পুনঃপ্রতিষ্ঠা মনোনয়নSample

ব্যক্তিগত পুনঃপ্রতিষ্ঠা – ক্রীড়া পরিবর্তনকারী
এর সবই আপনাকে দিয়ে শুরু হয়। হ্যাঁ, আপনাকে দিয়ে!
এই লেখাটি পড়ে আপনি আপনার স্ত্রী বা কোনো সমস্যা-সৃষ্টিকারী সহকর্মী বা একজন বিরক্তি উৎপন্নকারী প্রতিবেশীর কথা যেন ভাবতে বসবেন না। আপনি যখন গীতসংহিতা ২৩ পাঠ করবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে, তা কোনো সম্প্রদায়ের উদ্দেশে নয়, কিন্তু ব্যক্তিগত কারও জন্য রচিত হয়েছিল। এ আমাদের প্রত্যেকজনের জন্য একটি ঘোষণা করার বিষয় যে, কে আমাদের ঈশ্বর হবেন, কোথায় আমরা তাঁকে খুঁজে পাব এবং তাঁকে নিয়ে আমরা কী করব। এই গীতের ৩য় পদে দাউদ উল্লেখ করেছেন যে, ঈশ্বর তাঁর প্রাণ পুনঃপ্রতিষ্ঠিত করেন (ESV)। এ বরাবরের জন্য একবারে নয়, কিন্তু এক নিরবচ্ছিন্ন ঘটে যাওয়া প্রক্রিয়ার কথা প্রকাশ করে। এ এক জীবনভর চলমান প্রক্রিয়ার মতো।
প্রাণ শব্দটির হিব্রু প্রতিশব্দ হল, নেফেশ, তা হল আমাদের ভাবাবেগ, আমাদের ইচ্ছাশক্তি, আমাদের অনুভূতি ও চিন্তাধারার আবাস। এ আমাদের জীবনের প্রতিটি অন্য অঙ্গকে চালিত করে। আমাদের জীবনের এই অংশগুলির পুনঃপ্রতিষ্ঠা আমাদের প্রাণকে ঢেলে সাজায়, কারণ এ হল আমাদের গভীরতম অন্তস্তলের নেটওয়ার্কের মতো। এ আদৌ তত সহজ নয়, বরং বহুবার তা অত্যন্ত কঠিন অনুভূত হবে।
কঠিন, কারণ দীর্ঘ সময় ধরে, আমাদের জীবনের ওই সমস্ত অংশের জন্য আমরা অজুহাত দেখিয়ে এসেছি। আমরা বলি, “দেখুন, আমি একজন বদমেজাজি মানুষ” অথবা “আমার পরিবারের কারণে আমি এই অবস্থায় উপনীত হয়েছি” কিংবা “আমার জীবনে আমি বহু বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যা আমাকে এখানে এনে উপস্থিত করেছে, সে সম্পর্কে আপনার কোনও ধারণা নেই।” একের পর এক এভাবে অজুহাত দেওয়া হতেই থাকে। পুনঃপ্রতিষ্ঠিতকরণের আবশ্যকতা আছে, যখন আপনি ওই সব কম ভালো ব্যক্তিত্বের লক্ষণগুলির উপরে প্রভুত্ব করে, সেগুলি ঈশ্বরের কাছে নিয়ে আসবেন।
এ কঠিন, কারণ ঈশ্বরের কাছে উত্তরোত্তর ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হওয়ার জন্য এক অঙ্গীকারের প্রয়োজন। তিনি যেহেতু পবিত্র এবং যখন আমরা তাঁর ঘনিষ্ঠ সান্নিধ্যে উপনীত হই, পাপ তাঁর সামনে দাঁড়াতে পারে না। আমাদের পাপগুলি ক্রমেই আমাদের পথে প্রতিবন্ধকতাস্বরূপ উপস্থিত হয়, যে-পর্যন্ত না আমরা অনুতাপ করি ও তাঁর হাতে সেগুলি তুলে দিই।
এ এই জন্যও কঠিন, কারণ এ কোনো গোপন স্থানে, নীরবতায় ও অন্ধকারে সংঘটিত হয় – কেবলমাত্র ঈশ্বর ও আপনি তার মধ্যে জড়িত থাকেন। তিনি আপনার চিন্তাধারা, আপনার অভ্যন্তরীণ তন্ত্রীসমূহ ও আবেগকে পুনর্গঠিত করেন।
এ সব থেকে কঠিন, কারণ এ কোনো সময়ই অপর ব্যক্তিরা পছন্দ করবে না (এমনকি, আপনার আপনজনেরাও নয়)। তারা আপনার পূর্বেকার ব্যক্তিত্বকে প্রাধান্য দেবে, খ্রীষ্টে আপনার নূতন সৃষ্টিসত্তাকে নয়।
ঈশ্বর জানেন, আপনি কোত্থেকে এসেছেন – তিনি জানেন কোন্ সব প্রভাব আপনার গঠন বিকৃত করেছে, ভয় দেখিয়েছে ও পরিবর্তিত করেছে। তিনি আপনাকে মূল যেভাবে সৃষ্টি করেছিলেন, সেই অবস্থাতেই পুনঃস্থাপিত করতে চান – সেই সত্তায়, যা জগতের পতিত অবস্থার দ্বারা স্পর্শিত হয়নি। পবিত্র আত্মা সেই কাজই করেন, যে-পর্যন্ত না আমরা প্রভু যীশুর সদৃশ হই, তিনি আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করতে থাকেন।
এই বিষয়ে আগাগোড়া চিন্তা করুন:
ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আপনার অতীত থেকে কোনো একটি ঘটনা আপনার মনে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যার পুনঃপ্রতিষ্ঠিতকরণের প্রয়োজন আছে।
এর জন্য প্রার্থনা করুন:
সেই ঘটনা থেকে আপনার মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তা থেকে আরোগ্যলাভের জন্য তাঁর কাছে প্রার্থনা করুন। তাঁকে বলুন, সম্পূর্ণতার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি যেন আপনার হৃদয় ও মন নবায়িত করেন।
Scripture
About this Plan

আমাদের দৈনন্দিন নবায়ন ও রূপান্তরণে ঈশ্বরের আত্মা সক্রিয়ভাবে জড়িত থাকেন, যেন আমরা আরও বেশি করে প্রভু যীশুর মতো হই। পুনঃপ্রতিষ্ঠা হল এই নবায়নের কাজের একটি অংশ এবং খ্রীষ্টিয় জীবনের এক আবশ্যকীয় অঙ্গ। একে বাদ দিয়ে আমরা পুরোনো ছাঁচ, আচরণ, বিভিন্ন অভ্যাস ও আচরণগুলি ভেঙে বেরিয়ে আসতে পারতাম না। পুনঃপ্রতিষ্ঠার জীবনভর যাত্রায় বাইবেলের পরিকল্পনা, আপনাকে প্রাথমিক পদক্ষেপগুলি নিতে সাহায্য করবে।
More
Related Plans

Weeping at Christmas

Making Much Progress Through Persistent Prayers

Faith Like a Mustard Seed

No Process, No Purpose

Faith, Logic and Presumption

Get Out of Sleep Mode

Moments of Grace for Moms | Devotional for Moms

Refresh Your Soul - Whole Bible in 2 Years (8 of 8)

The Law of Seed and Harvest
