YouVersion Logo
Search Icon

পুনঃপ্রতিষ্ঠা মনোনয়নSample

পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ন

DAY 3 OF 5

পুনঃপ্রতিষ্ঠিত করা হল ঈশ্বরের একটি কাজ – আমাদের অবশ্যই এই কাজে আগাগোড়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

অনেক সময় আমরা মনে করি যে, আমাদের নিজেদের জীবনে পুনঃপ্রতিষ্ঠার কাজ আমরাই শুরু করে, শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। আমাদের তত্ত্বাবধান ও রোগ-নিরাময়ের জন্য জগতের দেওয়া সব ধরনের প্রতিকার ও পদ্ধতি আছে, যেগুলি দুর্ভাগ্যবশত দীর্ঘ সময়ে টেনে নিয়ে যেতে পারে না। কেবলমাত্র ঈশ্বরই আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন এবং তিনি যখন তা করেন, তা অগণিত উপায়ে আমাদের উৎকৃষ্টতর করার জন্য আমাদের জীবনকে রূপান্তরিত করে। ঈশ্বর যেন আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন, সেই কারণে আমরা আমাদের ভূমিকা বিশ্বস্তভাবে পালন করব, যার জন্য আমাদের নিচের তিনটি কাজ করা প্রয়োজন:

১. স্বীকার করতে হবে যে প্রভু যীশুই আমাদের পালক

মেষপালক যেমন জানে, কোন্‌ স্থানে তার মেষদের চরবার জন্য ভালো ঘাস আছে, তেমনই প্রভু যীশুও মহা যত্ন ও সহানুভূতির সঙ্গে আমাদের চালিত করেন। মেষপালক তাঁর পাঁচনবাড়ি ও যষ্টি নিয়ে মেষদের বন্য পশুদের হাত থেকে রক্ষা করেন। যখন আমরা দিয়াবল ও তার দলবল দ্বারা আক্রান্ত হই, তখন প্রভু যীশু ভয়ংকর বিক্রম নিয়ে আমাদের রক্ষক হন। আমাদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী আর কেউই আমাদের প্রকৃতরূপে খাবার খাওয়াতে, সমস্ত নিরাপদ স্থানে পথপ্রদর্শন করতে ও বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের ঢাল হয়ে দাঁড়াতে পারে না। প্রভু যীশু হলেন প্রকৃতই উত্তম মেষপালক।

২. পিতার ভালোবাসায় বিশ্রাম লাভ করুন

গীতসংহিতা ২৩:২ পদের আবেগজনিত অনুবাদ হল, “তাঁর বিলাসপূর্ণ ভালোবাসায়, তিনি আমাকে এক বিশ্রামস্থল প্রদান করেন।”

আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসায় বিশ্রাম করা এতই গুরুত্বপূর্ণ, কারণ জীবন কোনো কোনো সময় আপনার পাল থেকে হাওয়া কেড়ে নিতে, কিংবা আপনাকে মেঝেতে আছড়ে ফেলতে পারে। আপনার জন্য ঈশ্বরের ভালোবাসার কথা যদি প্রতিনিয়ত আপনাকে স্মরণ করানো না হত, আপনি নিরাশা বা হতাশায় নিজেকে নিমজ্জিত দেখতে পেতেন।

৩. পবিত্র আত্মার নিরন্তন অভিষেক অনুভব করুন

৫ম পদের আবেগপূর্ণ অনুবাদ হল, “আমার শত্রুরা যখন যুদ্ধ করার জন্য সাহস করে সম্মুখীন হয়, তখন তুমি আমার উপাদেয় ভোজে পরিণত হও। তুমি তোমার পবিত্র আত্মার সুরভি দিয়ে আমাকে অভিষেক কর; আমার পেয়ালা উপ্‌চে না পড়া পর্যন্ত, আমি যতটা পান করতে পারি, তুমি জোগিয়ে দাও।”

পবিত্র আত্মায় পূর্ণ না-হলে আমরা ব্যক্তিগত পুনঃপ্রতিষ্ঠার কথা অনুভব করতে পারব না। তিনি আপনাকে এমন এক গভীরতর উপায়ে আরোগ্যতা দেবেন, যে আরোগ্যলাভের প্রয়োজনের কথা আপনি জানতেনও না। আপনি যেখানেই যান, তিনি আপনাকে খ্রীষ্টের সুগন্ধ ছড়িয়ে দেওয়ার জন্য বাধ্য করবেন। আপনি আর কখনও আপনার মধ্যে পরাজয়, উদ্দেশ্যহীনতা, প্রত্যাখ্যান বা তিক্ততার দুর্গন্ধ বহন করবেন না!

এই বিষয়ে আগাগোড়া চিন্তা করুন:

আপনার উদ্ধার, পথপ্রদর্শন ও ভরণপোষণের জন্য কাদের প্রতি আপনি তাকিয়ে ছিলেন? তারা কি আপনার সব প্রয়োজন মেটাতে পেরেছেন?

এর জন্য প্রার্থনা করুন:

প্রভু যীশুর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনার উত্তম মেষপালক হন, আপনাকে পিতার ভালোবাসায় বিশ্রাম নেওয়ার জন্য আপনাকে অনুমতি দেন। সেই সঙ্গে নূতনভাবে অভিষেক করার জন্য পবিত্র আত্মাকে আমন্ত্রণ জানান।

About this Plan

পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ন

আমাদের দৈনন্দিন নবায়ন ও রূপান্তরণে ঈশ্বরের আত্মা সক্রিয়ভাবে জড়িত থাকেন, যেন আমরা আরও বেশি করে প্রভু যীশুর মতো হই। পুনঃপ্রতিষ্ঠা হল এই নবায়নের কাজের একটি অংশ এবং খ্রীষ্টিয় জীবনের এক আবশ্যকীয় অঙ্গ। একে বাদ দিয়ে আমরা পুরোনো ছাঁচ, আচরণ, বিভিন্ন অভ্যাস ও আচরণগুলি ভেঙে বেরিয়ে আসতে পারতাম না। পুনঃপ্রতিষ্ঠার জীবনভর যাত্রায় বাইবেলের পরিকল্পনা, আপনাকে প্রাথমিক পদক্ষেপগুলি নিতে সাহায্য করবে।

More