লুকাস 20
20
কায়েক’ঝান ধারাম মাহাতোর যীশুসিন সাওয়াল নান্জার
(মাথিয়াস ২১:২৩-২৭; মার্কুশ ১১:২৭-৩৩)
1অন্দুল যীশুস মান্দিরনু আলারিন শিরষা চিইয়া লাগিয়াস আউর ধার্মেসঘী কাত্থাঘী দাও বাচানান প্রাচার নান্না লাগিয়াস, ঠিকা আঃ সামাই প্রাধান নায়গার, ধারাম গুরুর আউর পাচকি মাহাতোর অন সাংগে জুমুরারকি আসঘী হেদ্দে বার্চার। 2আউর আর আসিন বাঃচার, “নিন এমান বাঃআ, একা আধিকারনু নিন ই হুর্মি নান্না লাগদায়, নে নিংগান ই আধিকার চিচ্চাস?”
3উত্তারনু যীশুস আরিন বাঃচাস, “পাহিলা এন নিমান অন্টা সাওয়াল নানোন। আদিন এংগান বাঃআ, 4‘আসনানদাতা যোহানেস আলারিন আসনান চিইনাঘী আধিকার মের্খান্তী ক্ষাক্ষিয়াস নাকা আলারঘী হেদ্দেন্তী?’”
5আবাকী আর তামহা মাঝিনু ই বারেনু কাছনাখরা লাগনার, “নাম এন্দরা উত্তার চিওত? যদি নাম বাঃদাদ, ‘মের্খান্তী’ হলে যীশুস বাওস, ‘হলে নিম আসিন এন্দেরগে বিশুয়াস মাল নান্জেকার?’ 6মুন্দা যদি নাম বাঃদাদ, ‘আলারঘী হেদ্দেন্তী,’ হলে মানিম হুর্মি আলার নামান পাখনা লেব্দারকি লোওর, এগুটি নাম মাল খেএদাত, কারনে আর যোহানেসিন অরোত নাবী বাঃআরকিম বিশুয়াস নান্নার।” 7ই খাতরী আর বাঃচার, “এম মাল আখদাম, নে আঃ আধিকার চিচ্চা।” 8যীশুস আরিন বাঃচাস, “হলে ঠিকেম রাঃয়ী, এনহু নিমান মাল তেংগোন একা আধিকারনু এনহু ই হুর্মি নানা লাগদান।”
খাল্লে আধহি হোচ্কা আলাসঘী খিরী
(মাথিয়াস ২১:৩৩-৪৬; মার্কুশ ১২:১-১২)
9যীশুস আলারিন শিরষা চিইনা খাতরী ই খিরীন বাঃচাস, “অরোত আল রাঃচাস, নে আসঘী খাল্লেনু টোটক মান্নে ইদ্দিকা রাঃচাস। আস আঃ টোটক খাল্লেন এরনা খোজনা আউর যাতনানা খাতরী কামলারঘী হেদ্দে আধহি চিচ্চাস, আউর আস ঢের উল্লা খাতরী দোশরা রাঃজী চালি কেরাস। 10একাবাকি খান্জপা খান্ডানা সামাই বার্চা, আঃ টোটক খাল্লেন্তা মালিকেস আসঘী অরোত লাউড়ীসিন আঃ কামলারঘী হেদ্দে তাইয়াস, যেনু আর খাল্লেন্তা খান্জপাঘী ভাগ চিইনার। মুন্দা লাউড়ীস একাবাকি আঃ আড্ডানু আর্সিয়াস, আঃ কামলার নেকান আধহি চিচ্চিকা রাঃচাস, আস আঃ লাউড়ীসিন লোওচারকি নিদি ক্ষেক্ষানু খেদচার চিচ্চাস। 11ইদিঘী খোঃখা আস আরু অরোত লাউড়ীসিন তাইয়াস, মুন্দা আর আসিনহু লাওচার আউর আসঘী সাংগেহু মালদাও নালাখ নান্জারকি নিদি ক্ষেক্ষানু কির্তাচার চিচ্চার। 12ইদিঘী খোঃখা আস তিশরা ক্ষেপ আরু অরোত লাউড়ীসিন তাইয়াস, মুন্দা ই তিশরা ঝানাসিনহু কামলার ঢের লাওয়া পাশরারকি টোটক খাল্লেন্তী কুদাবাচার চিচ্চার।
13“আবাকী টোটক খাল্লেঘী মালিকেস বাঃচাস, ‘আক্কুন এংগান এন্দরা নান্না দারকার? এন এংহা চোনহা খাদ্দেসিন তাইয়োন, কারনে মানা অংগি আর আসিন সাম্মান নানোর।’
14“মুন্দা আঃ কামলার আঃ খাদ্দেসিন এরা অংগিয়ারকি তামহা ভিতরেম কাছনাখরারকি বাঃচার, ‘ইসিম তো খোঃখানু ই খুর্জিঘী মালিক মানোস। বারা নাম ইসিন পিটদাত, হলে নামিম মানোত ই টোটক খাল্লেঘী মালিক।’ 15ই বাঃআরকি আর আসিন টোটক খাল্লেঘী বাহিরি টানচার হোচ্চারকি পিটা খাচ্চিয়ার।” ইদিঘী খোঃখা যীশুস বাঃচাস, “আক্কুন আঃ খাল্লেঘী মালিকেস আরঘী সাংগে এন্দরা নানোস? 16আস বারোসকি আরিন পিটা খাচ্চোস আউর টোটক খাল্লেন দোশরা আরু অর্তোসগে চিওস।” ই কাত্থান মেন্জারকি আলার হোর্মার বাঃচার, “ছি্! এন্নে যেনু মাল মানুক।”
17মুন্দা যীশুস আরঘী তারা এরিয়াসকি বাঃচাস, “পুথিনু লিখিচ্কা রাঃয়ী, ‘মিসতিরির একা পাখনান বাতিল নান্জাকা রাঃচার, আদিম হুর্মিন্তী বাগ্গে দারকারি পাখনা মানারকি চোওচা,#20:17 গীতসংহিতা ১১৮:২২।’ ইদিঘী মানে এন্দরা? 18নেকিম আঃ পাখনাঘী মাইয়া খাতরোর আস খোটরারকি টুকরা টুকরা মানোস কালোস আউর নেখা মাইয়া আঃ পাখনা খাতরো, আস খোটরারকি সাত্তুসান মানোস কালোস।”
19একাবাকি ধারাম গুরুর আউর প্রাধান নায়গার ই খিরীন মেন্জার, আর যীশুসিন ধারা বেদ্দিয়ার, কারনে আর বুঝরা অংগিয়ার যে যীশুস আরঘী বারেনুম উদাহরন চিচ্চাস। মুন্দা আর আলারিন এল্চিয়ার।
খাজনা চিইনা বারেনু শিরষা
(মাথিয়াস ২২:১৫-২২; মার্কুশ ১২:১৩-১৭)
20ধারাম গুরুর আউর প্রাধান নায়গার যীশুসিন ধার্না খাতরী অন্টা ডাহারে বেদ্দা লাগিয়ার। আর আসিন রোমতা মাহাতোরঘী আধিননু চোওদা চিইয়া বেদ্দিয়ার। খানে আর আল তাইয়ার নে ধার্মেপাত্তু মান্নাঘী লেখা ভান নান্জাকা রাঃচার। ই আলার যীশুসঘী কাত্থা মেনা লাগিয়ার যে, আস একাম বিড়দো কাত্থা বাঃদাস কা মালা, যেনু আর আসিন ধারা অংগোনার আউর আসিন শাসানদাতাস হেদ্দে হোওয়া কালা অংগোনার। 21খানে আর যীশুসিন মেন্জার, “গুরু, এম আখদাম যে, এগদা ঠিকা নিন আঃ কাত্থাম বাঃদায় আউর আঃ শিরষাম চিইদায়; আউর এম ইদিনহু আখদাম যে, নিন নেখায়হু পাক্ষে হোওয়ারকি এন্দরাহু মাল বাঃদায়, মুন্দা ধার্মেসঘী ডাহারেঘী বারেনু মানি শিরষাদিম চিইদায়। 22এম যদি রোমতা সম্রাটেসগে খাজনা চিওম হলে কা এম ধারামঘী নিয়ামান তোড়োম?”
23যীশুস বুঝরা অংগিয়াস আর আসিন ফান্দেনু লেভড়াগে চিহুট নানা লাগনার, খানে আস আরিন বাঃচাস, 24“এংগান অন্টা দীনার এদা। ইদিঘী মাইয়া নেখায় মুঠান আউর নামে রাঃয়ী?” আর বাঃচার, “রোম সম্রাটেসঘী।”
25আবাকী যীশুস বাঃচাস, “যদি আদিনুম মানি হলে এগদা রোম সম্রাটেসঘী আদিন রোম সম্রাটেসগে চিইয়া, আউর এগদা ধার্মেসঘী আদিন ধার্মেসগে চিইয়া।” 26হোর্মা আলারঘী মুন্দভারে যীশুস আরিন এন্নে উত্তার চিচ্চাস, আন্নেনু আর আসিন কাত্থাঘী ফান্দেনু লেভড়াগে পোল্লার। যীশুসঘী উত্তারনু আর হায়কাট মান্জারকি ছাছেম মান্জার কেরার।
কেচ্চেকান্তী উজ্জা চোওনা বারেনু শিরষা
(মাথিয়াস ২২:২৩-৩৩; মার্কুশ ১২:১৮-২৭)
27সদ্দুকীর খেএনান্তী উজ্জা চোওনান বিশুয়াস মাল নানা লাগিয়ার। আরঘী মাঝিন্তা কায়েক’ঝান আলার যীশুসঘী হেদ্দে বার্চারকি সাওয়াল নান্জার, 28“গুরু, মোসেস এমহা খাতরী ই কাত্থান লিখচাস কেরাস, খাদ্দে মালকা দাশানু যদি একাম আলার তাংহা যানানান উইয়ারকি খেওস কালোস হলে তাংড়িস যেনু তাং দাদাসঘী যানানান বেন্জেরদাস আউর একা খাদ্দেস জানাম চিওস, আঃ খাদ্দেস যেনু তাংহায় কেচ্চেকা দাদাসঘী গুষ্ঠিন বাছাবাঃদাস। 29আদিম যদি যিহুদীরঘী নিয়াম মানি, হলে ঠিকেম রাঃয়ী। সাত’ঝান ভাইয়ার রাঃচার, আরঘী পাহিলা ভাইয়োস অরোত যানানান বেন্জেরাসকি খাদ্দে মালকানুম কেচ্চাস কেরাস। 30দুশরা ভাইয়োস আবাকী বিধুয়া যানানান বেন্জেরাস, মুন্দা আসহু খাদ্দে মালকানুম কেচ্চাস কেরাস। 31ইদিঘী খোঃখা তিশরা ভাইয়োস আঃ বিধুয়া যানানান বেন্জেরাস, এন্নেনুম সাত’ঝান ভাইয়ার আঃ বিধুয়া যানানান বেন্জেরার আউর আর হোর্মার খাদ্দে মালকানুম কেচ্চার কেরার। 32খোঃখানু আঃ যানানাহু কেচ্চা কেরা। 33হলে একা উল্লা কেচ্চেকা আলার উজ্জা চোওর আঃ উল্লা আদ নেখায় যানানা মানো? কারনে আঃ সাত’ঝানারদিম তো আদিন বেন্জেরকা রাঃচার।”
34যীশুস আরিন বাঃচাস, “ই সামাইতা আলার বেন্জেরনার আউর আরিন বেন্জা চিইনা মানি। 35মুন্দা নে ই ধার্তীন্তা আউর ধার্মেসঘী খান্নেনু লায়েক আর খেএনান্তী উজ্জা চোওর আউর মের্খানু মিলরোর, আর মাল বেন্জরোর বা আরঘী বেন্জাহু চিইনা মাল মানো। 36আর মের্খাদুতার লেখা, আর মাল খেএনার। আর ধার্মেসঘী খাদ্দার, কারনে আর খেএনান্তী উজ্জা চোওচার। 37মোসেসঘী কাত্থা লেখাম এম আখদাম যে কেচ্চেকা আলার উজ্জা চোওর। লাঘেরনা ঝুপ্পিন্তা ঘাটনাঘী#20:37 যাত্রা পুথি ৩:১-৬ পদ। সামাই আস উর্বা ধার্মেসিন ‘আব্রাহামেসঘী ধার্মে, ইসাহাকেসঘী ধার্মে আউর যাকোবেসঘী ধার্মে’ বাঃআরকি মেখিয়াস। 38কারনে আস কেচ্চেকা আলারঘী ধার্মেস মালা, আস উজ্জুকা আলারঘী ধার্মেস। আব্রাহামেস, ইসাহাকেস আউর যাকোবেস ঢের আগুম কেচ্চেকা রাঃচার, মানিম আর আরু অংহোন উজ্জা চোওচার। নে নে ধার্মেসিন বিশুয়াস নান্নার, আরিম সাদাউ সাদাউ উল্লা গুটি উজ্জুকা রাঃনার।”
39আবাকী ধারাম গুরুরঘী মাঝিন্তা কায়েক’ঝান যীশুসিন বাঃচার, “গুরু, নিন ঠিকেম বাচ্কায়!” 40আর যীশুসিন আরু এন্দরাহু মেনাগে সাহাস মাল ক্ষাক্ষিয়ার।
খ্রীস্তাস দাউদেসঘী গুষ্ঠিন্তা আল আউর বেল দাউদেসঘী উর্বা
41ইদিঘী খোঃখা যীশুস আরিন বাঃচাস, “আর একাসেনু বাঃনার যে, খ্রীস্তাসদিম বেল দাউদেসঘী গুষ্ঠিন্তা আল? 42নেমহা পুথিঘী গীতসংহিতা নামে অন্টা পুথিনু বেল দাউদেস তানিম ই কাত্থা বাঃচাস,
“‘উর্বা ধার্মেস এংহায় উর্বাসিন বাঃচাস,
নিন এংহায় মাড়ি তারা অক্কা,
43এগুটি এন নিংহায় মুদাইরিন নিংহায় খেডমুলিনু মাল উইদান।#20:43 গীতসংহিতা ১১০:১।’
44“দাউদেস তো খ্রীস্তাসিন উর্বা বাঃআরকি মেখিয়াস; হলে খ্রীস্তাস একাসেনু দাউদেসঘী গুষ্ঠিন্তা মান্জাস?”
ধারাম গুরুরঘী হেদ্দেন্তী হুশিয়ার মান্নাঘী বারেনু শিরষা
(মাথিয়াস ২৩:১-৩৬; মার্কুশ ১২:৩৮-৪০; লুকাস ১১:৩৭-৫৪)
45হোর্মা আলার একাবাকি ইবড়া কাত্থা মেনা লাগিয়ার, আবাকী যীশুস তাংহা চেলারিন বাঃচাস, 46“ধারাম গুরুরঘী হেদ্দেন্তী হুশিয়ার মানা। কারনে আর দিগহা দিগহা ঝুলা আত্তারকি হাটখোলানু কুদ্দা লুংগাগে আউর আলারঘী হেদ্দেন্তী সাম্মান ক্ষাক্ষাগে দুলার নান্নার। আর যিহুদীয়াঘী সামাজ এড়পাঘী প্রাধান আড্ডানু আউর একাম ভুরকাঘী সামাইনু সাম্মানঘী আড্ডানু অক্কাগে পাশিন্দ নান্নার। 47ই আলারদিম বিধুয়ারঘী এড়পান্তা খুর্জিন বাচ্চারকি হোওনার আউর আলারিন এদনা খাতরী ঢের দিগহা দিগহা বিন্তী নান্নার। এন্নে আলারদিম শালিসনু ঢের বাগ্গু দান্ডে ক্ষাক্ষর।”
ទើបបានជ្រើសរើសហើយ៖
লুকাস 20: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh