মাথিয়াস 10
10
যীশুস তাংহা বারো’ঝান চেলারিন তাইয়াস
(মার্কুশ ৩:১৩-১৯; ৬:৭-১৩; লুকাস ৬:১২-১৬; ৯:১-৬)
1যীশুস তাংহা বারো’ঝান চেলারিন মেখিয়াস আউর মালদাও বোলতান খেদাগে আউর ঢের রাকাম বেরামান কড়ে নানাগে ক্ষেমতা চিচ্চাসকি তাইয়াস। 2আঃ বারো’ঝান তাইকারঘী নামে মান্জা; পাহিলা শিমোন, নেকান পাত্রাস বাঃনা মানি, ইদিঘী খোঃখা আসঘী ভাইয়োস আন্দ্রিয়াস, সিবদিয়সঘী কুক্কোস যাকোব আউর আসঘী ভাইয়োস যোহান; 3ফিলিপ আউর বার্থলোমিয়, থোমাস আউর খাজনা চোওদু মাথিয়াস; আলফ্রেডেসঘী কুক্কোস যাকোব আউর থাদেয়; 4রাঃজী দুলারু শিমোন আউর যীশুসিন নে মুদাইয়েরঘী ক্ষেক্ষানু ধার্তারকি চিচ্চিকা রাঃচাস আঃ যিহুদা ইস্কারিয়। 5যীশুস বারো’ঝানারিন ই হুকুম চিচ্চাসকি তাইয়াস, নিম অযিহুদীরঘী খুরিনু বা শামারিয়াঘী একাম নাগারনু কালা আম্বকে। 6মুন্দা ইস্রায়েল জাতিয়ারঘী এবসেরকা মেড়হোরঘী হেদ্দে কালা। 7নিম আরঘী হেদ্দে কাঃতে কাঃতে ই কাত্থা প্রাচার নানা, মের্খা রাঃজী হেদ্দে আর্সিয়া কেরা। 8নিম কালারকি বেরামিরিন কড়ে নানা, কেচ্চেকারিন জীয়া চিইয়া, কুষ্ঠ বেরামিরিন কড়ে নানা আউর মালদাও বোলতারিন খেদাবাঃআ। নিম ই হুর্মি নালাখ মাংনাম নানা, কারনে নিম আঃ ক্ষেমতা মাংনাম ক্ষাক্ষিকার। 9নিমহা কাড়মান্তা পেটোয়ারনু নিম সোনা, রুপা বা পায়সা কাউড়ি সাংগে আম্বকে হোওয়া। 10ডাহারেনু একো বারি একাম বেগ, বাগ্গে কিচরী আউর নাগরা আম্বকে হোওয়া। একাম টেম্পাহু মালা, কারনে এন বাঃআ লাগদান নালাখনানুস আসঘী অন্না মোখনা ক্ষাক্ষস। 11নিম একাম শাহার আউর পাদ্দানু কাঃদার আসান অরোত ঠিকা আল বেদ্দারকি হোওকে আউর দোশরা এসানুম মাল কাঃনা গুটি আসঘী এড়পানুম রাঃকে। 12একাবাকি নিম আঃ এড়পাঘী ভিতরা কোরোর আঃ সামাই আরিন দাওহাল আখতাকে আউর বাঃকে, “নিমহা শালসান্ত মানুক।” 13আঃ এড়পান্তা আলার যদি নিমান দাওহাল আখতানার হলে আর আঃ শালসান্ত ক্ষাক্ষানাঘী লায়েক আল। মুন্দা আর যদি নিমান মাল ইন্জিরনার হলে শালসান্ত নিমহা হেদ্দে কির্রারকি বারুক। 14যদি নেকিম নিমান মাল ইন্জিরোর বা নিমহা কাত্থান মাল মেনোর হলে আঃ এড়পা বা পাদ্দান্তী চালি কালো বাকি আসানুম নিমহা ক্ষেড্ডেন্তা ধুলিন খেত্তেকে। 15এন নিমান মানিম বাঃআ লাগদান, মাহা রায়বাড়ীঘী উল্লানু আঃ পাদ্দান্তা দাশা সদোম আউর ঘোমরা শাহারঘী আলারতিহু ঢের এল্চেনা লেখা মানো।
চেলার খাতরী যীশুসঘী শালহা
(মার্কুশ ৯:৪১; ১৩:৯-১৩; লুকাস ২১:২-৯; ১২-১৭; ১৪:২৬-২৭)
16হুশিয়ার! এরা, নেকড়ে লাকড়াঘী মাঝিনু মেড়হো লেখাম এন নিমান তাইয়া লাগদান। ই খাতরী নেররে লেখা হুশিয়ার আউর পেরোয়া লেখা নারমিয়া মানা। 17মুন্দা আলারতি হুশিয়ার রাঃকে, কারনে আলার রায়বাড়ীন্তা আলার হেদ্দে নিমান ধার্তারকি নিমান সামাজ এড়পানু টেম্পা তারু লোওর। 18এংহা চেলা মান্না খাতরী শাসানদাতা আউর বেলারঘী মুন্দভারে নিমান হোওনা মানো, আঃ সামাই আরঘী হেদ্দে আউর অযিহুদীরঘী হেদ্দে নিম এংহা বারেনু গাওয়াহী চিইয়াগে মোকা ক্ষাক্ষর। 19আলার একাবাকি নিমান ধারারকি হোওর কালোর, আবাকী একাসে বাঃআগে লাগ্গো বা এন্দরা বাঃআগে লাগ্গো, আদিন হোওয়ারকি আম্বা সোচআ, কারনে এন্দরা বাঃআ লাগ্গো আদিন ঠিকা সামাইনু নিমহা বাইনু যোগাবাঃআরকি চিইনা মানো। 20নিমিম যে বাওর আদ মালা, মুন্দা নিমহা ধার্মে বাঙ্গাসঘী বোলতাস নিমহা মাঝিন্তী কাত্থা বাওস। 21ভাইয়োস ভাইয়োসিন আউর তাম্বাস তাংদাসিন পিটনা খাতরী ধার্তোস চিওস। খাদ্দে খার্রার তাংগিয়ো তাম্বারঘী বিড়দোনু ইজোরকি আরিন পিটতোর। 22এংহা নামে খাতরী হোর্মার নিমান ঘিন্না নানোর, মুন্দা মুন্জুরনা গুটি নে থিরারোরকি রাওর, আরিম বাছরোর। 23একাম পাদ্দান্তা আলার একাবাকি নিমহা মাইয়া খিলপাত নানোর, আবাকী নিম দোশরা পাদ্দানু ভোংগারকি কালকে। এন নিমান মানিম বাঃআ লাগদান, ইস্রায়েল রাঃজীঘী হুর্মি শাহার আউর পাদ্দানু নিমহা প্রাচার নালাখ মুন্জুনাঘী আগুম আল খাদ্দেস বারোস। 24গুরুসতি চেলাস কোহা মালা, আউর মালিকেতিহু লাউড়ীস কোহা মালা। 25চেলাস যদি গুরুস লেখা মানা অংগোদাস আউর লাউড়ীস যদি মালিকেস লেখা মানা অংগোদাস, হলেম দাওলে। এড়পান্তা মালিকেসিন একাবাকি আর বেলসবুল#10:25 বেলসবুল বেলসবুল মান্জা শায়তানেসঘী আরু অন্টা নামে। ইস মান্জাস মালদাও বোলতারঘী বেল। বাওর, আবাকী এড়পান্তা দোশরা আলারিন আরু একড়হেম বেলসবুল বাওর।
আলারিন মালা, ধার্মেসিন এল্চা
(লুকাস ১২:২-৭)
26নে নিমান তাপলিক চিইনার আরিন আম্বা এল্চা, কারনে নুড্ডুকা হুর্মিদিম এদনা মানো আউর মাল আখনা হুর্মিন আখতানা মানো। 27উখানু এন এগদান বাচ্কান, এন চাহাদান আদিন নিম বিল্লিনু বাঃআ। আউর এন নিমান এগদান খেব্দানু বাচ্কান, এন চাহাদান আদিন নিম ছাদঘী মাইয়ান্তী গাডরারারকি আখতা। 28নে নিমহা দেহান পিটা অংগোনার, আরিন আম্বা এল্চা, কারনে আর নিমহা বোলতান নাশ নানা পোলনার। মুন্দা নে দেহা আউর বোলতা দু’নোনুম নারাগনু নাশ নানা অংগোদাস, খিলা আসিনুম এল্চা। 29দু’ঠু চোরো ওঁড়া কা অন পায়সানু মাল বিশরি? আন্নুহু নিমহায় বাঙ্গাসঘী হুকুম আম্বারকি আবড়াঘী অন্টাহু খাজ্জেনু মাল খাতরি। 30এন্নে কা, নিমহা কুক্কুন্তা চুটটি গুটঠিহু আসঘী গানেচ্কা রাঃয়ী। 31আদি খাতরী নিম আম্বা এল্চা। কারনে ঢের চোরো ওঁড়ান্তীহু নিম ঢের বাগ্গু দামী।
নিমহা বিশুয়াসঘী বারেনু আলারিন বাঃআ
(লুকাস ১২:৮-৯)
32নেকিম আলারঘী মুন্দভারে এংগান তেংগেরনার, এনহু মের্খান্তা বাঙ্গাসঘী মুন্দভারে আসিন তেংগোরোন। 33মুন্দা নেকিম আলারঘী মুন্দভারে এংগান মাল তেংগেরনার, এনহু মের্খান্তা ধার্মে বাঙ্গাসঘী মুন্দভারে আসিন মাল তেংগোরোন।
যীশুসঘী চেলা মান্না খাতরী নিম বিপাদনু খাতরোর
(লুকাস ১২:৫১-৫৩; ১৪:২৬-২৭)
34ই কাত্থা আম্বকে সোচআ যে এন ধার্তীনু শালসান্ত চিইয়াগে বারেচ্কান, মুন্দা আলারিন আলারঘী বিড়দোনু ইজতাগে বারেচ্কান। 35ই ঘাটনান ঘাটাবাঃগে বারেচ্কান,
“কুক্কোসিন তাম্বাসঘী বিড়দোনু,
কুকোয়ান তাংগিয়োঘী বিড়দোনু আউর
পুতোওয়িন শাইসঘী বিড়দোনু ইজতাগে বারেচ্কান।
36তাংহা পাহিয়ারদিম মানোর অরোত আলারঘী হুর্মিন্তী কোহা মুদাই।#10:36 মীখা ৭:৬।”
37নেকিম এংগানতি তাংহায় তাংগিয়ো তাম্বারিন বাগ্গু দুলার নান্দাস, আস এংহা চেলা মানাগে লায়েক মালদাস। আউর নে তাংহায় কুক্কোসিন বা কুকোয়ান এংগানতি বাগ্গু দুলার নান্দাস, আস এংহা চেলা মানাগে লায়েক মালদাস। 38নেকিম তাংহা ক্রুশান চোওদারকি এংহা ডাহারেনু মাল একনার, আস এংহা চেলা মানাগে লায়েক মালদাস। 39নে তাংহা জীয়ান বাছাবাঃআ বেদ্দাস, আস আদিন এবসোস; মুন্দা নে এংহা খাতরী আসঘী জীয়ান দাড়ে আর্গোস, আস তাংহায় জীয়ান কির্রারকি ক্ষাক্ষস।
নে নিমান ইন্জিরনার ধার্মেস আরিন আশিস নানোস
(মার্কুশ ৯:৪১)
40নেকিম নিমান ইন্জিরনার, আস এংগানুম ইন্জিরদাস। আউর নে এংগান ইন্জিরোস, আস তো নে এংগান তাইয়াস আঃ ধার্মেসিনুম ইন্জিরদাস। 41নেকিম যদি নাবীসিন নাবী বাঃআরকি ইন্জিরদাস, হলে আঃ নাবীস একা পুরুস্কার ক্ষাক্ষস আসহু আঃ পুরুস্কার ক্ষাক্ষস। অরোত ধার্মেপাত্তু আলাসিন যদি নেকিম ধার্মেপাত্তু বাঃআরকি ইন্জিরদাস, হলে ধার্মেপাত্তুস একা পুরুস্কার ক্ষাক্ষস আসহু আঃ পুরুস্কার ক্ষাক্ষস। 42ই সান্নি আলারঘী মাঝিনু নেকানুম যদি এংহা চেলা বাঃআরকি নেকিম খিলা অন গিলাস কিরনা আম্মে চিইনার, এন মানিম বাঃআ লাগদান, আসহু তাংহায় পুরুস্কার ক্ষাক্ষস।
ទើបបានជ្រើសរើសហើយ៖
মাথিয়াস 10: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh