ঈশ্বরকে প্রথম স্থান দিনSample

“ঈশ্বর আপনাকে তার হৃদয়ে প্রথম স্থানটিকে দিয়েছেন”
আপনি কেবল ভাববেন যদি কেউ আপনাকে বলে যে ঈশ্বর আপনাকে এমন প্রকারে দেখেন যেন আপনি কোনোদিন পাপ করেননি? এই তথ্যটি সত্য, প্রভু যীশুর ক্রুশের উপর মুক্তিমূলক কার্যের কারণে, ঠিক এই রূপেই ঈশ্বর আপনাকে দেখেন৷ খ্রিস্টান রূপে, আমাদেরকে ক্ষমা করা হয়েছে, পরিশুদ্ধ ও স্বতন্ত্র করা হয়েছে!
এর অর্থ হল আপনি একজন সাধু: যিনি প্রভু খ্রীষ্টে ধার্মিকতার একটি বিশেষ স্থানটিকে অর্জন করেছে৷ আপনি ঈশ্বরের দৃষ্টিতে হলেন নিখুঁত, পবিত্র এবং নির্দোষ৷ তিনি আপনাকে তার সন্তান, তার প্রাচুর্যের উত্তরাধিকারী এবং তার বন্ধু বলে ডাকেন৷
কিন্তু তোমরা “মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, [ঈশ্বরের] নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাঁহারই গুণকীর্ত্তন কর,” যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। ১ পিটার ২:৯
সত্যভাবে উপলব্ধি করাটা যে কিভাবে ঈশ্বর আমাদেরকে দেখেন তা আরম্ভ হয় কিভাবে আমরা তাকে দেখি তার সাথে৷ ঈশ্বর দূর থেকে আমাদেরকে লক্ষ্য রাখেন না যে কখন আমরা ভুল করব আর তিনি আমাদেরকে দণ্ডিত করবেন৷ সত্যের থেকে বেশি কিছুই হতে পারে না৷
এই পদটি কি বলে তা বিবেচনা করুন:
কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। 13তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। জন ১:১২-১৩
ঈশ্বর আমাদের প্রত্যেকে তার নিজ বহুমূল্য সন্তান রূপে দেখেন৷ তিনি হলেন তার সীমাহীন দয়ার থেকে আমাদেরকে অনুগ্রহ ও যত্ন দেখানোর জন্য একজন প্রেমময় পিতা৷ পরমগীত-এ কিছু শাস্ত্রবাক্য আমাদের প্রতি ঈশ্বরের অতুল্য অন্তরঙ্গ প্রেমটিকে স্বামী ও স্ত্রীর অন্তরঙ্গ প্রেমটির সাথে তুলনা করার দ্বারা প্রদর্শিত করে৷ ইব্রীয় ১১:৬ আমাদেরকে বলে যে ঈশ্বর হলেন তাদের পুরস্কারদাতা যারা তার অম্বেষণ করে৷
ঈশ্বর তার প্রত্যেক সন্তানকে একটি ভিন্ন পন্থায় দেখেন তার তুলনায় যে আমরা নিজেদেরকে কিরূপে দেখি৷ ঈশ্বর কিরূপে আমাদের প্রত্যেককে দেখেন তা উপলব্ধিটিকে সেই কার্যের উপর আধারিত করা হয়েছে যা প্রভু খ্রীষ্ট আমাদের জীবনে সেই মুহূর্ত থেকে আরম্ভ করেছেন যখন আমরা উদ্ধার প্রাপ্ত করেছিলাম৷
ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেগুলি নূতন হইয়া উঠিয়াছে।
২ করিন্থীয় ৫:১৭
যিনি পাপ জানেন নাই, তাঁহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাঁহাতে ঈশ্বরের ধার্ম্মিকতা-স্বরূপ হই।
২ করিন্থীয় ৫:২১
এই নতুন সৃষ্টি হল ঈশ্বরের দৈবিক কার্য; আমাদের আত্মিক পরিস্থিতির এবং আন্তরিক ব্যক্তির একটি পূর্ণ পরিবর্তন৷ তিনি আমাদেরকে আমাদের পাপ থেকে সম্পূর্ণভাবে ক্ষমা ও শুদ্ধ করেছেন- অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের৷ আমরা তার সাথে সঠিক সম্পর্কে আছি৷
পশ্চিম দিক্ হইতে পূর্ব্ব দিক্ যেমন দূরবর্ত্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্ত্তী করিয়াছেন।
গীতসংহিতা ১০৩: ১২
আমরা হলাম ঈশ্বরের প্রজা যাদেরকে পাপের কোনো দাগ ছাড়া তার কাছে উপস্থাপন করা হয়েছে; সেই কার্যটির মাধ্যমে তার ধার্মিকতা রূপে যা ক্রুশের উপর প্রভু যীশু করেছিলেন৷ ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে তার হৃদয়ে প্রথম স্থানটি দিয়েছেন!
About this Plan

আমাদের জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়াটা একটি একবার ঘটা বিষয় নয়... এটি হল প্রত্যেক খ্রিস্টানের জন্য আজীবন চলা প্রক্রিয়া৷ হয় আপনি বিশ্বাসে নতুন হন বা প্রভু খ্রীষ্টের একজন “অভিজ্ঞ” অনুগামী হন, তবুও আপনি এই পরিকল্পনাটিকে উপলব্ধি ও প্রয়োগের ক্ষেত্রে, এবং বিজয়ী খ্রিস্টান জীবনযাপনের জন্য একটি উচ্চমানের প্রভাবী কৌশল রূপে সহজ পাবেন৷ ডেভিড সয়্যান্ডট দ্বারা লিখিত পুস্তক “আউট অফ দিজ ওয়ার্ল্ড: এ ক্রিস্টিয়ান’স গাইড টু গ্রোথ এবং পারপাস” থেকে নেওয়া হয়েছে৷
More
Related Plans

Am I Really a Christian?

Positive and Encouraging Thoughts for Women: A 5-Day Devotional From K-LOVE

Overcoming the Trap of Self-Pity

Faith @ Work

Faith in Trials!

Reimagine Influence Through the Life of Lydia

Drive Time Devotions - Philippians

16 Characteristics of the God-Kind of Love - 1 Corinthians 13:4-8

Who Am I, Really? Discovering the You God Had in Mind
