দায়বদ্ধতাSample

চাকুরীর ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা – আমাদের মনোভাব এবং বিশ্বস্ততা।
যখন এই সহস্রাব্দের প্রথম দিকে ডট-কম বুদবুদ বিস্ফোরিত হয়েছে তখন বিশ্বব্যাপী শিল্প প্রতিষ্ঠানগুলির সিইও এবং প্রধানদের বিপক্ষে অনেকেই সরব হয়েছিল, এই সময়ে তারা অবাঞ্ছিত ঝুঁকি এড়ানোর জন্য যৌথ কারবারে অংশীদারদের অর্থ লগ্নি করতে বাধ্য করেছিল, তাতে তারা তাদের ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাত্রা থেকে অনেক অর্থ লগ্নি করে। তাতে দেখা গেল যে এই অংশীদারদের জমানো সম্পদ এক সময় শেষ হয়ে গেছে। ভারতের একজন অগ্রনী শিল্পপতি, মি. নারায়নামূর্থি, যিনি তৎকালীন ইনফোসিস-এর সিইও ছিলেন তিনি মন্তব্য করেছিলেন, “লোকেরা যখন তাদের শক্তি ও ক্ষমতা দিয়ে একটি সংস্থার উন্নতি সাধন করে, তখন বোঝা উচিত যে সেখানে দায়বদ্ধতা আরও বেড়ে যায়।”
আমরা যখন আমাদের সংস্থাকে আরও উন্নত করতে চাইছি তখন আমাদের জীবনযাত্রায় আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন। সংস্থার পরিচালক অথবা প্রধান হিসাবে আমাদের জীবন ও সাক্ষ্য আমাদের সহিত এবং আমাদের জন্য কার্যকারীদের প্রভাবিত করে। রাজা দায়ূদ যখন পাপ করেছিলেন, তা ইস্রায়েল জাতিকে আক্রান্ত করেছিল। সমস্ত যিহুদা এবং ইস্রায়েলের মস্তক দায়ূদের অহংকার ও ইচ্ছামত কাজ করার কারণে মহামারি দেখা দিয়েছিল। সেই মহামারিকে দূরীভূত করার জন্য দায়ূদকে ঈশ্বরের কাছে বিনতি জানাতে হয়েছিল। যারা আমাদের সঙ্গে কাজ করে তাদের জন্য যীশুর অনুসারী হিসাবে আমরা দায়বদ্ধ, যদি আমরা নেতা হিসাবে সঠিক হই, তবে যারা আমাদের নিচে আছে তারাও তেমনই হবে।
যারা আমাদের সঙ্গে কাজ করে সেই দলগত লোকদের আমরা কিভাবে বিবেচনা করব ? আমরা কি তাদের পন্থায় সফলতার পথে চলতে পারি, অথবা তারা ঈশ্বরের দৃষ্টিতে যেমন মূল্যবাণ আমরাও কি তাদের তেমন দৃষ্টিতে দেখে তার জন্য জবাবদিহি করতে পারি ? বর্তমানের শিল্প প্রতিষ্ঠানগুলিতে এমনকি ভারতবর্ষেও, নিয়োগ এবং বহিষ্কার একটি উপায় বলে গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা যদি যীশুকে অনুসরণ করি তবে আমাদেরকে পৃথক বলা হবে। যদি আমরা লোকদের নিয়োগ করি তবে তাদের দক্ষ তৈরী করা, শিক্ষা ও পরামর্শ দান এবং পেশাগত কাজের পরিকল্পনা করা আমাদেরই দায়িত্ব। লোকেরা যখন জানবে যে তারা তাদের জীবন সহ আপনার উপর নির্ভর করতে পারে, তখন তারা আপনার পরিত্রাতা ঈশ্বরের প্রতি তাদের ইচ্ছার অতিরিক্ত বিশ্বাস করতে পারবে।
দিনের জন্য বিবেচ্য বিষয় :
খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে আমাদের জীবনযাত্রা দৃঢ় বিশ্বাসকে প্রতিফলিত করে।
প্রার্থনা :
প্রভু, আমাকে এমন জীবন যাপন করতে সাহায্য কর যা হবে স্বচ্ছ এবং আমার কর্মস্থলে তা হবে দায়বদ্ধ। আমাকে এমন পাত্রে পরিণত কর যা তোমার দ্বারা তোমার উদ্দেশ্যে ব্যবহৃত হবে। সর্ব্বদা বিশ্বস্ত ব্যক্তি হওয়ার শক্তি আমায় দান কর। আমেন।
Scripture
About this Plan

সাধারণতঃ মানুষ এবং বিশেষ করে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে, আমরা দায়বদ্ধ থেকে বিভিন্ন স্তরের কাজগুলিতে, ঈশ্বর, আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলীতে জবাবদিহি করি। মানব প্রকৃতিতে মানুষ নিজেই নিজের কাছে জবাবদিহিতা পছন্দ করে না। ঈশ্বরের প্রতি দায়বদ্ধতা হল মৌলিক বিষয় যা অন্য সকল স্তরের জন্য জবাবদিহিতা অপরিহার্য।
More
Related Plans

When the Joy Is Missing

Unbroken Fellowship With the Father: A Study of Intimacy in John

5 Days of 5-Minute Devotions for Teen Girls

To the Word

Worship Is More Than a Song!

Instructive Pathways to Kingdom Wealth

Hope Now: 27 Days to Peace, Healing, and Justice

2 Chronicles | Chapter Summaries + Study Questions

Jesus Is…The Great I Am
