YouVersion Logo
Search Icon

ঈশ্বরকে প্রথম স্থান দিনSample

ঈশ্বরকে প্রথম স্থান দিন

DAY 3 OF 5

“ঈশ্বর আপনার হৃদয়ে প্রথম স্থানটিকে চান”

আজকের সমাজে, অনেকে তাদের যোগ্যতাটিকে তাদের সম্পত্তির উপর আধারিত করে, তারা “সফলতার সিড়িতে” কতটা উচ্চতায় রয়েছে, তাদের ব্যবসাটি কতটা সফল, বা সাধারণত তারা কাদেরকে জানে৷

কিন্তু যদি আমাদের গুরুত্বটি এই বিষয়গুলোর উপর স্থাপিত করা হয়, তবে আমরা নিজেদের বিষয়ে ভালো কেবল তখনই অনুভব করব যখন আমরা এই ক্ষেত্রগুলোতে উন্নতি করব৷ যখন আমাদের সম্পত্তি ও সফলতা হ্রাস পাবে, তখন আমাদের স্ব-মূল্যটিও হ্রাস পাবে কেননা আমাদের বুনিয়াদটি দৃঢ় নয়৷ প্রভু যীশু এটিকে এইরূপে বর্ণনা করেন:

কিন্তু যে শুনিয়া পালন না করে, সে এমন এক ব্যক্তির তুল্য, যে মৃত্তিকার উপরে, বিনা ভিত্তিমূলে, গৃহ নির্ম্মাণ করিল; পরে জলস্রোত বেগে বহিয়া সেই গৃহে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল, এবং সেই গৃহের ভঙ্গ ঘোরতর হইল। লূক ৬:৪৯

আমাদের পরিচয়টি কেবল ততটাই দৃঢ় হয় যতটা আমরা এটির উপর বুনিয়াদ স্থাপন করি৷ প্রভু যীশু খ্রীষ্টের কঠিন শিলাময় বুনিয়াদটির উপর আমাদের পরিচয়টিকে স্থাপিত করার দ্বারা, জীবনে পূর্ণতার বিষয়ে আমাদের বোধটি অস্থায়ী বিষয়গুলোর পরিবর্তনীয় পরিস্থিতির উপর নির্ভর করবে না৷

যখন প্রভু খ্রীষ্ট আমাদের বুনিয়াদ হন, তখন স্থায়িত্বটি এমন হয়:

সে এমন এক ব্যক্তির তুল্য, যে গৃহ নির্ম্মাণ করিতে গিয়া খনন করিল, খুঁড়িয়া গভীর করিল, ও পাষাণের উপরে ভিত্তিমূল স্থাপন করিল; পরে বন্যা আসিলে সেই গৃহে জলস্রোত বেগে বহিল, কিন্তু তাহা হেলাইতে পারিল না, কারণ তাহা উত্তমরূপে নির্ম্মিত হইয়াছিল। লূক ৬: ৪৮

সেই নির্বাচনগুলোর উপর কিছু সময় ভাবুন যার উপর জীবনে আপনি আপনার গুরুত্বপূর্ণ বুনিয়াদটিকে স্থাপিত করতে পারতেন৷ এটিতে সম্পত্তি, জীবিকা, কায়া, পরিবার, খ্যাতি, শক্তি বা আপনি কে অন্তর্ভুক্ত হতে পারে৷ আরো কিছুর বিষয়ে আপনি কি ভাবতে পারেন? সকল কিছুতে আমরা আমাদের পরিচয়টিকে স্থাপন করি কিন্তু কেবল প্রভু যীশু আমাদেরকে বিজয়ী খ্রিস্টান জীবনের সুনিশ্চয়তা প্রদান করেন৷

কিন্তু যদি আপনি অন্যান্য নির্বাচনগুলোকে নিরীক্ষা করেন, তবে কোনোটাই খারাপ বা সহজাতভাবে মন্দ নয়৷ বাস্তবে, বহু ক্ষেত্রে, সেগুলো হল গুরুত্বপূর্ণ দায়িত্বের দিকসমূহ যেগুলোকে ঈশ্বর আমাদের জীবনে আমাদেরকে দিয়েছেন৷ কিন্তু মথির পুস্তকে, প্রভু যীশু আমাদেরকে সমতা খুঁজতে সাহায্য করেন৷

এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, ‘কি ভোজন করিব, কি পান করিব’ বলিয়া প্রাণের বিষয়ে, কিম্বা ‘কি পরিব’ বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না; ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত কর; তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন; তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? ম্যাথু ৬:২৫-২৬

যখন আমরা এই সত্যটিকে আমাদের নিজ জীবনে সমাধান করি তখন শান্তি ও পূর্ণতাটিকে, সমস্ত চিন্তা ও উৎকণ্ঠা থেকে মুক্তি পাই৷ এই সমতাটি তখন প্রাপ্ত হয় যখন আমরা প্রভু যীশুকে আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে প্রথম স্থানটিতে রাখি৷

কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা কর, তাহা হইলে ঐ সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে।

ম্যাথু ৬:৩৩

আমাদের সকলের কাছে স্বপ্ন, উদ্দেশ্য এবং অনুপ্রেরণা রয়েছে কারণ ঈশ্বর আমাদেরকে তেমনভাবে ডিজাইন করেছেন৷ কিন্তু প্রভু যীশুকে প্রথমে রাখাটা আপনাকে আপনার প্রাধান্যগুলোকে এবং উদ্দেশ্যগুলোকে নিরীক্ষা করার দিকে নেতৃত্ব দিবে যেমন কেন আপনি আপনার ইচ্ছার বিষয়টিকে করতে উচ্চাকাঙ্খী৷ যখন তিনি আপনার স্বপ্নে ও ইচ্ছাগুলোতে প্রথম হন, তখন আপনার ভবিষ্যত মহানতা ও আনন্দের সাথে পরিপূর্ণ হবে!

যখন ঈশ্বর আপনার ধ্যানে একটি সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে আসেন, তখন আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়াটিকে হওয়া উচিত পরিবর্তন করার প্রতি ইচ্ছা রাখা৷ এমনও সময় থাকে যখন পরিবর্তন করাটা কঠিন হয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় সর্বদা আমাদের জন্য উত্তমটি রয়েছে এবং তিনি চান যেন আপনি আত্মিকতায় বৃদ্ধি পান৷

About this Plan

ঈশ্বরকে প্রথম স্থান দিন

আমাদের জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়াটা একটি একবার ঘটা বিষয় নয়... এটি হল প্রত্যেক খ্রিস্টানের জন্য আজীবন চলা প্রক্রিয়া৷ হয় আপনি বিশ্বাসে নতুন হন বা প্রভু খ্রীষ্টের একজন “অভিজ্ঞ” অনুগামী হন, তবুও আপনি এই পরিকল্পনাটিকে উপলব্ধি ও প্রয়োগের ক্ষেত্রে, এবং বিজয়ী খ্রিস্টান জীবনযাপনের জন্য একটি উচ্চমানের প্রভাবী কৌশল রূপে সহজ পাবেন৷ ডেভিড সয়্যান্ডট দ্বারা লিখিত পুস্তক “আউট অফ দিজ ওয়ার্ল্ড: এ ক্রিস্টিয়ান’স গাইড টু গ্রোথ এবং পারপাস” থেকে নেওয়া হয়েছে৷

More