BibleProject | আগমনী চিন্তা Sample

ইবরানীকিতাবুল মোকাদ্দসে আল্লাহ্র লোকদের ইতিহাস লিপিবদ্ধ করা আছে, যেখানে দেখা গিয়েছে যে তারা বারবার আল্লাহ্কে ও অন্যকে ভালোবাসার মহান হুকুমকে উপেক্ষা করেছে। তাহলে আমরা কীভাবে আশা করি যে আমরা এর চেয়ে ভালো কিছু করব ? এই ক্ষেত্রে ঈসা আমাদের সাহায্য করেন, যখন তিনি সেই মহান হুকুমের সাথে আরো একটি নতুন হুকুম যোগ করেন। তাঁর এই নতুন হুকুমের মধ্য দিয়ে দেখা যায় কীভাবে তাঁর নিজের ত্যাগস্বীকারমূলক ভালোবাসা, তাঁর অনুসারীদের শক্তি দান করে, যাতে তারা অন্যদের ভালোবাসতে পারে।
পড়ুন:
ইউহোন্না ১৩:৩৪; মার্ক ১২:২৯-৩১ পর্যালোচনা করুন
১ ইউহোন্না ৪:৯-১১
চিন্তা করুন:
ইউহোন্না ১৩:৩৪ আয়াত ও মার্ক ১২:২৯-৩১ আয়াতের তুলনা করুন। এই দুইটি আয়াতে যে হুকুম দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে পার্থক্য কী? ঈসার নিজের জীবনের উদাহরণ কীভাবে সেই মহান হুকুমকে নবায়িত ও পরিপূর্ণ করে?
১ ইউহোন্না ৪:৯-১১ আয়াতটি মনযোগ সহকারে পর্যালোচনা করুন। এই আয়াতের কোন কোন শব্দ বা বাক্যাংশ আপনার কাছে অন্যরকম মনে হয়েছে? এই আয়াত অনুসারে ঈসা কেন তাঁর জীবন দিয়েছিলেন এবং কোন বিষয়টি অন্যদের ভালোবাসতে আমাদের অনুপ্রাণিত করে?
সময় নিয়ে আজকে যা কিছু শিখেছেন তা নিয়ে মোনাজাত করুন।
Scripture
About this Plan

িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More
Related Plans

Money Matters

All the Praise Belongs: A Devotional on Living a Life of Praise

Unshaken: 7 Days to Find Peace in the Middle of Anxiety

When You’re Excluded and Uninvited

Jesus Meets You Here: A 3-Day Reset for Weary Women

Launching a Business God's Way

What Is My Calling?

Sharing Your Faith

1 Corinthians
