মার্কুশ 2
2
যীশুস অরোত অবশ বেরামিসিন কড়ে নান্জাস
(মাথিয়াস ৯:১-৮; লুকাস ৫:১৭-২৬)
1কায়েক উল্লা খোঃখা যীশুস কাফারনাহুমনু কির্রিয়াস বার্চাস, আউর ই কাত্থা চাইরো পাক্ষে ছাড়চা কেরা আউর আলার মেন্জার যে আস তাংহা এড়পানু বার্চাস। 2আবাকী আসান এতো আলার খোড়রার যে, এড়পাঘী ভিতরেহু আড্ডা মাল রাঃচা, আরু বালিঘী বাহিরিহু আড্ডা মাল রাঃচা। যীশুস আলার হেদ্দে ধার্মেসঘী বাচান প্রাচার নানা লাগিয়াস। 3আঃ সামাই চাইর’ঝান আলার অরোত অবশ বেরামিসিন চেডারকি আসঘী হেদ্দে অন্দরার বার্চার। 4মুন্দা আর আলারঘী ভীড় খাতরী যীশুসঘী হেদ্দে আসিন হোওয়ারকি কালা পোল্লার। খানে আর যীশুস একসান রাঃচাস ঠিকা আসঘী ছাদ মাইতা টালিন গুছাবাঃচার, ইদিঘী খোঃখা আর আঃ অবশ বেরামিসিন আসঘী মুন্দভারে পিটরি সাংগেম কিইয়া এত্তাচার চিচ্চার।
5একাবাকি যীশুস আরঘী বিশুয়াস এরিয়াস, আবাকী যীশুস আঃ অবশ বেরামিসিন বাঃচাস, “খাদ্দায়ো, নিংহায় গুনহান ছেমা নান্না মান্জা।”
6আসান কায়েক’ঝান ধারাম গুরুর অক্কারকি রাঃচার, আর তামহায় কায়া কায়ানু সোচআ লাগিয়ার, 7“এন্দেরগে ই আলাসটা এন্নে কাত্থা বাঃআ লাগদাস? ইস তো ধার্মেসিন দুশা লাগদাস; ধার্মেস আম্বারকি আরু নে গুনহান ছেমা নানা অংগোনার?”
8আর এগদান সোচআ লাগনার আদিন যীশুস তাংহায় বোলতানু বুঝরা অংগিয়াসকি আবাকীম আরিন বাঃচাস, “এন্দেরগে নিম কায়া কায়ানু ই হুর্মি কাত্থান সোচআ লাগদার? 9হলে এগদান বাঃনা সোজহা, ‘নিংহায় গুনহান ছেমা নান্না মান্জা,’ ‘নাকা চোওয়া, আরু নিংহায় পিটরিন চোওদারকি একা কুদ্দা’? 10মুন্দা নিম যেনু আঃখা অংগোদার, ই ধার্তীনু গুনহা ছেমা নান্নাঘী ক্ষেমতা আল খাদ্দেসঘী রাঃয়ী” ই গুটি বাঃআরকি আস আঃ অবশ বেরামিসিন বাঃচাস, 11“এন নিংগান বাঃআ লাগদান, চোওয়া, নিংহায় পিটরিন চোওদারকি এড়পা চালি কালা।”
12আবাকীম আঃ আলাসটা চোওয়ারকি ইজ্জাস আউর হোর্মারঘী আগু তারাম তাংহা পিটরিন হোওয়ারকি বাহিরি চালি কেরাস। এন্নেনু হোর্মার হায়কাট মান্জারকি ধার্মেসঘী অহমা নানারকি বাঃচার, “এম একাবাকিহু এন্নে মাল ইরকাম।”
যীশুস লেবিসিন মেখিয়াস
(মাথিয়াস ৯:৯-১৩; লুকাস ৫:২৭-৩২)
13ইদিঘী খোঃখা যীশুস ফির গালীল সামুদারঘী ধাসড়েনু কেরাস। আবাকী ঢের আলার আসঘী হেদ্দে বার্চার, আউর আস আরিন শিরষা চিইয়া লাগিয়াস। 14একাবাকি যীশুস ডাহারেনু একারকি কালা লাগিয়াস আবাকী অরোত খাজনা চোওদুসিন এরিয়াস, আলফ্রেডেসঘী তাংদাস লেবিস খাজনা চোওদনা এড়পানু অক্কারকি রাঃদাস। যীশুস আসিন বাঃচাস, “বারা, এংহায় চেলা মানা।” আবাকী লেবিস চোওয়ারকি যীশুসঘী সাংগে কেরাস।
15খোঃখা যীশুস আউর তাংহায় চেলার লেবিসঘী এড়পানু বারারকি অনা মোঃখাগে উক্কিয়ার, আসান ঢের খাজনা চোওদুর আউর গুনহা আলারহু যীশুস আউর আসঘী চেলার সাংগে অনা মোঃখাগে উক্কিয়ার। আরঘী মাঝিনু ঢের আলার যীশুসঘী খোঃখা খোঃখা কালা লাগিয়ার।
16আবাকী ফারীশীরঘী দলেন্তা ধারাম গুরুর এরিয়ার যীশুস খাজনা চোওদুর আউর গুনহা আলার সাংগে অন্দাস মোখদাস, খানে আসঘী চেলারিন বাঃচার, “ইস এন্দেরগে খাজনা চোওদুর আউর গুনহা আলার সাংগে অন্দাস মোখদাস?”
17মুন্দা ই কাত্থান মেনারকি যীশুস আরিন বাঃচাস, “কড়ে আলার খাতরী ডাক্তারেরঘী দারকার মাল্লা, মুন্দা বেরামি আলার খাতরীম ডাক্তারেরঘী দারকার রাঃয়ী। নে ধার্মেপাত্তু, আরিন এন মেখাগে মাল বারেচ্কান, মুন্দা গুনহা আলারিন এন মেখাগে বারেচ্কান।”
উপাসঘী বারেনু যীশুসঘী শিরষা
(মাথিয়াস ৯:১৪-১৭; লুকাস ৫:৩৩-৩৯)
18অংহোন আসনানদাতা যোহানেসঘী চেলার আউর ফারীশীর উপাস নান্জাকা রাঃচার। আদিন এরারকি কায়েক’ঝান আলার যীশুসিন মেন্জার, “যোহানেসঘী চেলার আউর ফারীশীরঘী চেলার উপাস নান্নার, মুন্দা নিংহা চেলার এন্দেরগে মাল নান্নার?” 19যীশুস আরগে উত্তার চিচ্চাস, “গাবরুস সাংগে রাঃতে কা গাবরুসঘী বেন্জা এড়পান্তা পাহিয়ার উপাস নানা অংগোনার? এ উল্লা গুটি গাবরুস আরঘী সাংগে রাঃদাস, আঃ উল্লা গুটি আর উপাস নানা পোলনার। 20মুন্দা সামাই বারা লাগি, একাবাকি গাবরুসিন আরঘী হেদ্দেন্তী হোওনা কাঃনা মানো আউর আঃ সামাই আর উপাস নানোর।”
21যীশুস আরু বাঃচাস, “পাচ্চা কিচরীনু নেকিম পুনা কিচরীঘী টুকরা তারু তালি মাল চিইনার। যদি নেকিম তালি চিইনার হলে আঃ পুনা কিচরীদ কোকড়ারনা খাতরী আঃ পুনা কিচরী পাচ্চা কিচরীন্তী খাছরারকি উর্খি বারি। আউর আন্নেনু আঃ খাচেরকা আড্ডাটা আরু কোহা মানি কালি।
22“পাচ্চা চাপটাঘী বেগনু নেকিম রক্কা দ্রাক্ষারাশিন মাল উইনার। উইনার হলে রক্কা দ্রাক্ষারাশি খাতরী বেগ চাররারকি দ্রাক্ষারাশি আউর বেগ দু’নোদিম বেগড়ারি কালি, রক্কা দ্রাক্ষারাশি খাতরী পুনা বেগ উইনা দারকার।”
খান্নে এখের্না উল্লাঘী বারেনু যীশুসঘী শিরষা
(মাথিয়াস ১২:১-৮; লুকাস ৬:১-৫)
23একাম অন খান্নে এখের্না উল্লানু যীশুস গোহম খাল্লেঘী মাঝিন্তীক কালা লাগিয়াস, আউর আসঘী চেলার কাঃতে কাঃতে গোহমঘী বাইল খাচ্চারকি মোঃখা লাগিয়ার। 24খানে ফারীশীর যীশুসিন বাঃচার, “এরা, ধারামঘী নিয়াম লেখা খান্নে এখের্না উল্লানু এগদা নান্না দারকার মালা, এন্দেরগে আর আদিন নানা লাগনার?”
25যীশুস উত্তারনু আরিন বাঃচাস, “একাবাকি দাউদেসঘী আউর তাংহা সাংগুয়ারিরঘী কিড়া লাক্কি রাঃচা, আবাকী দাউদেস এন্দরা নান্জাকা রাঃচাস, আদিন কা নিম একাবাকিহু মাল পাড়েচ্কার? 26একাবাকি অবিয়াথরেস প্রাধান নায়গা রাঃচাস, আঃ সামাই দাউদেস একাসেনু ধার্মেসঘী এড়পানু কোরআরকি একা আসমা নায়গার আম্বারকি দোশরা আরু নেখায়হু মোখনা খাতরী ধারামঘী নিয়াম মালা রাঃচা, আদিন তানহু মোক্কা রাঃচাস আউর তাংহা সাংগুয়ারিরগেহু চিচ্চিকা রাঃচাস?”
27যীশুস আরিন আরু বাঃচাস, “আলার খাতরীম খান্নে এখের্না উল্লা মান্জা, মুন্দা খান্নে এখের্না উল্লা খাতরী আলার মাল মান্জার। 28আদি খাতরীম আল খাদ্দেসদিম খান্নে এখের্না উল্লাঘী উর্বাস।”
ទើបបានជ្រើសរើសហើយ៖
মার্কুশ 2: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh