লুকাস 4
4
উর্বা যীশুসিন গুনহানু টিড়আগে শায়তানেসঘী চিহুট
(মাথিয়াস ৪:১-১১; মার্কুশ ১:১২-১৩)
1,2যীশুস নেমহা বোলতানু পুরা মানারকি যার্দান খাড়তিক চালি কেরাস, ইদিঘী খোঃখা নেমহা বোলতাঘী চালাবাঃনানু আস চাল্লিশ উল্লা ধারারকি মরু খুরিনু উপাস নানারকি কুদ্দা লুংগা লাগিয়াস, আঃ সামাইনু শায়তানেস আসিন পারীক্ষানু টিডাগে চিহুট নানা লাগিয়াস। আঃ চাল্লিশ উল্লা যীশুস এন্দরাহু মাল অন্ডাস মোক্ষাস; আঃ উল্লা গুটঠি কাট্টানাঘী খোঃখা আসগে ঢের কিড়া লাগ্গিয়া।
3আবাকী শায়তানেস যীশুসিন বাঃচাস, “নিন যদি ধার্মেসঘী খাদ্দায় হিকদায়, হলে ই পাখনান আসমা মানাগে হুকুম চিইয়া।”
4আঃ সামাই যীশুস শায়তানান বাঃচাস, “নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী, ‘আলার খিলা আসমানুম#4:4 দুশরা বিবারন ৮:৩। মাল উজ্জুনার।’”
5আবাকী শায়তানেস যীশুসিন অন্টা মেচ্ছা আড্ডানু হোচ্চাস কেরাস আউর ধার্তীঘী হুর্মি রাঃজী গুটঠিন সাঠলে এদচাস, 6আউর শায়তানেস বাঃচাস, “ইদা, একা মাহিমা আউর ক্ষেমতা এরা লাগদায়, আঃ হুর্মিন এন নিংগাগে চিওন, কারনে ই হুর্মিন এংগাগে চিইনা মান্জা। এংহায় নেকান পাশিন্দ এন আসগেম আদিন চিইয়া অংগোদান। 7আক্কুন যদি নিন গোড় লাগ্গেদায়কি এংগান নিংহায় উর্বা বাঃআরকি তেংগেরদায় হলে ইবড়া হুর্মিদিম নিংহায় মানো।”
8উত্তারনু যীশুস বাঃচাস, “নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী,
“‘নিন নিংহায় উর্বা ধার্মেসিন গোড় লাগ্গোয়,
খিলা আসঘীদিম সেওয়া নানোয়।’#4:8 দুশরা বিবারন ৬:১৩।”
9ইদিঘী খোঃখা শায়তানেস যীশুসিন জেরুশালেমনু হোচ্চাস কেরাস আউর মান্দিরঘী হুর্মিন্তী মেচ্ছা আড্ডানু আসিন ইজতাচাসকি বাঃচাস, “নিন যদি মানিম ধার্মেসঘী খাদ্দায় হিকদায় হলে ইসতেক ডেগারকি কিইয়া খাতরা, 10কারনে নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী,
‘ধার্মেস তাংহা মের্খাদুতারিন নিংহায় বারেনু হুকুম চিওস;
যেনু আর নিংগান বাছাবাঃনার।
11আর নিংগান ক্ষেক্ষা তারু ঝোকোরকি ধারোর,
যেনু নিংহায় ক্ষেড্ডেনু পাখনাঘী চোট মাল লাগ্গি।’”#4:11 গীতসংহিতা ৯১:১১,১২।
12আবাকী যীশুস শায়তানান বাঃচাস, “নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী, ‘নিন নিংহায় উর্বা ধার্মেসিন পারীক্ষা নানা আম্বকে।’”#4:12 দুশরা বিবারন ৬:১৬।
13আসিন হুর্মি রাকাম লালিচ এদারকি ফান্দেনু টিড়আ পোল্লাসকি শায়তানেস থোরেটা সামাই খাতরী যীশুসঘী হেদ্দেন্তী চালি কেরাস।
নাসারতনু উর্বা যীশুসঘী শিরষা
(মাথিয়াস ৪:১২-১৭; মার্কুশ ১:১৪-১৫)
14ইদিঘী খোঃখা যীশুস নেমহা বোলতাসঘী সাওয়াংনু পুরা মানারকি গালীল রাঃজীনু কির্রিয়াস কেরাস। আসান যীশুসঘী বারেনু আঃ খুরিঘী হুর্মি আড্ডানু ছাড়চা কেরা। 15যীশুস আসান দোশরা দোশরা সামাজ এড়পানু#4:15 সামাজ এড়পা ইদ মান্জা অন্টা এড়পা লেখা, একসান যিহুদীর অন সাংগেম বিন্তী নানাগে কালা লাগিয়ার, আসান নেমহা পুথি পাড়হা লাগিয়ার আউর বিশুয়াসীর খাতরী শিরষা চিইয়া লাগিয়ার আউর ধার্মেসঘী অহমা নানাগে যিহুদীর পারাব খাতরী অনগুসান মান্নার। ঢের বাগ্গু যিহুদীয়ানু সামাজ এড়পা রাঃচা। শিরষা চিইয়াগে আরাম্ভ নান্জাস। আবাকী হোর্মার আসঘী অহমা নানা হেল্লেরার।
16ইদিঘী খোঃখা যীশুস নাসারত পাদ্দানু কেরাস। আসানুম আস কোহা পার্দিকা রাঃচাস। আস তাংহা নিয়াম লেখা খান্নে এখের্না উল্লানু#4:16 খান্নে এখের্না উল্লা ধার্মেস ই ধার্তীন কামচাস ছাটোয়া উল্লানু, সাতোয়া উল্লানু আস খান্নে এখেরাস আউর আঃ উল্লা রাঃচা শানচার, আর ই কারনে সাতোয়া উল্লান যিহুদীর বিশেষ উল্লা বাঃআরকি মানা লাগিয়ার। পাচ্চা পুথি ২:৩, যাত্রা পুথি ২০:৮-১১। সামাজ এড়পানু কেরাস, খোঃখা নেমহা পুথিন পাড়না খাতরী ইজ্জাস। 17আবাকী নাবী যিশাইয়সঘী লিখিচ্কা পুথিন আসঘী ক্ষেক্ষানু চিইনা মান্জা। মুড়িয়াচ্কা উইকা পুথিন খোল্লারকিম আস আঃ আড্ডান ক্ষাক্ষিয়াস এসান লিখিচ্কা রাঃয়ী,
18“এংহায় মাইয়া উর্বাসঘী বোলতাস রাঃদাস,
কারনে আসিম এংগান চাজারকি হোচ্চাস,
যেনু এন গারীবিরঘী হেদ্দে দাও বাচান প্রাচার নান্দান।
আস এংগান জেহেলনু রাচ্কা আলার হেদ্দে বাছেরনাঘী কাত্থা,
আন্ধরার হেদ্দে এরা অংগোনাঘী কাত্থান আখতাগে তাইয়াস।
নেখায় মাইয়া খিলপাত মানা লাগি,
আস আরিন বাছাবাঃগে এংগান তাইয়াস।
19উর্বাস এংগান প্রাচার নানাগে তাইয়াস,
আক্কুন আসঘী দায়া এদনাঘী সামাই মান্জা।#4:19 যিশাইয়স ৬১:১-২।”
20আবাকী আস পাড়নান মুন্জারকি পুথিন মুড়িয়ারকি সাহাড়ানানুসঘী ক্ষেক্ষানু চিইয়ারকি উক্কিয়াস। সামাজ এড়পানু রাচ্কা হোর্মা আলারঘী খান্নে আসঘী মাইয়া খাতরা। 21আবাকী যীশুস আরিন বাঃচাস, “নেমহা পুথিঘী ই কাত্থা ইন্না নিমহা মেন্জেকা সাংগে সাংগেম আদ পুরা মান্জা।”
22হোর্মা আলার আসঘী বারেনু গাওয়াহী চিচ্চার আউর আসঘী বাইনু ই হুর্মি দাওলে দাওলে কাত্থান মেনারকি হায়কাট মান্জার। আর বাঃচার, “ইস কা যোসেফেসঘী খাদ্দেস মালদাস?”
23আঃ সামাই যীশুস আরিন বাঃচাস “ই কাত্থান মানিম নিম এংগান বাওর, ‘ডাক্তার নিংগানুম কড়ে নানা।’ আরু বাওর, ‘কাফারনাহুমনু একা হুর্মি নালাখ নান্নাঘী খিরীন এম মেন্জেকাম আঃ হুর্মিন আক্কুন নিংহা পাদ্দানু নানারকি এদা।’”
24মুন্দা আস আরু বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, একাম নাবীসিন তাংহা পাদ্দান্তা আলার মাল ইন্জিরনার। 25ই কাত্থা মানিম যে, নাবী এলিওসঘী সামাইনু সাড়ে তিন বাছার মের্খান্তী একাম চেপ মাল মান্জা আউর গোট্টা রাঃজীনু বেশ্যেম আকাল মান্জিকি রাঃচা। আবাকী ইস্রায়েল রাঃজীনু ঢের বিধুয়ার রাঃচার। 26মুন্দা এলিওসিন খিলা সিদোন খুরিঘী সারিফত পাদ্দান্তা বিধুয়া হেদ্দে তাইনা মান্জিকি রাঃচা, আদিন আম্বারকি দোশরা একাম বিধুয়া যানানারঘী হেদ্দে মালা। 27আবাকী নাবী ইলিশায়েসঘী সামাইনু ইস্রায়েল রাঃজীনু ঢের আলারঘী কুষ্ঠবেরাম মান্জিকি রাঃচা, মুন্দা আরিন নেখানহু কড়ে নান্না মাল মান্জা, খিলা সিরিয়া রাঃজীন্তা নামানেসিন কড়ে নান্না মান্জিকি রাঃচা।”
28ই কাত্থান মেনারকি সামাজ এড়পান্তা হোর্মা আলার রাঘারারকি চিচ্চি লেখা মানারকি কেরকা রাঃচার। 29আবাকী আর ইজারকি যীশুসিন পাদ্দাঘী বাহিরি তুক্কারকি হোচ্চার কেরার, আউর আসিন কিইয়া লেভেরনা খাতরী আরঘী পাদ্দাটা একা পার্তাঘী মাইয়া রাঃচা আঃ পার্তাঘী ধাসড়েনু হোচ্চার কেরার। 30মুন্দা আস আঃ আলারঘী মাঝিন্তীম একারকি চালি কেরাস।
যীশুস অরোত মালদাও বোলতা ক্ষাক্ষিকা আলাসিন কড়ে নান্জাস
(মার্কুশ ১:২১-২৮)
31খোঃখা যীশুস গালীলতা কাফারনাহুম#4:31 কাফারনাহুম কাফারনাহুম শাহারটা গালীলঘী হ্রদঘী উত্তার পাছিমে তারা রাঃচা। নাসারতঘী উত্তার পুরুব তারা হারদাম ৪০ মাইল। সামুদার সীমানা হারদাম ৩৬৫ মিটার গেচ্ছা নাসারত রাঃচা। ফির সামুদার সিমানাঘী ২০৯ মাইল খোঃখা কাফারনাহুম। ইরঘী মাঝিনু ফারাক হারদাম ৫৭০ মাইল। শাহারনু কেরাস আউর খান্নে এখের্না উল্লানু আসান আলারিন শিরষা চিচ্চাস। 32আলার আসঘী শিরষানু হায়কাট মান্জার, কারনে আস ক্ষেমতানু পুরা আলার লেখা কাত্থা বাঃআ লাগিয়াস।
33আঃ সামাই সামাজ এড়পানু এন্নে অরোত আলাস রাঃচাস, নেকান মালদাও বোলতা ধার্চিকি রাঃচা। আস গাডরারারকি বাঃআ হেল্লেরাস, 34“এ নাসারত পাদ্দান্তা যীশু, এমহা সাংগে নিংহায় এন্দরা দারকার? নিন কা এমান নাশ নানাগে বারেচ্কায়? এন আখদান নিন নে; নিনিম তো ধার্মেসঘী আঃ নেমহা আলায়।”
35যীশুস আঃ মালদাও বোলতান ধাম্কাচাসকি বাঃচাস, “ছাছেম রাঃআ, আউর ই আলাসঘী মাঝিন্তী উর্খারকি কালা।” আঃ মালদাও বোলতা আবাকী আলাসিন হোর্মারঘী মাঝিনু পাখড়াচাসকি লেভড়িয়াস আউর আসঘী একাম ক্ষতি মাল নানারকি আসঘী মাঝিন্তী উর্খিয়াস কেরাস। 36এন্নেনু হোর্মার হায়কাট মানারকি তামহায় মাঝিনু কাছনাখরা লাগিয়ার, “ইদ একাসে কাত্থা! আধিকার আউর ক্ষেমতা হোওয়ারকি আস মালদাও বোলতারিন হুকুম চিইদাস আউর আর উর্খারকি কাঃনার!” 37আঃ খুরিন্তা হুর্মি আড্ডানু যীশুসঘী বারেনু ছাড়চা কেরা।
যীশুস ঢের বেরামিরিন কড়ে নান্জাস
(মাথিয়াস ৮:১৪-১৭; মার্কুশ ১:২৯-৩৯)
38ইদিঘী খোঃখা যীশুস সামাজ এড়পান আম্বারকি শিমোনেসঘী এড়পানু কেরাস। শিমোনেসঘী তাং শাইসঘী ঢের নাড়ি মান্জিকি রাঃচা। আদিন কড়ে নান্না খাতরী যীশুসিন গোহরারাস। 39আবাকী যীশুস শিমোনেসঘী তাং শাইসঘী পান্জরানু ইজ্জাসকি নাড়িন ধাম্কাচাস। এন্নেনু আদিঘী নাড়ি আম্বিয়া কেরা, আউর আবাকীম আদ চোওয়ারকি আরঘী অন্না মোখনান সাপড়া হেল্লেরা।
40বিইড়ী মুনখুনা কাঃনা সাংগে সাংগেম আলার হোর্মা বেরামিরিন যীশুস হেদ্দে অন্দরারকি বার্চার। আর ঢের রাকাম বেরামনু ভোগআ লাগিয়ার। আবাকী যীশুস হোর্মারঘী দেহানু ক্ষেক্ষা চিইয়ারকি আরিন কড়ে নান্জাস। 41আবাকী মালদাও বোলতা ক্ষাক্ষিকা আলারঘী মাঝিন্তী মালদাও বোলতাহু উর্খারকি কেরা। আঃ মালদাও বোলতা গুটঠি গাডরারারকি বাঃচা, “নিনিম ধার্মেসঘী খাদ্দায়।” আস যে খ্রীস্তাস, আদিন আর আঃখা লাগিয়ার। ইদি খাতরী আস ধাম্কাচাসকি আরঘী বাইআন মুচ্চিয়াস চিচ্চাস।
42যীশুস ভিনসারেম আঃ আড্ডান আম্বারকি অন্টা সামশুম আড্ডানু চালি কেরাস। আসতা আলার আসিন বেদ্দেতে বেদ্দেতে আসঘী হেদ্দে কেরার আউর যাতে আস আরিন আম্বারকি মাল কাঃদাস আঃ খাতরীম আসিন তামহায় হেদ্দে ধারারকি উইয়াগে চিহুট নান্জার। 43মুন্দা যীশুস আরিন বাঃচাস, “আরু ঢের আড্ডানু এংগান ধার্মেসঘী রাঃজীন্তা দাও বাচান প্রাচার নানাগে লাগ্গো, কারনে ইদি খাতরীম ধার্মেস এংগান তাইয়াস।” 44খোঃখা আস যিহুদীয়া প্রাদেশতা দোশরা দোশরা সামাজ এড়পানু প্রাচার নানতে রাঃচাস।
ទើបបានជ្រើសរើសហើយ៖
লুকাস 4: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh
লুকাস 4
4
উর্বা যীশুসিন গুনহানু টিড়আগে শায়তানেসঘী চিহুট
(মাথিয়াস ৪:১-১১; মার্কুশ ১:১২-১৩)
1,2যীশুস নেমহা বোলতানু পুরা মানারকি যার্দান খাড়তিক চালি কেরাস, ইদিঘী খোঃখা নেমহা বোলতাঘী চালাবাঃনানু আস চাল্লিশ উল্লা ধারারকি মরু খুরিনু উপাস নানারকি কুদ্দা লুংগা লাগিয়াস, আঃ সামাইনু শায়তানেস আসিন পারীক্ষানু টিডাগে চিহুট নানা লাগিয়াস। আঃ চাল্লিশ উল্লা যীশুস এন্দরাহু মাল অন্ডাস মোক্ষাস; আঃ উল্লা গুটঠি কাট্টানাঘী খোঃখা আসগে ঢের কিড়া লাগ্গিয়া।
3আবাকী শায়তানেস যীশুসিন বাঃচাস, “নিন যদি ধার্মেসঘী খাদ্দায় হিকদায়, হলে ই পাখনান আসমা মানাগে হুকুম চিইয়া।”
4আঃ সামাই যীশুস শায়তানান বাঃচাস, “নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী, ‘আলার খিলা আসমানুম#4:4 দুশরা বিবারন ৮:৩। মাল উজ্জুনার।’”
5আবাকী শায়তানেস যীশুসিন অন্টা মেচ্ছা আড্ডানু হোচ্চাস কেরাস আউর ধার্তীঘী হুর্মি রাঃজী গুটঠিন সাঠলে এদচাস, 6আউর শায়তানেস বাঃচাস, “ইদা, একা মাহিমা আউর ক্ষেমতা এরা লাগদায়, আঃ হুর্মিন এন নিংগাগে চিওন, কারনে ই হুর্মিন এংগাগে চিইনা মান্জা। এংহায় নেকান পাশিন্দ এন আসগেম আদিন চিইয়া অংগোদান। 7আক্কুন যদি নিন গোড় লাগ্গেদায়কি এংগান নিংহায় উর্বা বাঃআরকি তেংগেরদায় হলে ইবড়া হুর্মিদিম নিংহায় মানো।”
8উত্তারনু যীশুস বাঃচাস, “নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী,
“‘নিন নিংহায় উর্বা ধার্মেসিন গোড় লাগ্গোয়,
খিলা আসঘীদিম সেওয়া নানোয়।’#4:8 দুশরা বিবারন ৬:১৩।”
9ইদিঘী খোঃখা শায়তানেস যীশুসিন জেরুশালেমনু হোচ্চাস কেরাস আউর মান্দিরঘী হুর্মিন্তী মেচ্ছা আড্ডানু আসিন ইজতাচাসকি বাঃচাস, “নিন যদি মানিম ধার্মেসঘী খাদ্দায় হিকদায় হলে ইসতেক ডেগারকি কিইয়া খাতরা, 10কারনে নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী,
‘ধার্মেস তাংহা মের্খাদুতারিন নিংহায় বারেনু হুকুম চিওস;
যেনু আর নিংগান বাছাবাঃনার।
11আর নিংগান ক্ষেক্ষা তারু ঝোকোরকি ধারোর,
যেনু নিংহায় ক্ষেড্ডেনু পাখনাঘী চোট মাল লাগ্গি।’”#4:11 গীতসংহিতা ৯১:১১,১২।
12আবাকী যীশুস শায়তানান বাঃচাস, “নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী, ‘নিন নিংহায় উর্বা ধার্মেসিন পারীক্ষা নানা আম্বকে।’”#4:12 দুশরা বিবারন ৬:১৬।
13আসিন হুর্মি রাকাম লালিচ এদারকি ফান্দেনু টিড়আ পোল্লাসকি শায়তানেস থোরেটা সামাই খাতরী যীশুসঘী হেদ্দেন্তী চালি কেরাস।
নাসারতনু উর্বা যীশুসঘী শিরষা
(মাথিয়াস ৪:১২-১৭; মার্কুশ ১:১৪-১৫)
14ইদিঘী খোঃখা যীশুস নেমহা বোলতাসঘী সাওয়াংনু পুরা মানারকি গালীল রাঃজীনু কির্রিয়াস কেরাস। আসান যীশুসঘী বারেনু আঃ খুরিঘী হুর্মি আড্ডানু ছাড়চা কেরা। 15যীশুস আসান দোশরা দোশরা সামাজ এড়পানু#4:15 সামাজ এড়পা ইদ মান্জা অন্টা এড়পা লেখা, একসান যিহুদীর অন সাংগেম বিন্তী নানাগে কালা লাগিয়ার, আসান নেমহা পুথি পাড়হা লাগিয়ার আউর বিশুয়াসীর খাতরী শিরষা চিইয়া লাগিয়ার আউর ধার্মেসঘী অহমা নানাগে যিহুদীর পারাব খাতরী অনগুসান মান্নার। ঢের বাগ্গু যিহুদীয়ানু সামাজ এড়পা রাঃচা। শিরষা চিইয়াগে আরাম্ভ নান্জাস। আবাকী হোর্মার আসঘী অহমা নানা হেল্লেরার।
16ইদিঘী খোঃখা যীশুস নাসারত পাদ্দানু কেরাস। আসানুম আস কোহা পার্দিকা রাঃচাস। আস তাংহা নিয়াম লেখা খান্নে এখের্না উল্লানু#4:16 খান্নে এখের্না উল্লা ধার্মেস ই ধার্তীন কামচাস ছাটোয়া উল্লানু, সাতোয়া উল্লানু আস খান্নে এখেরাস আউর আঃ উল্লা রাঃচা শানচার, আর ই কারনে সাতোয়া উল্লান যিহুদীর বিশেষ উল্লা বাঃআরকি মানা লাগিয়ার। পাচ্চা পুথি ২:৩, যাত্রা পুথি ২০:৮-১১। সামাজ এড়পানু কেরাস, খোঃখা নেমহা পুথিন পাড়না খাতরী ইজ্জাস। 17আবাকী নাবী যিশাইয়সঘী লিখিচ্কা পুথিন আসঘী ক্ষেক্ষানু চিইনা মান্জা। মুড়িয়াচ্কা উইকা পুথিন খোল্লারকিম আস আঃ আড্ডান ক্ষাক্ষিয়াস এসান লিখিচ্কা রাঃয়ী,
18“এংহায় মাইয়া উর্বাসঘী বোলতাস রাঃদাস,
কারনে আসিম এংগান চাজারকি হোচ্চাস,
যেনু এন গারীবিরঘী হেদ্দে দাও বাচান প্রাচার নান্দান।
আস এংগান জেহেলনু রাচ্কা আলার হেদ্দে বাছেরনাঘী কাত্থা,
আন্ধরার হেদ্দে এরা অংগোনাঘী কাত্থান আখতাগে তাইয়াস।
নেখায় মাইয়া খিলপাত মানা লাগি,
আস আরিন বাছাবাঃগে এংগান তাইয়াস।
19উর্বাস এংগান প্রাচার নানাগে তাইয়াস,
আক্কুন আসঘী দায়া এদনাঘী সামাই মান্জা।#4:19 যিশাইয়স ৬১:১-২।”
20আবাকী আস পাড়নান মুন্জারকি পুথিন মুড়িয়ারকি সাহাড়ানানুসঘী ক্ষেক্ষানু চিইয়ারকি উক্কিয়াস। সামাজ এড়পানু রাচ্কা হোর্মা আলারঘী খান্নে আসঘী মাইয়া খাতরা। 21আবাকী যীশুস আরিন বাঃচাস, “নেমহা পুথিঘী ই কাত্থা ইন্না নিমহা মেন্জেকা সাংগে সাংগেম আদ পুরা মান্জা।”
22হোর্মা আলার আসঘী বারেনু গাওয়াহী চিচ্চার আউর আসঘী বাইনু ই হুর্মি দাওলে দাওলে কাত্থান মেনারকি হায়কাট মান্জার। আর বাঃচার, “ইস কা যোসেফেসঘী খাদ্দেস মালদাস?”
23আঃ সামাই যীশুস আরিন বাঃচাস “ই কাত্থান মানিম নিম এংগান বাওর, ‘ডাক্তার নিংগানুম কড়ে নানা।’ আরু বাওর, ‘কাফারনাহুমনু একা হুর্মি নালাখ নান্নাঘী খিরীন এম মেন্জেকাম আঃ হুর্মিন আক্কুন নিংহা পাদ্দানু নানারকি এদা।’”
24মুন্দা আস আরু বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, একাম নাবীসিন তাংহা পাদ্দান্তা আলার মাল ইন্জিরনার। 25ই কাত্থা মানিম যে, নাবী এলিওসঘী সামাইনু সাড়ে তিন বাছার মের্খান্তী একাম চেপ মাল মান্জা আউর গোট্টা রাঃজীনু বেশ্যেম আকাল মান্জিকি রাঃচা। আবাকী ইস্রায়েল রাঃজীনু ঢের বিধুয়ার রাঃচার। 26মুন্দা এলিওসিন খিলা সিদোন খুরিঘী সারিফত পাদ্দান্তা বিধুয়া হেদ্দে তাইনা মান্জিকি রাঃচা, আদিন আম্বারকি দোশরা একাম বিধুয়া যানানারঘী হেদ্দে মালা। 27আবাকী নাবী ইলিশায়েসঘী সামাইনু ইস্রায়েল রাঃজীনু ঢের আলারঘী কুষ্ঠবেরাম মান্জিকি রাঃচা, মুন্দা আরিন নেখানহু কড়ে নান্না মাল মান্জা, খিলা সিরিয়া রাঃজীন্তা নামানেসিন কড়ে নান্না মান্জিকি রাঃচা।”
28ই কাত্থান মেনারকি সামাজ এড়পান্তা হোর্মা আলার রাঘারারকি চিচ্চি লেখা মানারকি কেরকা রাঃচার। 29আবাকী আর ইজারকি যীশুসিন পাদ্দাঘী বাহিরি তুক্কারকি হোচ্চার কেরার, আউর আসিন কিইয়া লেভেরনা খাতরী আরঘী পাদ্দাটা একা পার্তাঘী মাইয়া রাঃচা আঃ পার্তাঘী ধাসড়েনু হোচ্চার কেরার। 30মুন্দা আস আঃ আলারঘী মাঝিন্তীম একারকি চালি কেরাস।
যীশুস অরোত মালদাও বোলতা ক্ষাক্ষিকা আলাসিন কড়ে নান্জাস
(মার্কুশ ১:২১-২৮)
31খোঃখা যীশুস গালীলতা কাফারনাহুম#4:31 কাফারনাহুম কাফারনাহুম শাহারটা গালীলঘী হ্রদঘী উত্তার পাছিমে তারা রাঃচা। নাসারতঘী উত্তার পুরুব তারা হারদাম ৪০ মাইল। সামুদার সীমানা হারদাম ৩৬৫ মিটার গেচ্ছা নাসারত রাঃচা। ফির সামুদার সিমানাঘী ২০৯ মাইল খোঃখা কাফারনাহুম। ইরঘী মাঝিনু ফারাক হারদাম ৫৭০ মাইল। শাহারনু কেরাস আউর খান্নে এখের্না উল্লানু আসান আলারিন শিরষা চিচ্চাস। 32আলার আসঘী শিরষানু হায়কাট মান্জার, কারনে আস ক্ষেমতানু পুরা আলার লেখা কাত্থা বাঃআ লাগিয়াস।
33আঃ সামাই সামাজ এড়পানু এন্নে অরোত আলাস রাঃচাস, নেকান মালদাও বোলতা ধার্চিকি রাঃচা। আস গাডরারারকি বাঃআ হেল্লেরাস, 34“এ নাসারত পাদ্দান্তা যীশু, এমহা সাংগে নিংহায় এন্দরা দারকার? নিন কা এমান নাশ নানাগে বারেচ্কায়? এন আখদান নিন নে; নিনিম তো ধার্মেসঘী আঃ নেমহা আলায়।”
35যীশুস আঃ মালদাও বোলতান ধাম্কাচাসকি বাঃচাস, “ছাছেম রাঃআ, আউর ই আলাসঘী মাঝিন্তী উর্খারকি কালা।” আঃ মালদাও বোলতা আবাকী আলাসিন হোর্মারঘী মাঝিনু পাখড়াচাসকি লেভড়িয়াস আউর আসঘী একাম ক্ষতি মাল নানারকি আসঘী মাঝিন্তী উর্খিয়াস কেরাস। 36এন্নেনু হোর্মার হায়কাট মানারকি তামহায় মাঝিনু কাছনাখরা লাগিয়ার, “ইদ একাসে কাত্থা! আধিকার আউর ক্ষেমতা হোওয়ারকি আস মালদাও বোলতারিন হুকুম চিইদাস আউর আর উর্খারকি কাঃনার!” 37আঃ খুরিন্তা হুর্মি আড্ডানু যীশুসঘী বারেনু ছাড়চা কেরা।
যীশুস ঢের বেরামিরিন কড়ে নান্জাস
(মাথিয়াস ৮:১৪-১৭; মার্কুশ ১:২৯-৩৯)
38ইদিঘী খোঃখা যীশুস সামাজ এড়পান আম্বারকি শিমোনেসঘী এড়পানু কেরাস। শিমোনেসঘী তাং শাইসঘী ঢের নাড়ি মান্জিকি রাঃচা। আদিন কড়ে নান্না খাতরী যীশুসিন গোহরারাস। 39আবাকী যীশুস শিমোনেসঘী তাং শাইসঘী পান্জরানু ইজ্জাসকি নাড়িন ধাম্কাচাস। এন্নেনু আদিঘী নাড়ি আম্বিয়া কেরা, আউর আবাকীম আদ চোওয়ারকি আরঘী অন্না মোখনান সাপড়া হেল্লেরা।
40বিইড়ী মুনখুনা কাঃনা সাংগে সাংগেম আলার হোর্মা বেরামিরিন যীশুস হেদ্দে অন্দরারকি বার্চার। আর ঢের রাকাম বেরামনু ভোগআ লাগিয়ার। আবাকী যীশুস হোর্মারঘী দেহানু ক্ষেক্ষা চিইয়ারকি আরিন কড়ে নান্জাস। 41আবাকী মালদাও বোলতা ক্ষাক্ষিকা আলারঘী মাঝিন্তী মালদাও বোলতাহু উর্খারকি কেরা। আঃ মালদাও বোলতা গুটঠি গাডরারারকি বাঃচা, “নিনিম ধার্মেসঘী খাদ্দায়।” আস যে খ্রীস্তাস, আদিন আর আঃখা লাগিয়ার। ইদি খাতরী আস ধাম্কাচাসকি আরঘী বাইআন মুচ্চিয়াস চিচ্চাস।
42যীশুস ভিনসারেম আঃ আড্ডান আম্বারকি অন্টা সামশুম আড্ডানু চালি কেরাস। আসতা আলার আসিন বেদ্দেতে বেদ্দেতে আসঘী হেদ্দে কেরার আউর যাতে আস আরিন আম্বারকি মাল কাঃদাস আঃ খাতরীম আসিন তামহায় হেদ্দে ধারারকি উইয়াগে চিহুট নান্জার। 43মুন্দা যীশুস আরিন বাঃচাস, “আরু ঢের আড্ডানু এংগান ধার্মেসঘী রাঃজীন্তা দাও বাচান প্রাচার নানাগে লাগ্গো, কারনে ইদি খাতরীম ধার্মেস এংগান তাইয়াস।” 44খোঃখা আস যিহুদীয়া প্রাদেশতা দোশরা দোশরা সামাজ এড়পানু প্রাচার নানতে রাঃচাস।
ទើបបានជ្រើសរើសហើយ៖
:
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh