লুকাস 3
3
আসনানদাতা যোহানেসঘী প্রাচার
(মাথিয়াস ৩:১-১২; মার্কুশ ১:১-৮; যোহান ১:১৯-২৮)
1রোম সম্রাট তিবিরিয়া কইসোরেসঘী রাঃজী নান্নাঘী পনেরো বাছারঘী সামাইনু, যিহুদীয়া প্রাদেশতা কোহা শাসানদাতাস রাঃচাস পোন্তীয় পিলাতেস। আবাকী হেরোদেস গালীল রাঃজীন আউর আসঘী সৎ ভাইয়াস ফিলিপেস যিতুরিয়া রাঃজীন্তা আউর ত্রাখোনিতিয়ান শাসান নানা লাগিয়ার। লুসানিয়াস রাঃচাস অবিলীনীয়েন্তা শাসানদাতাস, 2আউর যিহুদীরঘী মাহা নায়গা রাঃচাস হানোন আউর কায়ফা। ঠিকা আঃ সামাইনু ধার্মেস মরু খুরিনু সখরিয়সঘী খাদ্দে যোহানেস হেদ্দে তাংহা বাচান আখতাচাস। 3আবাকী যোহানেস যার্দান খাড়ঘী চারিয়ো পাক্ষে হুর্মি আড্ডানু কালারকি প্রাচার নানা লাগিয়াস, যেনু আলার গুনহাঘী ছেমা ক্ষাক্ষানা খাতরী গুনহান্তী কায়া কির্তানারকি আসনান ইন্জিরনার। 4নাবী যিশাইয়সঘী পুথিনু একাসে লিখিচ্কা রাঃয়ী, ঠিকা আঃ লেখাম ই হুর্মি মান্জা। লিখিচ্কা রাঃয়ী,
“মরু খুরিনু অর্তোস গাডরারারকি আখতা লাগদাস,
‘নিম উর্বাসঘী বার্না ডাহারেন সাপড়া,
আসঘী বার্না ডাহারেন সোজহা নানা।
5হুর্মি কিতলান নিন্দিনা মানো, হুর্মি টোংকা টোড়ান সামান নান্না মানো। টেরহো বেংকো ডাহারেন সোজহা কামনা মানো, বেগার সামান ডাহারেন সামান নান্না মানো।
6আলারিন গুনহান্তী বাছাবাঃনা খাতরী ধার্মেস একা ডাহারে কামচাস, হোর্মা আলার আদিন এরা অংগোর।#3:6 যিশাইয় ৪০:৩-৫।’”
7আবাকী আসনানদাতা যোহানেস হেদ্দে আসনান ইন্জিরনা খাতরী ঢের আলার বারা হেল্লেরার। আবাকী যোহানেস আরিন বাঃচাস, “নেররেঘী গুষ্ঠিন্তা আলারো! ধার্মেসঘী একা দান্ডে এত্তারকি বারা লাগি, আদিন্তী ভোংগারকি কালাগে ই লুর নিমাগে নে চিচ্চা? 8নিম যে গুনহান্তী কায়া কির্তাচ্কার, আদিঘী দাও খান্জপা নিমহা জীয়ানু এদা। তাংগা তিংগা কায়ানু মাল সোচআ যে, নিম আব্রাহামেসঘী গুষ্ঠিন্তা আল। এন নিমান বাঃআ লাগদান, ই পাখনা গুটঠিন্তীহু ধার্মেস আব্রাহামেসঘী গুষ্ঠিন কামআ অংগোদাস। 9মান্নেঘী মুলিনু টোংগে লাগাবাচ্কাম রাঃয়ী। একা মান্নেনু দাও খান্জপা মাল খান্জি, আদিন খান্ডারকি চিচ্চিনু লেভেরনা চিইনা মানো।”
10আবাকী আলার যোহানেসিন মেন্জার, “আদি হলে এম এন্দরা নানোম?”
11উত্তারনু যোহানেস আরিন বাঃচাস, “যদি নেখাদিম দু’ঠু ঝুলা রাঃয়ী হলে নেখায় মাল্লা আস আসগে অন্টা চিউুক। নেখায় অন্না মোখনা রাঃয়ী আসহু আন্নেম নানুক।” 12কায়েক’ঝান খাজনা চোওদুর আসনান ইন্জিরনা খাতরী বার্চারকি যোহানেসিন বাঃচার, “গুরু, এম এন্দরা নানোম?”
13আস আরিন বাঃচাস, “নিয়ামনু এগদা রাঃয়ী আদিঘী বাগ্গে হোওয়া আম্বকে।”
14ফির কায়েক’ঝান তেলেংগার আসিন মেন্জার, “আউর এম এন্দরা নানোম?” আস আঃ তেলেংগারিন বাঃচাস, “জুলুম নানারকি বা ঝুট দোশ এদারকি নেখায়হু হেদ্দেন্তী এন্দরাহু আম্বকে হোওয়া আউর নিমহা মাহিনানুম খুশমারকে।”
15আলার ঢেরিম আশরা নানারকি কায়া কায়ানু সোচআ লাগিয়ার মানা অংগি যোহানেসদিম খ্রীস্তাস। 16আঃ সামাই যোহানেস আরিন হোর্মারিন বাঃচাস, “এন নিমান আম্মেনু আসনান চিইয়া লাগদান, মুন্দা নে এংগান্তী সাওয়াংগিয়া আস বারা লাগদাস। এন আসঘী নাগরাঘী ফিতান খোল্লোনাঘী লায়েক মালদান। আস নেমহা বোলতাস আউর চিচ্চিনু নিমান আসনান চিওস। 17আসঘী ক্ষেক্ষানুম কেতের রাঃয়ী; আস তাংহা খান্জপা নাবনা আড্ডান পারিস্কার নানোস আউর খান্জপান ডোলনু খোড়োস, মুন্দা একাবাকিহু মাল তিভরী আন্নে চিচ্চিনু আস কুড়ডোন অল্দোস চিওস।”
18যোহানেস তাংহা শালহাঘী মাঝিন্তী আলারঘী কায়ানু আরু ঢের বাগ্গে উতসাহান জাগাবাঃআরকি ধার্মেসঘী চিচ্চিকা দাও বাচান প্রাচার নান্জাস। 19শাসানদাতা হেরোদেসঘী তাং ভাইয়োসঘী যানানা হেরোদিয়া সাংগে হেরোদেসঘী সাম্মান্ধ রাঃচা আউর আসঘী আরু ঢের মালদাও নালাখ খাতরী যোহানেস আসিন দুশকা রাঃচাস। 20খানেম হেরোদেস যোহানেসিন ধারারকি জেহেলনু চিচ্চাস। এন্নেনু আসঘী দোশরা হুর্মি মালদাও নালাখঘী সাংগে ই মালদাও নালাখহু অনগুসান মান্জা।
উর্বা যীশুস আসনান হোচ্চাস
(মাথিয়াস ৩:১৩-১৭; মার্কুশ ১:৯-১১)
21নে যোহানেস হেদ্দে আসনান হোওয়াগে বারেচ্কা রাঃচার আরঘী সাংগে যীশুসহু আসনান হোচ্চাস। আসনানঘী খোঃখা যীশুস একাবাকি বিন্তী নানা লাগিয়াস আবাকী মের্খা খোল্লোরা কেরা। 22আঃ সামাই নেমহা বোলতা পেরোয়াঘী রুপেনু আসঘী মাইয়া এত্তারকি বার্চা, আউর মের্খান্তী ই কাত্থা মেন্দরা, “নিনিম এংহায় চোনহা খাদ্দে, নিংহা মাইয়া এন ঢের খুশমারকান।”
উর্বা যীশুসঘী গুষ্ঠিঘী তালিকা
(মাথিয়াস ১:১-১৭)
23যীশুস হারদাম তিরিশ বাছার উমারনু তাংহা নালাখ আরাম্ভ নান্জাস। আলার ইয়াদ নানা লাগিয়ার আস যোসেফেসঘী খাদ্দেস। যোসেফেস হেলিসঘী খাদ্দেস; 24হেলিস মত্ততেসঘী খাদ্দেস, মত্ততেস লেবিসঘী খাদ্দেস, লেবিস মল্কিসঘী খাদ্দেস, মল্কিস যান্নায়েসঘী খাদ্দেস, যান্নায়েস যোসেফেসঘী খাদ্দেস; 25যোসেফেস মত্তথিয়সঘী খাদ্দেস, মত্তথিয়স আমোসেসঘী খাদ্দেস, আমোসেস নাহুমেসঘী খাদ্দেস, নাহুমেস ইসলিয়সঘী খাদ্দেস, ইসলিয়স নগিসঘী খাদ্দেস; 26নগিস মাটেসঘী খাদ্দেস, মাটেস মত্তথিয়সঘী খাদ্দেস, মত্তথিয়স শিমিয়িরেসঘী খাদ্দে, শিমিয়িসেস যোসেখেসঘী খাদ্দেস, যোসেখেস যুদাসঘী খাদ্দেস; 27যুদাস যোহানাসঘী খাদ্দেস, যোহানাস রিসাসঘী খাদ্দেস, রিসাস সরুব্বাবিলেরেসঘী খাদ্দেস, সরুব্বাবিলেস শলটিয়েসঘী খাদ্দেস, শলটিয়েস নেরিরেসঘী খাদ্দেস; 28নেরিস মল্কিসঘী খাদ্দেস, মল্কিস আদ্দিসঘী খাদ্দেস, আদ্দিস কোসমেসঘী খাদ্দেস, কোসমেস ইলমাদমেসঘী খাদ্দেস, ইলমাদমেস এরসঘী খাদ্দেস; 29এরস যোশুয়াসঘী খাদ্দেস, যোশুয়াস ইলিজারেসঘী খাদ্দেস, ইলিজারেস যোরিমেসঘী খাদ্দেস, যোরিমেস মত্ততেসঘী খাদ্দেস, মত্ততেস লেবিসঘী খাদ্দেস, 30লেবি শিমিয়োনেসঘী খাদ্দেস, শিমিয়োনেস যুদাসঘী খাদ্দেস, যুদাস যোসেফেসঘী খাদ্দেস, যোসেফেস যোনমেসঘী খাদ্দেস, যোনমেস ইলিয়াকিমেসঘী খাদ্দেস; 31ইলিয়াকিমেস মিলেয়াসঘী খাদ্দেস, মিলেয়াস মিন্নাসঘী খাদ্দেস, মিন্নাস মত্তথেসঘী খাদ্দেস; মত্তথেস নাথানেসঘী খাদ্দেস, নাথানেস দাউদেসঘী খাদ্দেস, 32দাউদেস যিশয়সঘী খাদ্দেস, যিশয়স ওবেদেসঘী খাদ্দেস, ওবেদেস বোয়াসেসঘী খাদ্দেস, বোয়াসেস সালমনেসঘী খাদ্দেস, সালমনেস নহশোনেসঘী খাদ্দেস; 33নহশোনেস অম্মিনাদবেসঘী খাদ্দেস, অম্মিনাদবেস অদমানেসঘী খাদ্দেস, অদমানেস অর্নিসঘী খাদ্দেস, অর্নিস হিসরোনেসঘী খাদ্দেস, হিসরোনেস পেরসেসঘী খাদ্দেস, পেরসেস যিহুদাসঘী খাদ্দেস; 34যিহুদাস যাকোবেসঘী খাদ্দেস, যাকোবেস ইসাহাকেসঘী খাদ্দেস, ইসাহাকেস আব্রাহামেসঘী খাদ্দেস, আব্রাহামেস তেরহেসঘী খাদ্দেস, তেরহেস নাহরেসঘী খাদ্দেস; 35নাহরেস সরুগেসঘী খাদ্দেস, সরুগেস রিয়ুসেসঘী খাদ্দেস, রিয়ুস পেলগেসঘী খাদ্দেস, পেলগেস এবরেসঘী খাদ্দেস, এবরেস শেলহেসঘী খাদ্দেস; 36শেলহেস কইনোনেসঘী খাদ্দেস, কইনোনেস অর্ফকসদেসঘী খাদ্দেস, অর্ফকসদ শেমেসঘী খাদ্দেস, শেমেস নুহাসেসঘী খাদ্দেস, নুহাস লেমকেসঘী খাদ্দেস; 37লেমকেস মথুশেলেসঘী খাদ্দেস, মথুশেলেস হনোকেসঘী খাদ্দেস, হনোকেস যেরদেসঘী খাদ্দেস, যেরদেস মহললেলেসঘী খাদ্দেস, মহললেলেস কইনোনেসঘী খাদ্দেস; 38কইনোনেস ইনোসেসঘী খাদ্দেস, ইনোসেস শেথেসঘী খাদ্দেস, শেথস আদমেসঘী খাদ্দেস, আদমেস ধার্মেসঘী খাদ্দেস।
ទើបបានជ្រើសរើសហើយ៖
লুকাস 3: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh