YouVersion Logo
Search Icon

যীশুর আশ্চর্যকর্ম: তাঁর ঈশ্বরত্বের পরিচয় প্রকাশSample

যীশুর আশ্চর্যকর্ম: তাঁর ঈশ্বরত্বের পরিচয় প্রকাশ

DAY 1 OF 9

যীশুর প্রথম আশ্চর্য কাজ

যীশু একটা বিয়ে বাড়ীতে এক আশ্চর্য্য কাজ করেন৷ তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেন৷

প্রশ্ন ১৷ আপনি যেখানে বাস করেন সেখানে বিয়ে বাড়ীতে কি রীতি প্রচলিত আছে?

প্রশ্ন ২৷ খ্রীষ্টেতে আমাদের যে আনন্দ আছে তা যখন মানুষ ভুলে যায়, তখন কিভাবে আমরা একে অন্যকে মনে করিয়ে দিতে সাহায্য করতে পারি যে প্রভু আমাদের যে সীমাহীন আনন্দ দেন তা উদ্‌যাপন করা প্রয়োজনীয়?

প্রশ্ন ৩৷ কিভাবে যীশু আপনার জীবনে তাঁর উপর বিশ্বাস এনেছেন? যদি না হয়, তবে আলোচনা করুন তাঁকে বিশ্বাস করতে এবং তাঁর কাছে জীবন দিতে আমন্ত্রণটি গ্রহণ বা স্বীকার করতে আপনার জন্য তাঁর কি করা দরকার৷

Scripture

About this Plan

যীশুর আশ্চর্যকর্ম: তাঁর ঈশ্বরত্বের পরিচয় প্রকাশ

প্রভু যীশু খ্রীষ্টের অলৌকিক ঘটনাগুলি অন্বেষণ করুন, যা প্রত্যেকটি ঈশ্বরের পুত্র হিসাবে প্রভু যীশু খ্রীষ্টের পরিচয় প্রকাশ করে৷ একটি ছোট ভিডিও ক্লিপ পরিকল্পনার প্রতিটি দিনের জন্য গল্পের অংশ দেখায়।

More