মার্কুশ 4

4
যীশুস অরোত বিহিনী চাঃখু আলাসঘী খিরী তিংগিয়াস
(মাথিয়াস ১৩:১-৯; লুকাস ৮:৪-৮)
1যীশুস ফির গালীল সামুদার ধাসড়েনু আলারিন শিরষা চিইয়া লাগিয়াস। আসঘী শিরষা মেনাগে ঢের আলার খোড়রার, খানে যীশুস অন্টা ডোংগানু আর্গারকি উক্কিয়াস আউর আসতা আলার সামুদার ধাসড়ে হেদ্দে বার্চারকি ইজ্জার।
2যীশুস খিরীঘী মাঝিন্তী ঢের রাকাম শিরষা চিইয়া লাগিয়াস। আস আরিন বাঃচাস, 3“মেনা, অরোত বিহিনী চাঃখুস বিহিনী চাঃখাগে কেরাস। 4বিহিনী চাঃখো বাকি থোরে বিহিনী আড়ি মাইয়া খাত্তারা, আবাকী ওঁড়া গুটঠি বারারকি আবড়ান মোঃখা চিচ্চা। 5ফির থোরে বিহিনী পাখনা খাল্লেনু খাত্তারা। আসান বাগ্গে খাজ্জে মাল রাঃচা, আদি খাতরী আঃ বিহিনী জালদিম কুন্দিয়া। 6মুন্দা বিইড়ী আর্গানাঘী খোঃখাম আঃ কুন্দুকা বিহিনী গুটঠি বিড়নাঘী রামফেনু খাইয়া কেরা, কারনে আঃ কুন্দুকা বিহিনী গুটঠিঘী পাঃদা কোহা মাল রাঃচা। 7ফির থোরে বিহিনী আচ্চে ঝুপ্পিনু খাত্তারা, আঃ আচ্চে ঝুপ্পি গুটঠি কোহা পার্দিয়াকি কুন্দুকা বিহিনীন আরবারকি ধার্চা, খানে আঃ কুন্দুকা বিহিনীহু খান্‌জপা মাল চিচ্চা। 8ফির থোরে বিহিনী দাও খাল্লেনু খাত্তারা আউর আবড়া বিহিনী গুটঠি কড়েম কুদ্দিয়া। আবড়া পার্দিয়াকি কড়ে খান্‌জপা চিচ্চা। একা বিহিনী চাখনা মান্‌জিকি রাঃচা আঃ বিহিনীন্তী তিরিশ গুন, শাইট গুন, আউর অনশো গুন গুটি বাগ্গে খান্‌জপা মান্‌জা।”
9খোঃখা যীশুস আরিন বাঃচাস, “নেখায় মেন্না লেখা খেব্দা রাঃয়ী, আর মেনুক।”
খিরীঘী মাতলাব
(মাথিয়াস ১৩:১০-১৭; লুকাস ৮:৯-১৯)
10খিরী তেংগেনাঘী অংগুর খোঃখা খোড়োরকা আলার চালি কেরার, আবাকী তাংহায় বারো’ঝান চেলার#4:10 বারো’ঝান চেলার ইদিন বারো’ঝান চেলারঘী অন্টা উপাধি। নেকান ধার্মেস চাজ্জিকা রাঃচাস, “তাইকার” লেখা। আউর দোশরা আলার আসঘী সাংগে রাঃচার, আর আসঘী হেদ্দেন্তী খিরীঘী মাতলাব আঃখা বিদ্দিয়ার। 11আবাকী যীশুস আরিন বাঃচাস, “মেনা, ধার্মেসঘী রাঃজীন্তা নুড্ডুকা কাত্থান নিমান আঃখাগে চিইনা মান্‌জা, মুন্দা দোশরার খাতরী খিরীঘী মাঝিন্তী হুর্মি কাত্থা বাঃনা মানো। 12এন নেমহা পুথিঘী কাত্থা লেখাম নিমান বাঃআ লাগদান, ‘যেনু আর এরারকিহু এরা পোলনার, আউর মেনারকিহু যেনু আর শিখরা পোলনার। যদি আর বুঝুরনা হলে ধার্মেস তারা কির্রোর বারোর আউর আবাকীম ছেমা ক্ষাক্ষর।#4:12 যিশাইয় ৬:৯-১০।’”
যীশুস বিহিনী চাঃখুসঘী খিরীঘী মানে বুঝাবারকি চিচ্চাস
(মাথিয়াস ১৩:১৮-২৩; লুকাস ৮:১১-১৫)
13ইদিঘী খোঃখা যীশুস আরিন বাঃচাস, “নিম ই খিরীঘী মানেন মাল বুঝুরকার? হলে নিম একাসেনু দোশরা খিরীঘী মানেন বুঝরোর? 14একা বিহিনীন চাখনা মান্‌জিকি রাঃচা, আদিম ধার্মেসঘী বাচান। 15থোরে আলার আঃ আড়ি মাইয়া খাতারকা বিহিনী লেখা, আর ধার্মেসঘী কাত্থান ঠিকেম মেন্নার, মুন্দা আবাকীম শায়তান বারারকি একা শিরষান ইদনা মান্‌জিকি রাঃচা, আদিন হোওয়ারকি কালি। 16ফির থোরে আলার পাখনা খাল্লেনু খাতারকা বিহিনী লেখা, আর শিরষা মেন্নাঘী সাংগে সাংগেম খুশমারনানু আদিন ইন্‌জিরনার। 17মুন্দা আঃ শিরষা আরঘী কুহিঘী ভিতরে মাল কালি, খিলা থোরে উল্লা খাতরীম তামহায় কুহিনু রাঃয়ী। আঃ শিরষা খাতরীম একাবাকি আরঘী মাঝিনু তাপলিক আউর দুখ বারি, আবাকীম আর আঃ শিরষান মোধরনার কাঃনার। 18ফির থোরে আলার আঃ আচ্চে ঝুপ্পিনু খাতারকা বিহিনী লেখাম, নে আঃ শিরষান মেন্নার, 19মুন্দা একাবাকি আরঘী জীয়ানু হুর্মি রাকাম সোচনা, পায়সাঘী মায়া এগদা আলারিন ঠাকি আউর দোশরা সান্‌জগিঘী লালিচ বারারকি আঃ শিরষান আরবারকি ধারি, খানে আবড়াঘী একাম খান্‌জপা মাল ধারি। 20ফির থোরে আলার কড়ে খাল্লেন্তা বিহিনী লেখা, নে ধার্মেসঘী বাচ্কা হুর্মি কাত্থান মেন্নার আউর তামহায় কুহিনু ইন্‌জিরনার। নেকিম নেকিম তিরিশ গুন, শাইট গুন, আউর নেকিম অনশো গুন গুটি খান্‌জপা চিইনার।”
21যীশুস আরিন ফির বাঃচাস, “নেকিম কা লেমফো লাঘাবাঃআরকি চাউকি বা টালাঘী কিইয়া উইনার? আদিন তো বিল্লি উইনাঘী থাকনুম উইনার, আন্নেম মালা কা? 22এগদা আক্কুন নুড্ডুকা রাঃয়ী, আদিন আখতানা মানো, আউর এগদা আক্কুন ঢাপেচ্কা রাঃয়ী, আদ এথরো। 23নেখায় মেন্না লেখা খেব্দা রাঃয়ী, আর মেনুক।”
24ইদিঘী খোঃখা যীশুস আরিন বাঃচাস, “নিম এগদান মেনা লাগদার, আঃ বারেনুম কায়া চিইয়া। নিম একাসে মাপদারকি চিইদার, আঃ লেখাম নিমাগেহু মাপারকি চিইনা মানো। মানিম, বাগ্গেম চিইনা মানো। 25নেখায় রাঃয়ী আসগে আরু চিইনা মানো, মুন্দা নেখায় মাল্লা আসঘী হেদ্দে এগদা রাঃয়ী, আদিনহু আসঘী হেদ্দেন্তীক বাচ্চারকি হোওনা মানো।”
ধার্মেসঘী রাঃজী কুন্দুনা বিহিনী লেখা
26যীশুস আরিন ফির বাঃচাস, “ধার্মেসঘী রাঃজী মান্‌জা এন্নে, অন্টা আলাস তাংহায় খাল্লেনু বিহিনী চাখচাস। 27খোঃখান্তা উল্লানু আস মাঃখা বাকি খান্দারদাস কাঃদাস আউর পাইরি বাকি চোওদাস, ইপাক্ষু আঃ বিহিনী গুটঠি কুন্দারকি পার্দেতে লাগিয়া। একাসেনু আঃ বিহিনী গুটঠি পার্দিয়া আস আদিন আঃখা পোল্লাস। 28খাল্লেনু তান তানিম কুন্দিয়া, পাহিলানু বিচান, ইদিঘী খোঃখা বাইল আউর আঃ বাইলনু দাও খান্‌জপা। 29খান্‌জপা পান্‌জাকাঘী খোঃখা আঃ আলাসটা তাতার লাগাবাঃচাস, কারনে খান্‌জপা খান্ডানাঘী সামাই আর্সিয়া।”
ধার্মেসঘী রাঃজী মানী বিহিনী লেখা
(মাথিয়াস ১৩:৩১-৩৫; লুকাস ১৩:১৮-১৯)
30ইদিঘী খোঃখা যীশুস বাঃচাস, “ধার্মেসঘী রাঃজীঘী সাংগে নাম এন্দেরাঘী মিলাবোওত আউর একা খিরীঘী মাঝিন্তী বুঝাবোওত? 31ধার্মেসঘী রাঃজী অন্টা মানী বিহিনী লেখা। খাল্লেনু ছিটো বাকি এথরী যে, হুর্মি বিহিনীন্তী ইদিম সান্নি বিহিনী। 32মুন্দা ইদিন ছিটনাঘী খোঃখা আদ পারদারকি চোঃয়ী আউর বাটকিন্তা দোশরা মান্নেন্তী কোহা পারদি আউর আঃ মান্নেন্তা ডাড়াঘী এখনু মের্খান্তা ওঁড়া গুটঠি খোতা কামি।”
33যীশুস ই রাকাম আরু খিরী তিংগিয়াসকি আলারিন শিরষা চিইয়া লাগিয়াস। আস আরঘী বুঝুরনা সাওয়াং লেখাম ধার্মেসঘী বাচানান শিরষা চিইয়া লাগিয়াস। 34যীশুস আলারিন খিরী আম্বারকি এন্দেরাহু শিরষা মাল চিইয়া লাগিয়াস, মুন্দা একাবাকি আস তাংহা চেলার সাংগে অতখাস রাঃআ লাগিয়াস, আবাকী আস আরিন হুর্মিন বুঝাবাঃআ চিইয়া লাগিয়াস।
যীশুস ঝাড় তাকাঘী মাইয়া তাংহা ক্ষেমতা এদচাস
(মাথিয়াস ৮:২৩-২৭; লুকাস ৮:২২-২৫)
35আউলা যীশুস পুতবারি তারা তাংহা চেলারিন বাঃচাস, “গুচা, নাম সামুদারঘী আঃ পাক্ষে কাঃদাত।”
36আবাকী আর হোর্মা আলারিন বিদা চিইয়ারকি যীশুস একা ডোংগানু উক্কা রাঃচাস, আসিন আঃ ডোংগানুম হোওয়ারকি কালা লাগিয়ার, মুন্দা আসান আরু ডোংগা রাঃচা। 37ডোংগা একাবারি সামুদার মাঝিনু বার্চা, আবাকীম ঝাড় তাকা চোওচা আউর সামুদারতা ঢেউ ডোংগা মাইয়া খাতরা হেল্লেরা, এন্নেনু ডোংগা আম্মেনু ভার্তি মানারকি কালা হেল্লেরা। 38আঃ সামাই যীশুস ডোংগাঘী খোঃখা তারা অন্টা বালিশতানু কুক্কু চিইয়ারকি খান্দরা লাগিয়াস। খানে আসঘী চেলার আসিন গাডরারারকি খান্দারনান্তী চোওদারকি বাঃচার, “গুরু, এম সামুদারনু মুনখা লাগদাম, নিংহায় ইত্তারা নাজার মাল্লা?”
39আবাকী যীশুস চোওচাসকি তাকান ধাম্কাচাস আউর সামুদারান বাঃচাস, “থামকারায়, থিরারায়।” খানে আবাকীম ঝাড় তাকা থামকারা কেরা আউর হুর্মিদিম থিরারা কেরা।
40যীশুস কির্রিয়াসকি চেলারিন বাঃচাস, “নিম এল্চা লাগদার এন্দেরগে? নিম আক্কুনহু এংগান মাল বিশুয়াস নান্‌জাকার?”
41মুন্দা আসঘী চেলার ঢের এল্চিয়ারকি তামহা ভিতরেম বাঃআ হেল্লেরার, “ইস নে, তাকা আউর সামুদারহু আসঘী কাত্থান মিনি?”

ទើបបានជ្រើសរើសហើយ៖

মার্কুশ 4: kru-Beng-BD

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល