আরও গভীরে যাওয়া - ইফিষীয়ানসSample

খ্রিস্টানহিসেবেআমরাকীভাবেজীবনযাপনকরিতাঈশ্বরেরকাছেগুরুত্বপূর্ণ।আমরাকীভাবেজীবনযাপনকরছিতাঈশ্বরেরকাছেআনন্দদায়ককিনাতাপরিমাপকরারসবচেয়েসহজউপায়হলআমাদেরকথাওকাজখ্রীষ্টেরঅনুকরণকরেকিনা।আমাদেরজীবনঈশ্বরেরসম্মানজনককিনাতানির্ধারণকরারআরেকটিউপায়হলএটিঅন্ধকারেরজগতেরসাথেসাদৃশ্যপূর্ণকিনাযেখানেকিছুজিনিসঅবর্ণনীয়এবংগোপনীয়তায়আবৃত।যদিএমনহয়তবেতাকেযীশুরউজ্জ্বলআলোতেস্নানকরাদরকার।যীশুযখনআমাদেরজীবনেপ্রবেশকরেন,তখনতাঁরউপস্থিতিঅন্ধকারকেদূরকরেদেয়এবংযেকোনওঅবশিষ্টছায়াধীরেধীরেতাঁরউজ্জ্বলতাদ্বারাতাড়িয়েদেওয়াহয়।
আমরাখ্রিস্টীয়জীবনযাপনকরারসময়এটিওগুরুত্বপূর্ণযেআমরাকাকেআমাদেরজীবনেপ্রবেশকরতেদিইএবংকারসাথেআমরাসম্পর্কযুক্তসেসম্পর্কেআমরাজ্ঞানী।খারাপসঙ্গভালোচরিত্রকেকলুষিতকরে।এটিএকাধিকউপায়েসত্যযারকারণেএটিঅপরিহার্যযেপ্রতিটিবিশ্বাসীখ্রীষ্টেরদেহেতাদেরস্থানখুঁজেপায়ওখ্রীষ্টেরসাথেএবংসহবিশ্বাসীদেরসাথেতাদেরসম্পর্কেরবৃদ্ধিরজন্যপ্রতিশ্রুতিবদ্ধ।
আপনারব্যক্তিগতজীবনএবংআপনিপ্রতিদিনযাকরেনতাহলআপনিআসলেকে।আপনারজীবনেরএমনকিছুএলাকাআছেযাএখনওছায়াময়?
আপনিকিমনেকরেনপৃথিবীরআলোকেসেইঅন্ধকারঅংশেতাঁরআলোজ্বলতেদেওয়াদরকার?
Scripture
About this Plan

আমরা এই বাইবেলের পরিকল্পনায় ইফিষীয়দের খুব গভীর অধ্যায়ে ডুব দিই যাতে আমরা সেই পরিচিত শাস্ত্রগুলি বুঝে নিতে পারি যা আমরা এত সহজে উপেক্ষা করতে পারতাম। আমাদের ইচ্ছা এই যে আপনি একা বা বন্ধুদের সাথে এই বইটি অধ্যয়ন করার সময় যে ঈশ্বর এই পৃথিবীতে আপনার ঐশ্বরিক উদ্দেশ্য সম্পর্কে আপনার সাথে কথা বলেন এবং আপনাকে সামনের পথের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
More
Related Plans

A Mother's Heart

Sowing God's Word

40 Rockets Tips - Workplace Evangelism (31-37)

Moses: A Journey of Faith and Freedom

Built for Impact

Live the Word: 3 Days With Scripture

Multivitamins - Fuel Your Faith in 5-Minutes (Pt. 3)

Messengers of the Gospel

Peter, James, and John – 3-Day Devotional
