YouVersion Logo
Search Icon

দায়বদ্ধতাSample

দায়বদ্ধতা

DAY 3 OF 7

যাই হোক এটি কার সম্পদ ? 

একটি মজার কথা আছে তা হল, “অর্থ হল সকল মন্দের মূল ‍কিন্তু মানুষের এই মূল প্রয়োজন।” অর্থ আমাদের জীবনের অংশ, তাতে আমরা খ্রীষ্টকে অনুসরণ করি বা নাই করি। কিন্তু সম্পদের ক্ষেত্রে খ্রীষ্টিয়ান এবং ন-খ্রীষ্টিয়ান উভয়ের ক্ষেত্রেই একটি পার্থক্য আছে। জগতের লোকদের কাছে অর্থের মানে জীবন ধারণের জন্য সবকিছু এবং তার জন্য তারা সব কিছু করতে প্রস্তুত, কিন্তু আমাদের জন্য যারা প্রভুকে বিশ্বাস করে তাদের কাছে এটি অস্থায়ী বস্তুমাত্র। যেমন হিতোপদেশ ২৩:৫ পদে বলা আছে, “এটি এমন এক জিনিস যা অদৃশ্য হয়ে যাবে !” সেইজন্য খ্রীষ্টবিশ্বাসী হিসাবে আমাদের অর্থকে ঈশ্বরের সেবায় ব্যবহার করা প্রয়োজন এবং আর কোন উপায়ে নয়। যেমন তারা ধনের ক্ষেত্রে বলে আমি তা কোনমতে হারাতে চাই না। 

ইস্রায়েল সন্তানদের ক্ষেত্রে দশমাংশ দানের মাধ্যমে ঈশ্বর তাদের ধনের উপরে তাঁর সার্বভৌমত্ব প্রকাশ করেছেন। বিশ্বাসী হিসাবে নতূন নিয়মেও দশমাংশের দানের বিষয়ে উৎসাহিত করা হয়েছে, এমনকি পুরাতন নিয়মের সময়ের থেকেও অনেক বেশি পরিমানে। আমাদের মধ্যে অনেক দশমাংশ দানকারী বিশ্বাসীরা মনে করেন যে, ঈশ্বরকে দশ ভাগের এক ভাগ দেওয়ার পর অবশিষ্ট দশ ভাগের নয় ভাগ আমরা আমাদের ইচ্ছামত স্বাধীন ভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা বুঝতে অক্ষম হই যে, ঈশ্বর আমাদের সমস্ত সম্পদের যোগানদাতা এবং সমস্ত কিছুর প্রভু । যদি আমরা চাই যে, আমাদের যা কিছু আছে সেই সবকিছুতে ঈশ্বর আশীর্ব্বাদ করুন, তবে আমাদের সমস্ত সম্পদের হিসেব তাকে দিতে হবে। 

বর্তমান জগতে, ক্রেডিড কার্ড আসার ফলে খুশিমত কোন কিছু কেনার ক্ষেত্রে আমাদের কোন বাধা নেই । কিন্তু আমরা ভুলে যাই যে, যদি আমরা চাই যে আমাদের অর্থ ও সম্পদের প্রতি ঈশ্বর আশীর্ব্বাদ করুন, তবে আমাদের যাচাই করে দেখতে হবে যে আমাদের সম্পদ আমরা যেভাবে ব্যবহার করছি তা যীশু অনুমোদন করেন কিনা। যখন আমরা বুঝতে পারছি যে ঈশ্বর আমাদের সম্পদ দিয়েছেন যেন আমরা এই জগতে তাঁর রাজ্য বিস্তারে সাহায্য করি, তবেই সম্পদের ক্ষেত্রে আমাদের সকল মনোভাব পরিবর্ত্তিত হবে। হিতোপদেশ ১০:২২ পদ বলে, “সদাপ্রভুর আশীর্ব্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।” 

বেশ কিছু বছর ধরে আমি একটি গুরুত্বপূর্ণ সত্য শিখেছি যে, ঈশ্বর আমাদের সম্পদ দান করেন যখন আমরা জানি যে, সেই ধন ব্যবহার করার ক্ষেত্রে বিশ্বস্ত ধনাধ্যক্ষের মত আমাদের খ্রীষ্টিয় পরিপক্কতা আছে। যখন ঈশ্বর আমাদের সম্পদ দেন, যেন আমাদের চারপাশে যারা আছে তাদের কাছে এটি আশীর্ব্বাদের ধারা রূপে ব্যবহার করি, যেন এই জগতে তাঁর রাজ্য প্রসারিত হয়। 


দিনের জন্য বিবেচ্য বিষয় : 

অর্থ ব্যবহার করুন এবং মানুষকে প্রেম করুন, অন্য কোন উপায়ে নয়।  

প্রার্থনা : 

প্রভু যীশু, অর্থকে সঠিক ভাবে দেখার দৃষ্টি দাও। আমাকে বুঝতে সাহায্য কর যেন আমি অর্থকে দাসরূপে ব্যবহার করতে পারি কিন্তু কখনো যেন অর্থের দাস না হই। আমি যেন সর্বদা অর্থ বা সম্পদকে নয় কিন্তু তোমাকে সকল আশীর্ব্বাদের উৎসরূপে দেখি। আমেন।  

About this Plan

দায়বদ্ধতা

সাধারণতঃ মানুষ এবং বিশেষ করে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে, আমরা দায়বদ্ধ থেকে বিভিন্ন স্তরের কাজগুলিতে, ঈশ্বর, আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলীতে জবাবদিহি করি। মানব প্রকৃতিতে মানুষ নিজেই নিজের কাছে জবাবদিহিতা পছন্দ করে না। ঈশ্বরের প্রতি দায়বদ্ধতা হল মৌলিক বিষয় যা অন্য সকল স্তরের জন্য জবাবদিহিতা অপরিহার্য।  

More