মাথিয়াস 21
21
জেরুশালেমনু যীশুসঘী কোরনা
(মার্কুশ ১১:১-১১; লুকাস ১৯:২৮-৪০; যোহান ১২:১২-১৯)
1যীশুস আউর তাংহা চেলার জেরুশালেমঘী জইতুন পার্তাঘী বেতফগী পাদ্দা হেদ্দে আর্সিয়ার। আবাকী যীশুস আসঘী দু’ঝান চেলারিন ই বাঃআরকি তাইয়াস চিচ্চাস, 2“নিম আঃ মুন্দভারেন্তা পাদ্দানু কালা, আসান অন্টা গাধা আউর সাংগে অন্টা যুয়ান গাধানহু খুটুচ্কা এরা অংগোর। আঃ দু’নুনুম এংহা হেদ্দে অন্দরা বারা। 3নেকিম যদি নিমান এন্দরাহু বাঃনার হলে বাঃআকে, ‘উর্বাসঘী দারকার রাঃয়ী,’ আউর আবাকীম আস আদিন তাইয়োস চিওস।”
4ইবড়া ঘাটচা যাতে নাবীসঘী মাঝিন্তী বাচ্কা হুল্লু বাচান পুরা মানি,
5“নিম জেরুশালেমতা আলারিন হুকুম চিইয়ারকি বাঃআ,
‘এরা, নিমহা বেলাস নিমহা হেদ্দে বারা লাগদাস;
আস নারমিয়া, আস গাধাঘী মাইয়া,
অন্টা যুয়ান গাধাঘী মাইয়া আর্গারকি বারা লাগদাস।’ #21:5 সখরিয় ৯:৯।”
6যীশুস আঃ দু’ঝান চেলারিন একান্নে হুকুম চিচ্চাস, আর কেরারকি আন্নেম নান্জার। 7আর গাধা আউর যুয়ান গাধান যীশুস হেদ্দে অন্দরার বার্চার আউর তামহায় দেহাতা কিচরী গুটঠি আদিঘী মাইয়া আট্টিয়ার চিচ্চার আউর যীশুস আদিঘী মাইয়া উক্কিয়াস। 8ঢের আলার তামহায় দেহাতা কিচরী ডাহারেনু আট্টিয়ার চিচ্চার আউর দোশরার মান্নেন্তা ডাড়া খান্ডারকি ডাহারেনু ছিটচার চিচ্চার। 9নে নে যীশুসঘী আগু তারতিক আউর খোঃখা তারতিক কালা লাগিয়ার আর গাডরারারকি বাঃআ হেল্লেরার,
“হোশান্না! বেল দাউদেসঘী গুষ্ঠি!
ধান্যা আস, নে উর্বাসঘী নামেনু বারা লাগদাস!
হোশান্না! ধার্মেসঘী খাতরী, নে হোর্মারঘী মাইয়া।”
10যীশুস জেরুশালেমনু কোরনা সাংগেম শাহারঘী হোর্মা আলার হুর্মি আড্ডানু গাডরারা নানা লাগিয়ার। আলার মেন্জার, “ইস নে?” 11আলার বাঃচার, “আস গালীলঘী নাসারত পাদ্দান্তা নাবী যীশু।”
জেরুশালেমঘী মান্দিরনু যীশুস
(মার্কুশ ১১:১৫-১৯; লুকাস ১৯:৪৫-৪৮)
12খোঃখা যীশুস মান্দিরঘী চালিনু কোরচাসকি নে নে বিশা খেশা লাগিয়ার, আঃ হোর্মারিন বাহিরি অত্থোরাস চিচ্চাস। আস পায়সা বাদলানা চিইনা টিবিল আউর পেরোয়া বিশকা অক্কোনাঘী টুলান উল্টাচাস চিচ্চাস আউর বাঃচাস, 13“নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী, ‘এংহা এড়পান বিন্তীঘী এড়পা বাঃনা মানো।#21:13 যিশাইয় ৫৬:৭।’ মুন্দা নিম ইদিন ডাকাতেরঘী এড়পা কামেচ্কার।#21:13 যিরমিয় ৭:১১।”
14ইদিঘী খোঃখা আন্ধরা আউর নুলহা আলার মান্দিরঘী চালিনু যীশুস হেদ্দে বার্চার, আউর আস আরিন কড়ে নান্জাস। 15আস একা আবড়া হায়কাট নালাখ নান্জাকা রাঃচাস, প্রাধান নায়গার আউর ধারাম গুরুর আদিন এরিয়ার। আউর মান্দিরঘী চালিনু খাদ্দে খার্রার, “হোশান্না, দাউদেসঘী গুষ্ঠি” বাঃআরকি গাডরারা লাগিয়ার। আবড়ান এরিয়ারকি আর আরঘী মাইয়া ঢের কায়রারার। 16আউর যীশুসিন বাঃচার, “আর এন্দরা বাঃআ লাগনার, আদিন কা নিন মেনা অংগা লাগদায়?”
যীশুস আরিন বাঃচাস, “হাঃয়ী, মেনা অংগা লাগদান। নিম কা পুথিন্তা ই কাত্থান ইকলাহু মাল পাড়েচ্কার?
“উর্বায়ো, নিন বোলো আউর সান্নি খাদ্দে খার্রারিনুম
অহমা নানাগে শিখাবাচ্কায়।#21:16 গীতসংহিতা ৮:২।”
17ইদিঘী খোঃখা যীশুস আউর তাংহা চেলার আঃ শাহারান আম্বিয়ারকি বেথানিয়া পাদ্দানু চালি কেরার আউর আসানুম মাঃখা কাড়তাচার।
যীশুস অন্টা ডুমারী মান্নেন শাও চিচ্চাস
(মার্কুশ ১১:১২-১৪, ২০-২৪; লুকাস ১৩:৬-৯)
18পাইরি বাকি যীশুস বেথানিয়া পাদ্দান আম্বারকি জেরুশালেমনু কিররো বাকি যীশুসঘী কিড়া লাগ্গিয়া। 19আস ডাহারেঘী পান্জরানু অন্টা ডুমারী মান্নেন এরিয়াসকি মান্নে হেদ্দে কেরাস, মুন্দা আইয়া খিলা আতক্ষা আম্বারকি এন্দরাহু এরা পোল্লাস। আঃ সামাই আস মান্নেন বাঃচাস, “আরু ইকলাহু নিংহা মাঝিনু খান্জপা মাল ধারো!” আউর আবাকীম সাঠলে ডুমারী মান্নেটা খাইয়া কেরা।
20চেলার আদিন এরিয়ারকি হায়কাট মান্জারকি বাঃচার, “একাসেনু ই ডুমারী মান্নেদ ই চাড়েম খাইয়া কেরা?”
21উত্তারনু যীশুস আরিন বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, নিম যদি মাল ধুকচুকরারকি বিশুয়াস নান্দার, হলে ডুমারী মান্নেঘী মাইয়া এন একান্নে নান্জাকান নিমহু আন্নেম নানা অংগোর। খিলা আদিম মালা, নিম যদি ই পার্তান বাওর, ‘সামুদারনু কালারকি খাতরায়,’ হলে আন্নেম মানো। 22নিম যদি বিশুয়াস নান্দার, হলে বিন্তীনু নিম এগদান নেএদার আদিনুম ক্ষাক্ষর।”
যীশুসঘী ক্ষেমতা বারেনু শিরষা
(মার্কুশ ১১:২৭-৩৩; লুকাস ২০:১-৮)
23যীশুস একাবাকি মান্দিরনু শিরষা চিইয়া লাগিয়াস, আবাকী প্রাধান নায়গার আউর যিহুদীরঘী পাচকি মাহাতোর আসিন বাঃচার, “নিন একা আধিকারনু ই হুর্মিন নানা লাগদায়? নে নিংগান ই আধিকার চিচ্চাস?”
24যীশুস আরিন বাঃচাস, “এনহু নিমান অন্টা কাত্থা মেনোন। নিম যদি উত্তার চিইয়োর হলে এনহু নিমান বাওন, এন একা আধিকারনু ইবড়ান নানা লাগদান। 25এংগান বাঃআ, আসনান চিইনা আধিকার যোহানেস নেখা হেদ্দেন্তীক ক্ষাক্ষিকা রাঃচাস, মের্খান্তী নাকা আলারতি?”
আবাকী আর তামহা মাঝিনু তর্কাতর্কি নান্জারকি বাঃচার, “যদি নাম বাঃদাত, ‘মের্খান্তী আধিকার ক্ষাক্ষিকা রাঃচাস,’ হলে আস বাওস, ‘হলে এন্দেরগে নিম যোহানেসিন বিশুয়াস মাল নান্জাকার?’ 26মুন্দা নাম যদি বাঃদাত, ‘আলারঘী হেদ্দেন্তী,’ নাম আলারিন এল্চাদাত, কারনে হোর্মার বিশুয়াস নান্নার যে যোহানেস অরোত নাবী।”
27খানে আর যীশুসিন বাঃচার, “এম মাল আখদাম।” আবাকী যীশুস আরিন বাঃচাস, “হলে এনহু নিমান মাল বাওন, একা আধিকারনু এন ই হুর্মিন নানা লাগদান।”
দু’ঝান কুক্কোরঘী খিরী
28যীশুস বাঃচাস, “ঠিকা রাঃয়ী, নিম এন্দরা ইয়াদ নান্দার? অর্তোসঘী দু’ঝান কুক্কো খাদ্দার রাঃচার। আঃ আলাসটা তাংহা কোহা তাংদাস হেদ্দে কেরাসকি বাঃচাস, ‘ইন্না নিন টোটক খাল্লেনু কালারকি নালাখ নানা।’ 29উত্তারনু আস বাঃচাস, ‘এন কালা পোল্লোন।’ মুন্দা খোঃখা আস কায়ান কির্তাচাসকি নালাখ নানাগে কেরাস। 30খোঃখা মালিকেস তাংহায় সান্নি তাংদাস হেদ্দে কেরাসকি অন্টাম কাত্থা বাঃচাস। উত্তারনু কুক্কোসটা বাঃচাস, ‘ঠিকা রাঃয়ী, এন কালা লাগদান,’ মুন্দা মাল কেরাস। 31ই দু’ঝান কুক্কোরঘী মাঝিনু নে তাম্বাসঘী চাহানা লেখা নালাখ নান্জার?”
আবাকী প্রাধান নায়গার আউর যিহুদীরঘী পাচকি মাহাতোর বাঃচার, “পাহিলা ঝানাস।”
যীশুস আরিন বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, খাজনা চোওদুর আউর লাজ্জে নালাখনানু যানানার নিমহা আগুম ধার্মেসঘী রাঃজীনু কোরআ লাগনার। 32কারনে যোহানেস ধার্মেসঘী ডাহারেন এদাগে নিমহা হেদ্দে বারেচ্কা রাঃচাস, নিম আসিন বিশুয়াস মাল নান্জাকার। মুন্দা খাজনা চোওদুর আউর লাজ্জে নালাখনানু যানানার আসিন বিশুয়াস নান্জাকা রাঃচার। ইদিন এরারকিহু নিম আসিন বিশুয়াস মাল নান্জাকার আউর তাংগা তিংগা কায়ান মাল কির্তাচ্কার।”
টোটক খাল্লে মালিকেসঘী খিরী
(মার্কুশ ১২:১-১২; লুকাস ২০:৯-১৯)
33“আরু অন্টা খিরী মেনা; অরোত মালিকেস তাংহায় খাল্লেনু টোটক মান্নে ইদ্দাস আউর আদিঘী চাইরো তারা ঘিরা চিচ্চাস। খোঃখা আস খাল্লেনু টোটক খান্জপান পিখনাঘী গাড্ডি আর্খিয়াস আউর ক্ষাপনা খাতরী অন্টা মেচ্ছা এড়পা কামচাস। খোঃখা খাল্লেন্তা মালিকেস কায়েক’ঝান কামলারগে আদিয়ারী চিইয়ারকি দোশরা রাঃজীনু চালি কেরাস। 34একাবাকি খান্জপা পান্নাঘী সামাই বার্চা, আবাকী আস কায়েক’ঝান লাউড়ীরিন খান্জপাঘী ভাগান অন্দরনা খাতরী আদিয়ারীরঘী হেদ্দে তাইয়াস চিচ্চাস। 35মুন্দা আঃ আদিয়ারীর আঃ লাউড়ীরঘী মাঝিন্তী অর্তোসিন লোওচার, অর্তোসিন পিটিয়ার আউর আরু অর্তোসিন পাখনা লোওচারকি পিটনা লেখা নান্জার। 36ইদিঘী খোঃখা আস পাহিলান্তীহু আরু বাগ্গে লাউড়ীরিন তাইয়াস, মুন্দা আদিয়ারীর আঃ লাউড়ীরিনহু আন্নেম নান্জার। 37শেষা আস তাংহা খাদ্দেসিন আরঘী হেদ্দে তাইয়াস আউর সোচ্চাস, ‘মানা অংগি, এংহা খাদ্দেসিন আর সাম্মান নানোর।’
38“মুন্দা আদিয়ারীর আঃ খাদ্দেসিন এরিয়ারকি তামহা মাঝিনু কাছনাখরার, ‘খোঃখা ইসিম ই খাল্লেঘী মালিক মানোস। বারা! নাম ইসিন পিটদাত, হলে নাম ই খাল্লেঘী মালিক মানোত।’ 39আর আসিন ধার্চার আউর টোটক খাল্লেঘী বাহিরি হোচ্চার কেরার আউর পিটা খাচ্চিয়ার। 40আক্কুন বাঃআ, টোটক খাল্লেন্তা মালিকেস একাবাকি আদিয়ারীরঘী হেদ্দে বারোস, আবাকী আস আরিন এন্দরা নানোস?”
41প্রাধান নায়গার আউর যিহুদীরঘী পাচকি মাহাতোর যীশুসিন বাঃচার, “আঃ মালদাও আলারিন নাশ নানোস আউর একা আদিয়ারীর আসগে ঠিকা সামাইনু খান্জপাঘী ভাগান চিওর, আস আরঘী হেদ্দে খাল্লেন আদিয়ারী চিওস।” 42আবাকী যীশুস আরিন বাঃচাস, “নিম কা নেমহা পুথিনু ইকলাহু মাল পাড়েচ্কার,
“মিসতিরির একা পাখনান বাতিল নান্জাকা রাঃচার,
আদিম হুর্মিন্তী বাগ্গে দারকারি পাখনা মানারকি চোওচা।
উর্বাসদিম ইদিন নান্জাস,
আউর নামহায় খান্নেনু আদিম ঢের হায়কাট লাগ্গি।#21:42 গীতসংহিতা ১১৮:২২-২৩।”?
43ই খাতরী এন নিমান বাঃআ লাগদান, ধার্মেসঘী রাঃজীন নিমহা হেদ্দেন্তীক বাচ্চারকি হোওনা মানো আউর একা জাতিয়ার ধার্মেসঘী রাঃজীন্তা খান্জপা চিওর আঃ জাতিয়ার হেদ্দে আদিন চিইনা মানো। 44নে আঃ পাখনা মাইয়া খাতরোর আর টুকরা টুকরা মানোর কালোর আউর আঃ পাখনা নেখায় মাইয়া খাতরো আর থেতলা মানোর কালোর। 45ফারীশীর আউর প্রাধান নায়গার খিরীন মেনারকি বুঝরা অংগিয়ার, যীশুস আরঘী বারেনুম ইবড়া বাঃআ লাগদাস। 46আবাকী যীশুসিন ধার্না খাতরী আর অন্টা ডাহারে বেদ্দা লাগিয়ার, মুন্দা আর আলারিন এল্চা লাগিয়ার, কারনে আলার আসিন নাবী লেখা মানা লাগিয়ার।
ទើបបានជ្រើសរើសហើយ៖
মাথিয়াস 21: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh
মাথিয়াস 21
21
জেরুশালেমনু যীশুসঘী কোরনা
(মার্কুশ ১১:১-১১; লুকাস ১৯:২৮-৪০; যোহান ১২:১২-১৯)
1যীশুস আউর তাংহা চেলার জেরুশালেমঘী জইতুন পার্তাঘী বেতফগী পাদ্দা হেদ্দে আর্সিয়ার। আবাকী যীশুস আসঘী দু’ঝান চেলারিন ই বাঃআরকি তাইয়াস চিচ্চাস, 2“নিম আঃ মুন্দভারেন্তা পাদ্দানু কালা, আসান অন্টা গাধা আউর সাংগে অন্টা যুয়ান গাধানহু খুটুচ্কা এরা অংগোর। আঃ দু’নুনুম এংহা হেদ্দে অন্দরা বারা। 3নেকিম যদি নিমান এন্দরাহু বাঃনার হলে বাঃআকে, ‘উর্বাসঘী দারকার রাঃয়ী,’ আউর আবাকীম আস আদিন তাইয়োস চিওস।”
4ইবড়া ঘাটচা যাতে নাবীসঘী মাঝিন্তী বাচ্কা হুল্লু বাচান পুরা মানি,
5“নিম জেরুশালেমতা আলারিন হুকুম চিইয়ারকি বাঃআ,
‘এরা, নিমহা বেলাস নিমহা হেদ্দে বারা লাগদাস;
আস নারমিয়া, আস গাধাঘী মাইয়া,
অন্টা যুয়ান গাধাঘী মাইয়া আর্গারকি বারা লাগদাস।’ #21:5 সখরিয় ৯:৯।”
6যীশুস আঃ দু’ঝান চেলারিন একান্নে হুকুম চিচ্চাস, আর কেরারকি আন্নেম নান্জার। 7আর গাধা আউর যুয়ান গাধান যীশুস হেদ্দে অন্দরার বার্চার আউর তামহায় দেহাতা কিচরী গুটঠি আদিঘী মাইয়া আট্টিয়ার চিচ্চার আউর যীশুস আদিঘী মাইয়া উক্কিয়াস। 8ঢের আলার তামহায় দেহাতা কিচরী ডাহারেনু আট্টিয়ার চিচ্চার আউর দোশরার মান্নেন্তা ডাড়া খান্ডারকি ডাহারেনু ছিটচার চিচ্চার। 9নে নে যীশুসঘী আগু তারতিক আউর খোঃখা তারতিক কালা লাগিয়ার আর গাডরারারকি বাঃআ হেল্লেরার,
“হোশান্না! বেল দাউদেসঘী গুষ্ঠি!
ধান্যা আস, নে উর্বাসঘী নামেনু বারা লাগদাস!
হোশান্না! ধার্মেসঘী খাতরী, নে হোর্মারঘী মাইয়া।”
10যীশুস জেরুশালেমনু কোরনা সাংগেম শাহারঘী হোর্মা আলার হুর্মি আড্ডানু গাডরারা নানা লাগিয়ার। আলার মেন্জার, “ইস নে?” 11আলার বাঃচার, “আস গালীলঘী নাসারত পাদ্দান্তা নাবী যীশু।”
জেরুশালেমঘী মান্দিরনু যীশুস
(মার্কুশ ১১:১৫-১৯; লুকাস ১৯:৪৫-৪৮)
12খোঃখা যীশুস মান্দিরঘী চালিনু কোরচাসকি নে নে বিশা খেশা লাগিয়ার, আঃ হোর্মারিন বাহিরি অত্থোরাস চিচ্চাস। আস পায়সা বাদলানা চিইনা টিবিল আউর পেরোয়া বিশকা অক্কোনাঘী টুলান উল্টাচাস চিচ্চাস আউর বাঃচাস, 13“নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী, ‘এংহা এড়পান বিন্তীঘী এড়পা বাঃনা মানো।#21:13 যিশাইয় ৫৬:৭।’ মুন্দা নিম ইদিন ডাকাতেরঘী এড়পা কামেচ্কার।#21:13 যিরমিয় ৭:১১।”
14ইদিঘী খোঃখা আন্ধরা আউর নুলহা আলার মান্দিরঘী চালিনু যীশুস হেদ্দে বার্চার, আউর আস আরিন কড়ে নান্জাস। 15আস একা আবড়া হায়কাট নালাখ নান্জাকা রাঃচাস, প্রাধান নায়গার আউর ধারাম গুরুর আদিন এরিয়ার। আউর মান্দিরঘী চালিনু খাদ্দে খার্রার, “হোশান্না, দাউদেসঘী গুষ্ঠি” বাঃআরকি গাডরারা লাগিয়ার। আবড়ান এরিয়ারকি আর আরঘী মাইয়া ঢের কায়রারার। 16আউর যীশুসিন বাঃচার, “আর এন্দরা বাঃআ লাগনার, আদিন কা নিন মেনা অংগা লাগদায়?”
যীশুস আরিন বাঃচাস, “হাঃয়ী, মেনা অংগা লাগদান। নিম কা পুথিন্তা ই কাত্থান ইকলাহু মাল পাড়েচ্কার?
“উর্বায়ো, নিন বোলো আউর সান্নি খাদ্দে খার্রারিনুম
অহমা নানাগে শিখাবাচ্কায়।#21:16 গীতসংহিতা ৮:২।”
17ইদিঘী খোঃখা যীশুস আউর তাংহা চেলার আঃ শাহারান আম্বিয়ারকি বেথানিয়া পাদ্দানু চালি কেরার আউর আসানুম মাঃখা কাড়তাচার।
যীশুস অন্টা ডুমারী মান্নেন শাও চিচ্চাস
(মার্কুশ ১১:১২-১৪, ২০-২৪; লুকাস ১৩:৬-৯)
18পাইরি বাকি যীশুস বেথানিয়া পাদ্দান আম্বারকি জেরুশালেমনু কিররো বাকি যীশুসঘী কিড়া লাগ্গিয়া। 19আস ডাহারেঘী পান্জরানু অন্টা ডুমারী মান্নেন এরিয়াসকি মান্নে হেদ্দে কেরাস, মুন্দা আইয়া খিলা আতক্ষা আম্বারকি এন্দরাহু এরা পোল্লাস। আঃ সামাই আস মান্নেন বাঃচাস, “আরু ইকলাহু নিংহা মাঝিনু খান্জপা মাল ধারো!” আউর আবাকীম সাঠলে ডুমারী মান্নেটা খাইয়া কেরা।
20চেলার আদিন এরিয়ারকি হায়কাট মান্জারকি বাঃচার, “একাসেনু ই ডুমারী মান্নেদ ই চাড়েম খাইয়া কেরা?”
21উত্তারনু যীশুস আরিন বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, নিম যদি মাল ধুকচুকরারকি বিশুয়াস নান্দার, হলে ডুমারী মান্নেঘী মাইয়া এন একান্নে নান্জাকান নিমহু আন্নেম নানা অংগোর। খিলা আদিম মালা, নিম যদি ই পার্তান বাওর, ‘সামুদারনু কালারকি খাতরায়,’ হলে আন্নেম মানো। 22নিম যদি বিশুয়াস নান্দার, হলে বিন্তীনু নিম এগদান নেএদার আদিনুম ক্ষাক্ষর।”
যীশুসঘী ক্ষেমতা বারেনু শিরষা
(মার্কুশ ১১:২৭-৩৩; লুকাস ২০:১-৮)
23যীশুস একাবাকি মান্দিরনু শিরষা চিইয়া লাগিয়াস, আবাকী প্রাধান নায়গার আউর যিহুদীরঘী পাচকি মাহাতোর আসিন বাঃচার, “নিন একা আধিকারনু ই হুর্মিন নানা লাগদায়? নে নিংগান ই আধিকার চিচ্চাস?”
24যীশুস আরিন বাঃচাস, “এনহু নিমান অন্টা কাত্থা মেনোন। নিম যদি উত্তার চিইয়োর হলে এনহু নিমান বাওন, এন একা আধিকারনু ইবড়ান নানা লাগদান। 25এংগান বাঃআ, আসনান চিইনা আধিকার যোহানেস নেখা হেদ্দেন্তীক ক্ষাক্ষিকা রাঃচাস, মের্খান্তী নাকা আলারতি?”
আবাকী আর তামহা মাঝিনু তর্কাতর্কি নান্জারকি বাঃচার, “যদি নাম বাঃদাত, ‘মের্খান্তী আধিকার ক্ষাক্ষিকা রাঃচাস,’ হলে আস বাওস, ‘হলে এন্দেরগে নিম যোহানেসিন বিশুয়াস মাল নান্জাকার?’ 26মুন্দা নাম যদি বাঃদাত, ‘আলারঘী হেদ্দেন্তী,’ নাম আলারিন এল্চাদাত, কারনে হোর্মার বিশুয়াস নান্নার যে যোহানেস অরোত নাবী।”
27খানে আর যীশুসিন বাঃচার, “এম মাল আখদাম।” আবাকী যীশুস আরিন বাঃচাস, “হলে এনহু নিমান মাল বাওন, একা আধিকারনু এন ই হুর্মিন নানা লাগদান।”
দু’ঝান কুক্কোরঘী খিরী
28যীশুস বাঃচাস, “ঠিকা রাঃয়ী, নিম এন্দরা ইয়াদ নান্দার? অর্তোসঘী দু’ঝান কুক্কো খাদ্দার রাঃচার। আঃ আলাসটা তাংহা কোহা তাংদাস হেদ্দে কেরাসকি বাঃচাস, ‘ইন্না নিন টোটক খাল্লেনু কালারকি নালাখ নানা।’ 29উত্তারনু আস বাঃচাস, ‘এন কালা পোল্লোন।’ মুন্দা খোঃখা আস কায়ান কির্তাচাসকি নালাখ নানাগে কেরাস। 30খোঃখা মালিকেস তাংহায় সান্নি তাংদাস হেদ্দে কেরাসকি অন্টাম কাত্থা বাঃচাস। উত্তারনু কুক্কোসটা বাঃচাস, ‘ঠিকা রাঃয়ী, এন কালা লাগদান,’ মুন্দা মাল কেরাস। 31ই দু’ঝান কুক্কোরঘী মাঝিনু নে তাম্বাসঘী চাহানা লেখা নালাখ নান্জার?”
আবাকী প্রাধান নায়গার আউর যিহুদীরঘী পাচকি মাহাতোর বাঃচার, “পাহিলা ঝানাস।”
যীশুস আরিন বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, খাজনা চোওদুর আউর লাজ্জে নালাখনানু যানানার নিমহা আগুম ধার্মেসঘী রাঃজীনু কোরআ লাগনার। 32কারনে যোহানেস ধার্মেসঘী ডাহারেন এদাগে নিমহা হেদ্দে বারেচ্কা রাঃচাস, নিম আসিন বিশুয়াস মাল নান্জাকার। মুন্দা খাজনা চোওদুর আউর লাজ্জে নালাখনানু যানানার আসিন বিশুয়াস নান্জাকা রাঃচার। ইদিন এরারকিহু নিম আসিন বিশুয়াস মাল নান্জাকার আউর তাংগা তিংগা কায়ান মাল কির্তাচ্কার।”
টোটক খাল্লে মালিকেসঘী খিরী
(মার্কুশ ১২:১-১২; লুকাস ২০:৯-১৯)
33“আরু অন্টা খিরী মেনা; অরোত মালিকেস তাংহায় খাল্লেনু টোটক মান্নে ইদ্দাস আউর আদিঘী চাইরো তারা ঘিরা চিচ্চাস। খোঃখা আস খাল্লেনু টোটক খান্জপান পিখনাঘী গাড্ডি আর্খিয়াস আউর ক্ষাপনা খাতরী অন্টা মেচ্ছা এড়পা কামচাস। খোঃখা খাল্লেন্তা মালিকেস কায়েক’ঝান কামলারগে আদিয়ারী চিইয়ারকি দোশরা রাঃজীনু চালি কেরাস। 34একাবাকি খান্জপা পান্নাঘী সামাই বার্চা, আবাকী আস কায়েক’ঝান লাউড়ীরিন খান্জপাঘী ভাগান অন্দরনা খাতরী আদিয়ারীরঘী হেদ্দে তাইয়াস চিচ্চাস। 35মুন্দা আঃ আদিয়ারীর আঃ লাউড়ীরঘী মাঝিন্তী অর্তোসিন লোওচার, অর্তোসিন পিটিয়ার আউর আরু অর্তোসিন পাখনা লোওচারকি পিটনা লেখা নান্জার। 36ইদিঘী খোঃখা আস পাহিলান্তীহু আরু বাগ্গে লাউড়ীরিন তাইয়াস, মুন্দা আদিয়ারীর আঃ লাউড়ীরিনহু আন্নেম নান্জার। 37শেষা আস তাংহা খাদ্দেসিন আরঘী হেদ্দে তাইয়াস আউর সোচ্চাস, ‘মানা অংগি, এংহা খাদ্দেসিন আর সাম্মান নানোর।’
38“মুন্দা আদিয়ারীর আঃ খাদ্দেসিন এরিয়ারকি তামহা মাঝিনু কাছনাখরার, ‘খোঃখা ইসিম ই খাল্লেঘী মালিক মানোস। বারা! নাম ইসিন পিটদাত, হলে নাম ই খাল্লেঘী মালিক মানোত।’ 39আর আসিন ধার্চার আউর টোটক খাল্লেঘী বাহিরি হোচ্চার কেরার আউর পিটা খাচ্চিয়ার। 40আক্কুন বাঃআ, টোটক খাল্লেন্তা মালিকেস একাবাকি আদিয়ারীরঘী হেদ্দে বারোস, আবাকী আস আরিন এন্দরা নানোস?”
41প্রাধান নায়গার আউর যিহুদীরঘী পাচকি মাহাতোর যীশুসিন বাঃচার, “আঃ মালদাও আলারিন নাশ নানোস আউর একা আদিয়ারীর আসগে ঠিকা সামাইনু খান্জপাঘী ভাগান চিওর, আস আরঘী হেদ্দে খাল্লেন আদিয়ারী চিওস।” 42আবাকী যীশুস আরিন বাঃচাস, “নিম কা নেমহা পুথিনু ইকলাহু মাল পাড়েচ্কার,
“মিসতিরির একা পাখনান বাতিল নান্জাকা রাঃচার,
আদিম হুর্মিন্তী বাগ্গে দারকারি পাখনা মানারকি চোওচা।
উর্বাসদিম ইদিন নান্জাস,
আউর নামহায় খান্নেনু আদিম ঢের হায়কাট লাগ্গি।#21:42 গীতসংহিতা ১১৮:২২-২৩।”?
43ই খাতরী এন নিমান বাঃআ লাগদান, ধার্মেসঘী রাঃজীন নিমহা হেদ্দেন্তীক বাচ্চারকি হোওনা মানো আউর একা জাতিয়ার ধার্মেসঘী রাঃজীন্তা খান্জপা চিওর আঃ জাতিয়ার হেদ্দে আদিন চিইনা মানো। 44নে আঃ পাখনা মাইয়া খাতরোর আর টুকরা টুকরা মানোর কালোর আউর আঃ পাখনা নেখায় মাইয়া খাতরো আর থেতলা মানোর কালোর। 45ফারীশীর আউর প্রাধান নায়গার খিরীন মেনারকি বুঝরা অংগিয়ার, যীশুস আরঘী বারেনুম ইবড়া বাঃআ লাগদাস। 46আবাকী যীশুসিন ধার্না খাতরী আর অন্টা ডাহারে বেদ্দা লাগিয়ার, মুন্দা আর আলারিন এল্চা লাগিয়ার, কারনে আলার আসিন নাবী লেখা মানা লাগিয়ার।
ទើបបានជ្រើសរើសហើយ៖
:
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh