YouVersion Logo
Search Icon

যীশুর আশ্চর্যকর্ম: তাঁর ঈশ্বরত্বের পরিচয় প্রকাশSample

যীশুর আশ্চর্যকর্ম: তাঁর ঈশ্বরত্বের পরিচয় প্রকাশ

DAY 7 OF 9

যীশুর দ্বারা সুস্থ হওয়া ব্যক্তিকে ফরীশীরা প্রশ্ন করেন

ফরীশীরা সুস্থ ব্যক্তিকে এবং তার বাবা-মাকে প্রশ্ন করেন৷

প্রশ্ন ১৷ প্রচন্ড বিরোধিতা এবং ভয়াবহ ফলাফলের সামনে, ব্যক্তিটি যে একসময় অন্ধ ছিল সে জোরের সাথে যীশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছিল৷ এই প্রকার পরিস্থিতিতে শক্ত হয়ে দাঁড়াতে আপনার বিশ্বাস কিভাবে চ্যালেঞ্জ পেয়েছে?

প্রশ্ন ২৷ যীশু কে এবং তিনি কি করেন তার সাথে সোজাসুজি সম্মুখীন হওয়া সত্ত্বেও কেন এত জন মানুষ এখনও তাঁকে বিশ্বাস করতে প্রত্যাখ্যান করে বলে আপনি মনে করেন?

প্রশ্ন ৩৷ যীশুতে বিশ্বাস কোন কোন দল থেকে বেরিয়ে আসতে চালিত করতে পারে৷ কিভাবে আপনি এই প্রকার এক সময়ের অভিজ্ঞতা লাভ করেছেন?

Scripture

About this Plan

যীশুর আশ্চর্যকর্ম: তাঁর ঈশ্বরত্বের পরিচয় প্রকাশ

প্রভু যীশু খ্রীষ্টের অলৌকিক ঘটনাগুলি অন্বেষণ করুন, যা প্রত্যেকটি ঈশ্বরের পুত্র হিসাবে প্রভু যীশু খ্রীষ্টের পরিচয় প্রকাশ করে৷ একটি ছোট ভিডিও ক্লিপ পরিকল্পনার প্রতিটি দিনের জন্য গল্পের অংশ দেখায়।

More