা আমাকে চিনতে এবং মনে রাখতে সাহায্য করো, যাতে আমি বড় জিনিসেও তোমার উপর আস্থা রাখতে পারি। তোমার মঙ্গলের ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আমার বিশ্বাস গড়ে তুলো। আমি শুধু তোমার সম্পর্কে নয়, তোমাকে জানতে চাই। যীশুর নামে, আমেন।
চিন্তার জন্য প্রশ্ন:
১. কোন নির্দিষ্ট অভিজ্ঞতা ঈশ্বরের চরিত্রের উপর তোমার আস্থাকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে?
২. ঈশ্বর তোমার জীবনের কোন ক্ষেত্রে তাঁর প্রমাণিত বিশ্বস্ততার উপর ভিত্তি করে বিশ্বাসের পরবর্তী পদক্ষেপ নিতে আপনাকে আমন্ত্রণ জানান?
About this Plan

ঈশ্বরকে সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করার অর্থ কী? এই আসন্ন মাসে, আপনাকে এই অটল সত্যটি মেনে চলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে: ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন এবং আপনার সম্পূর্ণ বিশ্বাসের যোগ্য। সৃষ্টি থেকে ক্রুশ পর্যন্ত, দৈনন্দিন চাহিদা থেকে জীবনের পরীক্ষা পর্যন্ত, আপনি তাঁর সার্বভৌমত্বে বিশ্রাম নিতে, তাঁর অনুগ্রহে বিশ্বাস করতে এবং তাঁর বিধানে চলতে শিখবেন। প্রতিটি দিন আপনাকে বিশ্বাসের পরিবর্তে ভয়, আত্মনির্ভরতার পরিবর্তে আত্মসমর্পণ এবং ঈশ্বরের চরিত্রের প্রতি বিশ্বাসের পরিবর্তে সন্দেহের বিনিময়ে আহ্বান জানাবে।
More









