মার্কুশ 11
11
যীশুসঘী জেরুশালেমনু কোরনা
(মাথিয়াস ২১:১-১১; লুকাস ১৯:২৮-৪০; যোহান ১২:১২-১৯)
1একাবাকি আর জেরুশালেমঘী হেদ্দে আর্সিয়ারকি জইতুন পার্তাঘী পান্জরানু বেতফগী আউর বেথানিয়া পাদ্দাঘী হেদ্দে বার্চার, আবাকী যীশুস তাংহা চেলারন্তী দু’ঝানারিন এন্নে বাঃআরকি তাইয়াস চিচ্চাস, 2“নিম মুন্দভারেন্তা পাদ্দানু কালা। আঃ পাদ্দানু কোরনা সামাই নিম এরা অংগোর অন্টা যুয়ান গাধা আসান খুটুচ্কা রাঃয়ী, আদিঘী মাইয়া নেকিম ইকলাহু মাল উক্কিয়ার। নিম আদিন খোল্লারকি ইসান অন্দরা বারা। 3যদি নেকিম নিমান বাঃনার, ‘এন্দেরগে নিম আদিন খোল্লালদার?’ হলে আরিন বাঃকে, ‘উর্বাসঘী দারকার রাঃয়ী আউর আস আদিন চাড়েম কির্তোস চিওস।’”
4আবাকী আর কালারকি এরিয়ার যুয়ান গাধাটা ডাহারেঘী কান্টানু এড়পাঘী বালি হেদ্দে খুটুচ্কা রাঃয়ী। একাবাকি আর আদিন খোল্লা লাগিয়ার, 5আবাকী নে আসান ইজ্জিকা রাঃচার আর বাঃচার, “নিম এন্দরা নানা লাগদার? যুয়ান গাধান খোল্লালদার এন্দেরগে?”
6যীশুস একাসে বাঃআগে বাচ্কা রাঃচাস, চেলার আলারিন আন্নেম বাঃচার। আবাকী আলার গাধাটান হোওয়া কালাগে চিচ্চার। 7আর আঃ যুয়ান গাধান যীশুস হেদ্দে অন্দরারকি আদিঘী মাইয়া তামহায় দেহাতা চাদোর আট্টিয়ার চিচ্চার আউর যীশুস আদিঘী মাইয়া উক্কিয়াস। 8ঢের আলার তামহায় দেহাতা চাদোরান ডাহারেঘী মাইয়া আসঘী মুন্দভারে আট্টিয়ার চিচ্চার, আউর দোশরার পাথারতা মান্নেন্তা আতক্ষা সুদ্ধাই ডাড়া খান্ডিয়ার অন্দরারকি ডাহারেনু উইয়ার চিচ্চার। 9একা আলার যীশুসঘী মুন্দভারে আউর খোঃখা তারা কালা লাগিয়ার আর গাডরারারকি বাঃআ হেল্লেরার,
“হোশান্না#11:9 হোশান্না ইদিঘী মানে মান্জা, “বাছাবাঃনা” বা “আক্কুন এমান বাছাবাঃআ!” মুন্দা যীশুসঘী সামাইনু ই কাত্থাটা অন্টা চালতি কাত্থা মান্জিকি রাঃচা। নেকিম একাবাকি রিঝিরনার, আবাকীম আর ই কাত্থান বাঃআ লাগিয়ার।! ধান্যা নে উর্বাসঘী নামেনু বারা লাগদাস।
10নামহায় পুর্খা দাউদেসঘী একা রাঃজীঘী শাসান বারা লাগি,
আঃ শাসান মাহান মানো।
মের্খানুহু হোশান্না!”
11যীশুস জেরুশালেমনু কালারকি মান্দিরঘী চালিনু কোরচাস আউর চাইরো তারা নাজার চিচ্চাস, মুন্দা বিইড়ী হারদাম মুনখারকি কিরকি রাঃচা বাঃআরকি তাংহা বারো’ঝান চেলারিন হোওয়ারকি আস বেথানিয়ানু চালি কেরাস।
অন্টা ডুমারী মান্নেঘী খিরী
(মাথিয়াস ২১:১২-১৯; লুকাস ১৯:৪৫-৪৮)
12খোঃখান্তা উল্লানু একাবাকি আর বেথানিয়ান আম্বারকি কালা লাগিয়ার, আবাকী যীশুসঘী কিড়া লাগ্গিয়া। 13আবাকী আস গেচ্ছানু অন্টা ডুমারী মান্নে এরা অংগিয়াস, আঃ মান্নে আতক্ষা তারু ভার্তি রাঃচা। যদিহু আবাকী ডুমারী খান্জপা ধার্নাঘী সামাই মাল মান্জিকি রাঃচা, আন্নুহু আস খান্জপা বেদ্দাগে মান্নে হেদ্দে কেরাস। মুন্দা আস আতক্ষা আম্বারকি আরু এন্দরাহু এরা পোল্লাস। 14আবাকী আস আঃ মান্নেন বাঃচাস, “আর ইকলাহু যেনু নেকিম নিংহায় খান্জপান মাল মোখনার।” চেলার যীশুসঘী ই কাত্থান মেনা অংগিয়ার।
যীশুস জেরুশালেম মান্দিরনু কেরাস
(মাথিয়াস ২১:১০-১৭; লুকাস ১৯:৪৫-৪৮; যোহান ২:১৩-২২)
15খোঃখা জেরুশালেমনু আর্সিয়ারকি যীশুস মান্দিরঘী চালিনু কোরচাস আউর আসান নে নে বিশা খেশা লাগিয়ার আরিন খেদচাস চিচ্চাস। আস পায়সা বাদলানা চিইনা টিবিল আউর নে নে পেরোয়া বিশা লাগিয়ার আরঘী অক্কোনাঘী টুল উল্টারকি লিভড়িয়াস চিচ্চাস। 16আস মান্দিরঘী চালিন্তী বিশনা কেশনা একাম সান্জগিন হোওয়ারকি কালাগে মাল চিচ্চাস। 17খোঃখা শিরষা চিইনা সামাই আস আঃ আলারিন বাঃচাস, “পুথিনু কা ই কাত্থা লিখিচ্কা মাল্লা যে, ‘এংহা এড়পান হোর্মা জাতিয়ারঘী বিন্তীঘী এড়পা বাঃনা মানো?#11:17 যিশাইয় ৫৬:৭।’ মুন্দা নিম ইদিন ডাকাতেরঘী রাঃনা আড্ডা#11:17 ডাকাতেরঘী রাঃনা আড্ডা যীশুস পায়সা আদলা বাদলা নানুরিন আউর ওঁড়া খাখান বিশনা কেশনা আলারিন কেবেরকা রাঃচাস, কারনে আর মান্দিরনু বার্না আলারিন ঠাকআ লাগিয়ার। আর পায়সা আদলা বাদলানা খাতরী ঢের পায়সা ধারআ লাগিয়ার আউর দাড়ে আর্গানা খাতরী একা ওঁড়া খাখান বিশনা মানা লাগিয়া, আদি খাতরীহু আর ঢের পায়সা ধারআ লাগিয়ার। আর ই লেখাম আলারিন ঠাকআ লাগিয়ার। ইদ আসলে ডাকাতিরঘী লেখা রাঃচা। নানারকি চোদচ্কার!#11:17 যিরমিয় ৭:১১।”
18আঃ সামাই প্রাধান নায়গার আউর ধারাম গুরুর ই কাত্থান মেনা অংগিয়ার, খানে আর যীশুসিন পিটাগে অন্টা ডাহারে বেদ্দা হেল্লেরার। আর যীশুসিন এল্চা লাগিয়ার, কারনে আলার যীশুসঘী শিরষানু হায়কাট মান্জাকা রাঃচার।
19পুত্তিয়া কেরকা খোঃখা যীশুস তাংহা চেলারিন হোওয়ারকি আঃ শাহার আম্বারকি চালি কেরাস।
খাইকা কেরকা ডুমারী মান্নেন্তী শিরষা
(মাথিয়াস ২১:২০-২২)
20খোঃখা উল্লা পাইরি বাকি আঃ ডাহারে তারু কির্রিনা সামাই চেলার এরিয়ার আঃ ডুমারী মান্নেদ পাঃদা সুদ্ধাই খাইয়া কেরা। 21যীশুসঘী বাচ্কা কাত্থান ইয়াদ নানারকি পাত্রাস বাঃচাস, “গুরু, এরা, একা ডুমারী মান্নেন#11:21 ডুমারী মান্নে ইসান যীশুসঘী হুকুমনু একা ডুমারী মান্নে খাইয়ারকি কিরকি রাঃচা, আদিঘী সাংগে ইস্রায়েল জাতিয়ারঘী মাইয়া একা শালিস বারা লাগি, আদিন চিনহা লেখা এদনা মান্জা। নিন শাও চিচ্চিকা রাচ্কায়, আদ খাইয়া কেরা।”
22আবাকী যীশুস চেলারিন বাঃচাস, “ধার্মেসঘী মাইয়া বিশুয়াস উইয়া। 23এন নিমান মানিম বাঃআ লাগদান, যদি নেকিম কুহিনু একাম ধুকচুকুরনা মাল উইয়ারকি ই পার্তান বাঃনার, ‘চোওয়ারকি সামুদারনু কালারকি খাতরা,’ আরু বিশুয়াস নান্নার, আস এগদা বাওস আদিম মানো, হলে আসঘী খাতরী আন্নেম নান্না মানো। 24আদি খাতরী এন নিমান বাঃআ লাগদান, বিন্তীঘী মাঝিনু যদি নিম এন্দরানুম নেএদার, বিশুয়াস নানকে নিম মানিম আদিন ক্ষাক্ষর, আউর নিমহায় খাতরী আদিনুম নান্না মানো।
25,26“আউর নিম একাবাকি বিন্তী নানাগে ইজদার, আবাকী যদি নিমহায় কুহিনু নেখায় বিড়দোনু একাম কাত্থা রাঃয়ী হলে আসিন ছেমা নানকে। যেনু নিমহায় মের্খান্তা বাঙ্গাস নিমহায় গুনহানহু ছেমা নানা অংগোদাস।”
যীশুস আউর ধারাম মাহাতোর
(মাথিয়াস ২১:২৩-২৭; লুকাস ২০:১-৮)
27,28খোঃখা যীশুস আউর আসঘী চেলার ফির জেরুশালেমনু বার্চার। আস একাবাকি মান্দিরঘী চালিনু একা কুদ্দা লাগদাস আঃ সামাই প্রাধান নায়গার, ধারাম গুরুর আউর পাচকি মাহাতোর আসঘী হেদ্দে বার্চারকি মেন্জার, “নিন একা ক্ষেমতানু ই হুর্মিন নানা লাগদায়? নে নিংগান ই ক্ষেমতা চিচ্চা?”
29উত্তারনু যীশুস বাঃচাস, “এন নিমান অন্টা সাওয়াল নানোন। নিম যদি এংগাগে উত্তার চিইয়োর হলে এনহু নিমান তেংগোন এন একা ক্ষেমতানু ইবড়ান নানা লাগদান। 30এংগান বাঃআ, আসনান চিইনাঘী ক্ষেমতা যোহানেস মের্খান্তা ধার্মেসঘী হেদ্দেন্তী ক্ষাক্ষিকা রাঃচাস, নাকা আলারঘী হেদ্দেন্তী ক্ষাক্ষিকা রাঃচাস?”
31আর সোচ্চার আউর অরোত দোশরার সাংগে কাছনাখরা হেল্লেরার, “যদি নাম উত্তার চিইদাত, মের্খান্তা ধার্মেসঘী হেদ্দেন্তী ক্ষেমতা ক্ষাক্ষিকা রাঃচাস, হলে আস বাওস, ‘হলে নিম যোহানেসিন বিশুয়াস মাল নান্জাকার এন্দেরগে?’ 32মুন্দা নাম যদি বাঃদাত, আস আলারঘী হেদ্দেন্তী ই ক্ষেমতা ক্ষাক্ষিয়াস, হলে আদ একড়হে এল্চেনা লেখা মানো!” আর আদিন বাঃচার কারনে আর আলারিন এল্চা লাগিয়ার, আউর হোর্মা আলার আঃখা লাগিয়ার আউর বিশুয়াস নানা লাগিয়ার যে যোহানেস অরোত নাবী রাঃচাস। 33খানে আর যীশুসিন বাঃচার, “এম মাল আখদাম।” যীশুস আরিন উত্তারনু বাঃচাস, “হলে এনহু নিমান মাল তেংগোন, এন একা ক্ষেমতানু ই হুর্মিন নানা লাগদান।”
ទើបបានជ្រើសរើសហើយ៖
মার্কুশ 11: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh