আরও গভীরে যাওয়া - ইফিষীয়ানসSample

আরেকটিকারণযাআমাদেরপ্রাক-খ্রিস্টজীবনকেচিহ্নিতকরেছিলতাহলঈশ্বরেরকাছথেকেআমাদেরদূরত্বেরকারণেআশারঅভাব।যীশুরমৃত্যুএবংতিনিআমাদেরজন্যযেরক্তছিটিয়েছিলেনতারকারণেইআমরাঈশ্বরেরকাছেপ্রবেশাধিকারপেয়েছি।প্রবেশাধিকারএকটিসম্পর্ককেনির্দেশকরে।আমাদেরকাছেএখনঈশ্বরেরসাথেঘনিষ্ঠসম্পর্কেরউপায়রয়েছেএবংএইনতুন-প্রাপ্তসম্পর্কআমাদেরজীবনেশান্তিনিয়েআসে।এটিএমনএকটিশান্তিযাযেকেউযিশুকেতাদেরত্রাণকর্তাহিসেবেবেছেনিয়েতাকেচিহ্নিতকরে।
যিশুরআগেআমাদেরজীবনএকটিদেশেরএকজনপর্যটকেরমতোছিল।একজনপর্যটকেরসেদেশেরজন্যএকজনবৈধনাগরিকেরঅধিকারওকর্তব্যনেইযেখানেসেবেড়াতেযাচ্ছেন।তাদেরকাছেওইদেশেরব্যবস্থাএবংসুবিধারকথাজানানেই।অন্যদিকে,নাগরিকদেরঅনেকসুবিধারয়েছেযাতাদেরঅধিকাররয়েছে,শুধুমাত্রতাদেরনাগরিকত্বেরকারণে।
আজ,আমরাপ্রত্যেকে,যারাখ্রীষ্টেআছিএখানেপৃথিবীতেতাররাজ্যেরনাগরিক।এইরাজ্যেখ্রীষ্টকেরাজাহিসাবেরাখাহয়েছেএবংঈশ্বরেরদ্বারানিযুক্তপ্রেরিতওভাববাদীদেরদ্বারাপ্রতিষ্ঠিতহয়েছিল।আমরাকেবলযীশুতেআমাদেরবিশ্বাসরেখেএবংতাকেআমাদেরজীবনেআমন্ত্রণজানিয়েএইরাজ্যেযোগদানকরি।আমরাযদিতাকেঅনুমতিদিইতবেআমাদেরমধ্যেপবিত্রআত্মারকাজেরফলেএইরাজ্যপ্রতিমুহূর্তেবৃদ্ধিপাবে।আমরাআমাদেররাজকীয়উত্তরাধিকারেরঅনুমতিপেয়েছিযাঈশ্বরআমাদেরকাছেপ্রতিশ্রুতকরেছেনকারণআমরাআরবিদেশীনইবরংতাঁরপরিবারেরসদস্য।
আপনিকিআপনারজীবনেস্বর্গীয়পিতারসাথেঘনিষ্ঠযোগাযোগেরজন্যপবিত্রআত্মাকেপ্রবেশাধিকারদিয়েছেন?
আপনিকিযীশুররাজ্যেরমানসিকতাএবংদৃষ্টিভঙ্গিনিয়েবাসকরছেননাকিপার্থিবমানসিকতানিয়ে?
Scripture
About this Plan

আমরা এই বাইবেলের পরিকল্পনায় ইফিষীয়দের খুব গভীর অধ্যায়ে ডুব দিই যাতে আমরা সেই পরিচিত শাস্ত্রগুলি বুঝে নিতে পারি যা আমরা এত সহজে উপেক্ষা করতে পারতাম। আমাদের ইচ্ছা এই যে আপনি একা বা বন্ধুদের সাথে এই বইটি অধ্যয়ন করার সময় যে ঈশ্বর এই পৃথিবীতে আপনার ঐশ্বরিক উদ্দেশ্য সম্পর্কে আপনার সাথে কথা বলেন এবং আপনাকে সামনের পথের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
More
Related Plans

Conversation Starters - Film + Faith - Forgiveness, Mentors, Tornadoes & More

Finding Strength in Stillness

Made New: Rewriting the Story of Rejection Through God's Truth

Time Reset for Christian Moms

Discover God’s Will for Your Life

Ruth: A Story of Choices

Drawing Closer: An Everyday Guide for Lent

EquipHer Vol. 26: "How to Break the Cycle of Self-Sabotage"

EquipHer Vol. 24: "Who’s Economy Are You Working For?"
