লুকাস 19
19
সখরিয়সঘী কায়া কির্তানা
1ইদিঘী খোঃখা যীশুস যিরীহো শাহারনু কোরচাস আউর শাহারঘী মাঝিন্তী কালা লাগিয়াস। 2আসান সখরিয় নামেনু অরোত আল রাঃচাস; আস অরোত প্রাধান খাজনা চোওদুস আউর ধানী আল রাঃচাস। 3যীশুস নে, আদিন আস এরা বেদ্দিকা রাঃচাস। মুন্দা গাঠু রাঃচাস খানে ভীড় খাতরী আস যীশুসিন এরা পোল্লা লাগিয়াস। 4যীশুস একা ডাহারে তারু কালা লাগিয়াস আঃ ডাহারেঘী সাংগেম মুন্দভারে অন্টা ডুমারী মান্নে রাঃচা, খানে আস আগুম ভোংগা কালারকি আঃ ডুমারী মান্নেনু আর্গিয়াস, যাতে আস যীশুসিন এরা অংগোদাস।
5যীশুস আঃ মান্নে হেদ্দে আর্সিয়াসকি মাইয়া তারা এরারকি বাঃচাস, “সখরিয়, চাড়েম এত্তারকি বারা, কারনে এন ইন্না নিংহায় এড়পানুম রোওন।” 6আবাকীম আস চাড়েম এত্তিয়াস আউর রিঝিরনানু যীশুসিন ইন্জিরাস। 7আসান নে রাঃচার ইদিন এরারকি আর বাকবাকরারকি বাঃচার, “ইস অরোত গুনহা আলাসঘী এড়পানু পাহিয়াস মান্জাস।”
8মুন্দা সখরিয়স ইজ্জাসকি উর্বাসিন বাঃচাস, “উর্বায়ো এরা, এন এংহায় খুর্জিঘী আধহান গারীবিরগে চিইয়া লাগদান আউর যদি নেকানুম ঠাকেচ্কা রাঃদান হলে আদিঘী চাইর গুন কির্তারকি চিইয়া লাগদান।” 9আবাকী যীশুস আসিন বাঃচাস, “ইন্না ই এড়পান্তা আলার বাচ্ছারার, কারনে ইসহু তো পুর্খা আব্রাহামেস লেখা ধার্মেস মাইয়া তাংহায় বিশুয়াস এদচাস। 10কারনে নে এবসেরার কেরার, আরিন বেদ্দাগে আউর বাছাবাঃআগেম আল খাদ্দেস ই ধার্তীনু বার্চাস।”
বেলাস আউর তাংহা দাশ’ঝান লাউড়ীর
(মাথিয়াস ২৫:১৪-৩০)
11যীশুস জেরুশালেমঘী হেদ্দেম রাঃচাস। খানে নে আসঘী কাত্থান মেনা লাগিয়ার আর সােঃচা লাগিয়ার যে, ধার্মেসঘী রাঃজী চাড়েম বারো। খানেম যীশুস আরিন ই উদাহরনঘী কাত্থান বাঃচাস, 12“অরোত কোহা গুষ্ঠিন্তা আলাস বেলাসঘী পদ হোওয়ারকি কির্রারকি বারোস বাঃআরকি গেচ্ছা রাঃজী কেরাস। 13কাঃনাঘী আগু তাংহা দাশ’ঝান লাউড়ীরিন মেখিয়াস আউর হোর্মারগে অন্টা অন্টা মিনাস#19:13 মিনাস মিনাস মান্জা অরোত কামলাসঘী তিন বা চাইর মাহিনান্তা মাহিনা। চিইয়ারকি বাঃচাস, ‘এন মাল কির্রারকি বার্না গুটি ইদিন নালাখনু খাটাবাঃআ।’ 14তাংহা রাঃজীন্তা আলার আসিন এরা সাহা পোল্লা লাগিয়ার। ই খাতরীম আর আসঘী খোঃখা তারা কাত্থা চেডুরিন তাইয়ারকি আখতাচার, ‘ইস নামহায় মাইয়া রাঃজী নানুক, ইদিন নাম মাল চাহাদাত।’
15“আন্নুহু আস বেল মান্জাসকি রাঃজীনু কির্রিয়াস বার্চাস আউর একা দাশ’ঝান লাউড়ীরগে মিনাস চিচ্চিকা রাঃচাস, আরিন মেখারকি অন্দরাগে হুকুম চিচ্চাস। আর বারেচ্কা খোঃখা আস আঃখা বিদ্দিয়াস নালাখনু খাটাবাঃআরকি আর এবাগ্গু বাড়াবাঃচার। 16পাহিলা আলাস বাঃচাস, ‘উর্বায়ো, এন নিংহায় অন্টা মিনাস তারু আরু দাশ মিনাস বাড়াবাচ্কান।’ 17আবাকী বেলাস আসিন বাঃচাস, ‘দাওলে নান্জাকায়। নিন দাওলে লাউড়ী, সান্নি নালাখনু নিন পাত্তু আল মানারকি রাচ্কায় বাঃআরকি নিংগাগে দাশ’ঠু শাহারঘী এরনা খোজনাঘী ভার চিওন।’
18“দুশরা লাউড়ীস বার্চাসকি বাঃচাস, ‘উর্বায়ো এরা, এন নিংহায় অন্টা মিনাস তারু আরু পাচ মিনাস বাড়াবাচ্কান।’ 19আস লাউড়ীসিন বাঃচাস, ‘নিন পাচ’ঠু শাহারঘী এরনা খোজনাঘী ভার ক্ষাক্ষয়।’
20“ইদিঘী খোঃখা দোশরা আরু অর্তোস বার্চাসকি বাঃচাস, ‘উর্বায়ো, এন নিংহায় অন্টা মিনাসান রুমালনু হেচ্কান আউর নুডারকি উইকা রাচ্কান আউর ইদা এরা, নিংহায় মিনাস। 21এন এল্চিকা রাচ্কান, কারনে নিন অরোত কাঠিন আলায়। নিন এগদান মাল খোড়দায়, আদিন নিন হোওয়ারকি কাঃদায় আউর এগদান মাল চাখদায়, আদিনহু নিন খোয়দায়।’
22“আবাকী বেলাস আসিন বাঃচাস, ‘ওরে মালদাও লাউড়ী! নিংহায় বাইতা কাত্থা তারুম নিংগান এন শালিস নানোন। নিন তো আঃখা লাক্কায়, এন কাঠিন আল, এগদান মাল খোড়দান আদিন এন হোওদান কাঃদান, এগদান মাল চাকখান, আদিনহু খোয়দান। আদিনুম মালা কা? 23হলে নিন এন্দেরগে এংহায় অন্টা মিনাসান ব্যাংকনু মাল উইকায়? আসান উইনা হলে এন আসতেক সুদ ক্ষাক্ষন পাকেন।’ 24আবাকী বেলাস গুসান নে ইজ্জিকা রাঃচার, আস আরিন বাঃচাস, ‘আসঘী হেদ্দেন্তী আঃ অন মিনাস হোওয়ারকি নেখায় দাশ মিনাস রাঃয়ী, আসগেম চিইয়া।’
25“আবাকী আঃ আলার বেলাসিন বাঃচার, ‘উর্বায়ো, আস গুসান তো দাশ মিনাস রাঃয়ী।’
26“বেলাস বাঃচাস, ‘এন বাঃআ লাগদান, নেখায় রাঃয়ী আসগে আরু চিইনা মানো, মুন্দা নেখায় মাল্লা আসঘী হেদ্দে এগদা রাঃয়ী, আদিনহু আসঘী হেদ্দেন্তীক বাচ্চারকি হোওনা মানো। 27এংহায় একা মুদাইগার এংগান মাল চাহাচার যে এন আরঘী মাইয়া রাঃজী নান্দান, আরিন ইসান অন্দরারকি এংহায় মুন্দভারেম পিটা খাচ্চা।’”
যীশুসঘী জেরুশালেমনু কোরনা
(মাথিয়াস ২১:১-১৭; মার্কুশ ১১:১-১৯; যোহান ২:১৩-২২; ১২:১২-১৯)
28ই হুর্মি কাত্থা বাচ্কা খোঃখা যীশুস আরঘী আগুম জেরুশালেম তারা কালা হেল্লেরাস। 29একাবাকি যীশুস জইতুন পার্তাঘী হেদ্দেন্তা বেতফগী আউর বেথানিয়া পাদ্দা হেদ্দে বার্চাস আবাকী আস তাংহা দু’ঝান চেলারিন এন্নে বাঃআরকি তাইয়াস চিচ্চাস, 30“নিম আঃ পাদ্দানু কালা। আঃ পাদ্দানু একাবাকি কোরোর আবাকী এরা অংগোর অন্টা যুয়ান গাধা খাদ্দে খুটুচ্কা রাঃয়ী। আদিঘী মাইয়া একাবাকিহু নেহু মাল আর্গিয়ার। আদিন খোল্লারকি ইসান অন্দরা বারা। 31যদি নেকিম মেনোর, ‘এন্দেরগে আদিন খোল্লা লাগদার?’ নিম বাঃকে, ‘ইদিন উর্বাসঘী দারকার রাঃয়ী।’”
32একা চেলারিন তাইনা মান্জিকি রাঃচা আর কেরারকি যীশুস একান্নে বাঃচাস আন্নেম এরিয়ার। 33একাবাকি আর আঃ যুয়ান গাধান খোল্লা লাগিয়ার আবাকী আদিঘী মালিকেস বার্চাসকি মেন্জাস, “নিম এন্দেরগে আদিন খোল্লা লাগদার?”
34চেলার বাঃচার, “ইদ উর্বাসঘী দারকার রাঃয়ী।” 35ইদিঘী খোঃখা আর আঃ যুয়ান গাধান অন্দরারকি আদিঘী মাইয়া তামহায় চাদোরান আট্টিয়ার চিচ্চার আউর যীশুসিন অক্তাচার। 36একাবাকি যীশুস কালা লাগিয়াস আবাকী আসতালান্তা আলার তামহা চাদোরান ডাহারেনু আট্টা হেল্লেরার। 37একা ডাহারে জইতুন পার্তান্তী ইত্তিয়া বার্চা আঃ ডাহারেনুম যীশুস বার্চাস। আসঘী সাংগে ঢের চেলার রাঃচার। যীশুস একা একা হায়কাট নালাখ নান্জাকা রাঃচাস আবড়া খাতরী আর রিঝিরনানু গাডরারারকি ধার্মেসঘী অহমা নানারকি বাঃচার,
38“ধান্যা আঃ বেলাস, নে উর্বাসঘী নামেনু বারা লাগদাস,
মের্খানু শালসান্ত আউর আসান ধার্মেসঘী মাহিমা মানুক।”
39আবাকী ভীড়েন্তী কায়েক’ঝান ফারীশীর বাঃচার, “গুরু, নিংহায় চেলারিন ছাছেম রাঃআ গানা।” 40যীশুস বাঃচাস, “এন বাঃআ লাগদান, ইর চুপেম রোওর হলে পাখনা গুটঠি গাডরারারকি চোও।”
জেরুশালেম খাতরী যীশুস চিখিয়াস
41যীশুস একাবাকি হেদ্দে বার্চাস আবাকী জেরুশালেম শাহারান এরিয়াসকি আসতালান্তা আলার খাতরী চিইখা খাচ্চিয়াস। 42আস বাঃচাস, “এংহায় চাহানা নিম যদি ইন্নান্তা উল্লানু আঃখা অংগোর যে এন্দরা শালসান্ত অন্দরিকি বারি! মুন্দা ইদ আক্কুন নিমহায় কুহিন্তা খান্নেন্তী নুখরারকি রাঃয়ী। 43আঃ উল্লা বারা লাগি, একাবাকি নিংহায় মুদাইগার নিংহায় চারিয়ো পাক্ষে পাচরি চিইয়ারকি নিংগান ঘিরোরকি উইয়োর আউর হুর্মি পাক্ষেন্তী নিংগান আড়বোর ধারোর। 44আর নিংগান আউর নিংহায় খাদ্দারিন নে ই শাহারনু উজ্জা অক্কোনার, আরিন খাজ্জেনু আছড়োর। হুর্মি দালান গুটঠি ধাসনা মানো আদিঘী কারনে অন্টা পাখনা মাইয়া আরু অন্টা পাখনা মাল উইয়োর, কারনে ধার্মেস একাবাকি নিমান বাছাবাঃগে বারেচ্কা রাঃচাস আবাকী আঃ সামাই নিম আসিন চিনহা পোলকার।”
45ইদিঘী খোঃখা যীশুস মান্দিরনু কেরাসকি খেন্দুর বিশুরিন খেদচাস চিচ্চাস। 46আস আরিন বাঃচাস, “নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী, ‘এংহায় এড়পা মানো বিন্তী নান্নাঘী এড়পা।#19:46 যিশাইয় ৫৬:৭।’ মুন্দা নিম আদিন ডাকাতেরিন নুডনাঘী এড়পা কামেচ্কারকি চোদোচ্কার।#19:46 যিরমিয় ৭:১১।”
47আবাকীন্তীম যীশুস হুর্মি উল্লানু মান্দিরনু আলারিন শিরষা চিইয়া লাগিয়াস। মুন্দা প্রাধান নায়গার, ধারাম গুরুর আউর আলারঘী মাহাতোর আসিন পিটা বেদ্দিয়ার। 48মুন্দা একাসেনু নানোর আদিঘী একাম ডাহারে আর বেদ্দারকি মাল ক্ষাক্ষিয়ার। কারনে দোশরা আলার কায়া তারু আসঘী হুর্মি কাত্থান মেনা লাগিয়ার।
ទើបបានជ្រើសរើសហើយ៖
লুকাস 19: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh
লুকাস 19
19
সখরিয়সঘী কায়া কির্তানা
1ইদিঘী খোঃখা যীশুস যিরীহো শাহারনু কোরচাস আউর শাহারঘী মাঝিন্তী কালা লাগিয়াস। 2আসান সখরিয় নামেনু অরোত আল রাঃচাস; আস অরোত প্রাধান খাজনা চোওদুস আউর ধানী আল রাঃচাস। 3যীশুস নে, আদিন আস এরা বেদ্দিকা রাঃচাস। মুন্দা গাঠু রাঃচাস খানে ভীড় খাতরী আস যীশুসিন এরা পোল্লা লাগিয়াস। 4যীশুস একা ডাহারে তারু কালা লাগিয়াস আঃ ডাহারেঘী সাংগেম মুন্দভারে অন্টা ডুমারী মান্নে রাঃচা, খানে আস আগুম ভোংগা কালারকি আঃ ডুমারী মান্নেনু আর্গিয়াস, যাতে আস যীশুসিন এরা অংগোদাস।
5যীশুস আঃ মান্নে হেদ্দে আর্সিয়াসকি মাইয়া তারা এরারকি বাঃচাস, “সখরিয়, চাড়েম এত্তারকি বারা, কারনে এন ইন্না নিংহায় এড়পানুম রোওন।” 6আবাকীম আস চাড়েম এত্তিয়াস আউর রিঝিরনানু যীশুসিন ইন্জিরাস। 7আসান নে রাঃচার ইদিন এরারকি আর বাকবাকরারকি বাঃচার, “ইস অরোত গুনহা আলাসঘী এড়পানু পাহিয়াস মান্জাস।”
8মুন্দা সখরিয়স ইজ্জাসকি উর্বাসিন বাঃচাস, “উর্বায়ো এরা, এন এংহায় খুর্জিঘী আধহান গারীবিরগে চিইয়া লাগদান আউর যদি নেকানুম ঠাকেচ্কা রাঃদান হলে আদিঘী চাইর গুন কির্তারকি চিইয়া লাগদান।” 9আবাকী যীশুস আসিন বাঃচাস, “ইন্না ই এড়পান্তা আলার বাচ্ছারার, কারনে ইসহু তো পুর্খা আব্রাহামেস লেখা ধার্মেস মাইয়া তাংহায় বিশুয়াস এদচাস। 10কারনে নে এবসেরার কেরার, আরিন বেদ্দাগে আউর বাছাবাঃআগেম আল খাদ্দেস ই ধার্তীনু বার্চাস।”
বেলাস আউর তাংহা দাশ’ঝান লাউড়ীর
(মাথিয়াস ২৫:১৪-৩০)
11যীশুস জেরুশালেমঘী হেদ্দেম রাঃচাস। খানে নে আসঘী কাত্থান মেনা লাগিয়ার আর সােঃচা লাগিয়ার যে, ধার্মেসঘী রাঃজী চাড়েম বারো। খানেম যীশুস আরিন ই উদাহরনঘী কাত্থান বাঃচাস, 12“অরোত কোহা গুষ্ঠিন্তা আলাস বেলাসঘী পদ হোওয়ারকি কির্রারকি বারোস বাঃআরকি গেচ্ছা রাঃজী কেরাস। 13কাঃনাঘী আগু তাংহা দাশ’ঝান লাউড়ীরিন মেখিয়াস আউর হোর্মারগে অন্টা অন্টা মিনাস#19:13 মিনাস মিনাস মান্জা অরোত কামলাসঘী তিন বা চাইর মাহিনান্তা মাহিনা। চিইয়ারকি বাঃচাস, ‘এন মাল কির্রারকি বার্না গুটি ইদিন নালাখনু খাটাবাঃআ।’ 14তাংহা রাঃজীন্তা আলার আসিন এরা সাহা পোল্লা লাগিয়ার। ই খাতরীম আর আসঘী খোঃখা তারা কাত্থা চেডুরিন তাইয়ারকি আখতাচার, ‘ইস নামহায় মাইয়া রাঃজী নানুক, ইদিন নাম মাল চাহাদাত।’
15“আন্নুহু আস বেল মান্জাসকি রাঃজীনু কির্রিয়াস বার্চাস আউর একা দাশ’ঝান লাউড়ীরগে মিনাস চিচ্চিকা রাঃচাস, আরিন মেখারকি অন্দরাগে হুকুম চিচ্চাস। আর বারেচ্কা খোঃখা আস আঃখা বিদ্দিয়াস নালাখনু খাটাবাঃআরকি আর এবাগ্গু বাড়াবাঃচার। 16পাহিলা আলাস বাঃচাস, ‘উর্বায়ো, এন নিংহায় অন্টা মিনাস তারু আরু দাশ মিনাস বাড়াবাচ্কান।’ 17আবাকী বেলাস আসিন বাঃচাস, ‘দাওলে নান্জাকায়। নিন দাওলে লাউড়ী, সান্নি নালাখনু নিন পাত্তু আল মানারকি রাচ্কায় বাঃআরকি নিংগাগে দাশ’ঠু শাহারঘী এরনা খোজনাঘী ভার চিওন।’
18“দুশরা লাউড়ীস বার্চাসকি বাঃচাস, ‘উর্বায়ো এরা, এন নিংহায় অন্টা মিনাস তারু আরু পাচ মিনাস বাড়াবাচ্কান।’ 19আস লাউড়ীসিন বাঃচাস, ‘নিন পাচ’ঠু শাহারঘী এরনা খোজনাঘী ভার ক্ষাক্ষয়।’
20“ইদিঘী খোঃখা দোশরা আরু অর্তোস বার্চাসকি বাঃচাস, ‘উর্বায়ো, এন নিংহায় অন্টা মিনাসান রুমালনু হেচ্কান আউর নুডারকি উইকা রাচ্কান আউর ইদা এরা, নিংহায় মিনাস। 21এন এল্চিকা রাচ্কান, কারনে নিন অরোত কাঠিন আলায়। নিন এগদান মাল খোড়দায়, আদিন নিন হোওয়ারকি কাঃদায় আউর এগদান মাল চাখদায়, আদিনহু নিন খোয়দায়।’
22“আবাকী বেলাস আসিন বাঃচাস, ‘ওরে মালদাও লাউড়ী! নিংহায় বাইতা কাত্থা তারুম নিংগান এন শালিস নানোন। নিন তো আঃখা লাক্কায়, এন কাঠিন আল, এগদান মাল খোড়দান আদিন এন হোওদান কাঃদান, এগদান মাল চাকখান, আদিনহু খোয়দান। আদিনুম মালা কা? 23হলে নিন এন্দেরগে এংহায় অন্টা মিনাসান ব্যাংকনু মাল উইকায়? আসান উইনা হলে এন আসতেক সুদ ক্ষাক্ষন পাকেন।’ 24আবাকী বেলাস গুসান নে ইজ্জিকা রাঃচার, আস আরিন বাঃচাস, ‘আসঘী হেদ্দেন্তী আঃ অন মিনাস হোওয়ারকি নেখায় দাশ মিনাস রাঃয়ী, আসগেম চিইয়া।’
25“আবাকী আঃ আলার বেলাসিন বাঃচার, ‘উর্বায়ো, আস গুসান তো দাশ মিনাস রাঃয়ী।’
26“বেলাস বাঃচাস, ‘এন বাঃআ লাগদান, নেখায় রাঃয়ী আসগে আরু চিইনা মানো, মুন্দা নেখায় মাল্লা আসঘী হেদ্দে এগদা রাঃয়ী, আদিনহু আসঘী হেদ্দেন্তীক বাচ্চারকি হোওনা মানো। 27এংহায় একা মুদাইগার এংগান মাল চাহাচার যে এন আরঘী মাইয়া রাঃজী নান্দান, আরিন ইসান অন্দরারকি এংহায় মুন্দভারেম পিটা খাচ্চা।’”
যীশুসঘী জেরুশালেমনু কোরনা
(মাথিয়াস ২১:১-১৭; মার্কুশ ১১:১-১৯; যোহান ২:১৩-২২; ১২:১২-১৯)
28ই হুর্মি কাত্থা বাচ্কা খোঃখা যীশুস আরঘী আগুম জেরুশালেম তারা কালা হেল্লেরাস। 29একাবাকি যীশুস জইতুন পার্তাঘী হেদ্দেন্তা বেতফগী আউর বেথানিয়া পাদ্দা হেদ্দে বার্চাস আবাকী আস তাংহা দু’ঝান চেলারিন এন্নে বাঃআরকি তাইয়াস চিচ্চাস, 30“নিম আঃ পাদ্দানু কালা। আঃ পাদ্দানু একাবাকি কোরোর আবাকী এরা অংগোর অন্টা যুয়ান গাধা খাদ্দে খুটুচ্কা রাঃয়ী। আদিঘী মাইয়া একাবাকিহু নেহু মাল আর্গিয়ার। আদিন খোল্লারকি ইসান অন্দরা বারা। 31যদি নেকিম মেনোর, ‘এন্দেরগে আদিন খোল্লা লাগদার?’ নিম বাঃকে, ‘ইদিন উর্বাসঘী দারকার রাঃয়ী।’”
32একা চেলারিন তাইনা মান্জিকি রাঃচা আর কেরারকি যীশুস একান্নে বাঃচাস আন্নেম এরিয়ার। 33একাবাকি আর আঃ যুয়ান গাধান খোল্লা লাগিয়ার আবাকী আদিঘী মালিকেস বার্চাসকি মেন্জাস, “নিম এন্দেরগে আদিন খোল্লা লাগদার?”
34চেলার বাঃচার, “ইদ উর্বাসঘী দারকার রাঃয়ী।” 35ইদিঘী খোঃখা আর আঃ যুয়ান গাধান অন্দরারকি আদিঘী মাইয়া তামহায় চাদোরান আট্টিয়ার চিচ্চার আউর যীশুসিন অক্তাচার। 36একাবাকি যীশুস কালা লাগিয়াস আবাকী আসতালান্তা আলার তামহা চাদোরান ডাহারেনু আট্টা হেল্লেরার। 37একা ডাহারে জইতুন পার্তান্তী ইত্তিয়া বার্চা আঃ ডাহারেনুম যীশুস বার্চাস। আসঘী সাংগে ঢের চেলার রাঃচার। যীশুস একা একা হায়কাট নালাখ নান্জাকা রাঃচাস আবড়া খাতরী আর রিঝিরনানু গাডরারারকি ধার্মেসঘী অহমা নানারকি বাঃচার,
38“ধান্যা আঃ বেলাস, নে উর্বাসঘী নামেনু বারা লাগদাস,
মের্খানু শালসান্ত আউর আসান ধার্মেসঘী মাহিমা মানুক।”
39আবাকী ভীড়েন্তী কায়েক’ঝান ফারীশীর বাঃচার, “গুরু, নিংহায় চেলারিন ছাছেম রাঃআ গানা।” 40যীশুস বাঃচাস, “এন বাঃআ লাগদান, ইর চুপেম রোওর হলে পাখনা গুটঠি গাডরারারকি চোও।”
জেরুশালেম খাতরী যীশুস চিখিয়াস
41যীশুস একাবাকি হেদ্দে বার্চাস আবাকী জেরুশালেম শাহারান এরিয়াসকি আসতালান্তা আলার খাতরী চিইখা খাচ্চিয়াস। 42আস বাঃচাস, “এংহায় চাহানা নিম যদি ইন্নান্তা উল্লানু আঃখা অংগোর যে এন্দরা শালসান্ত অন্দরিকি বারি! মুন্দা ইদ আক্কুন নিমহায় কুহিন্তা খান্নেন্তী নুখরারকি রাঃয়ী। 43আঃ উল্লা বারা লাগি, একাবাকি নিংহায় মুদাইগার নিংহায় চারিয়ো পাক্ষে পাচরি চিইয়ারকি নিংগান ঘিরোরকি উইয়োর আউর হুর্মি পাক্ষেন্তী নিংগান আড়বোর ধারোর। 44আর নিংগান আউর নিংহায় খাদ্দারিন নে ই শাহারনু উজ্জা অক্কোনার, আরিন খাজ্জেনু আছড়োর। হুর্মি দালান গুটঠি ধাসনা মানো আদিঘী কারনে অন্টা পাখনা মাইয়া আরু অন্টা পাখনা মাল উইয়োর, কারনে ধার্মেস একাবাকি নিমান বাছাবাঃগে বারেচ্কা রাঃচাস আবাকী আঃ সামাই নিম আসিন চিনহা পোলকার।”
45ইদিঘী খোঃখা যীশুস মান্দিরনু কেরাসকি খেন্দুর বিশুরিন খেদচাস চিচ্চাস। 46আস আরিন বাঃচাস, “নেমহা পুথিনু লিখিচ্কা রাঃয়ী, ‘এংহায় এড়পা মানো বিন্তী নান্নাঘী এড়পা।#19:46 যিশাইয় ৫৬:৭।’ মুন্দা নিম আদিন ডাকাতেরিন নুডনাঘী এড়পা কামেচ্কারকি চোদোচ্কার।#19:46 যিরমিয় ৭:১১।”
47আবাকীন্তীম যীশুস হুর্মি উল্লানু মান্দিরনু আলারিন শিরষা চিইয়া লাগিয়াস। মুন্দা প্রাধান নায়গার, ধারাম গুরুর আউর আলারঘী মাহাতোর আসিন পিটা বেদ্দিয়ার। 48মুন্দা একাসেনু নানোর আদিঘী একাম ডাহারে আর বেদ্দারকি মাল ক্ষাক্ষিয়ার। কারনে দোশরা আলার কায়া তারু আসঘী হুর্মি কাত্থান মেনা লাগিয়ার।
ទើបបានជ្រើសរើសហើយ៖
:
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh