লুকাস 11
11
বিন্তীঘী বারেনু যীশুসঘী শিরষা
(মাথিয়াস ৬:৯-১৫)
1অন্দুল যীশুস অন্টা আড্ডানু বিন্তী নানা লাগিয়াস। একাবাকি বিন্তী মুন্জিয়াস আবাকী আসঘী অরোত চেলাস আসিন বাঃচাস, “উর্বায়ো, আসনানদাতা যোহানেস তাংহা চেলারিন একাসে বিন্তী নানাগে শিখাবাচ্কা রাঃচাস, আন্নেম নিন এমানহু বিন্তী নানাগে শিখাবাঃআ।”
2যীশুস আরিন বাঃচাস, “একাবাকি নিম বিন্তী নান্দার, আবাকী বাঃকে,
‘এ বাঙ্গায়ো, নিংহায় নামে নেমহা মানা নেকআ।
নিংহায় রাঃজী বারা নেকআ।
3হুর্মি উল্লান্তা অন্না মোখনান নিন এমাগে হুর্মি উল্লানু চিইয়া।
4এম একাসে এমহায় গুনহারিন ছেমা নান্দাম,
আন্নেম নিনহু এমহায় গুনহান ছেমা নানা।
নিন এমান পারীক্ষানু আম্বকে খাতরা চিইয়া।’”
বিন্তী বারেনু যীশুসঘী আরু শিরষা
(মাথিয়াস ৭:৭-১১)
5খোঃখা যীশুস তাংহা চেলারিন মেখিয়াসকি বাঃচাস, “ইয়াদ নানা, মাঝি মাঃখা নিমহায় মাঝিন্তা অর্তোস তাংহা সাংগুয়ারিসঘী এড়পানু কালারকি বাঃদাস, ‘সাংগুয়ারি, এংগাগে তিন’ঠু আসমা হাওলাত চিইয়া। 6আক্কুন এংহায় অরোত সাংগুয়ারিস তাংহা কাঃনা ডাহারেনু এংহায় এড়পানু বার্চাস আউর আসগে অন্না মোখনা চিইনা লেখা এংহায় এন্দরাহু মাল্লা।’ 7আবাকী এড়পা ভিতরান্তী আস উত্তার চিচ্চাস, ‘এংগান তাপলিক আম্বা চিইয়া। আক্কুনুম বালি মুচ্চুকান আউর এন এংহায় খাদ্দে খার্রার সাংগে বিডিরকা রাঃদান। আক্কুন এন চোওয়ারকি নিংহায় খাতরী এন্দরাহু নানা পোল্লোন।’ 8এন নিমান বাঃআ লাগদান, আস যদি সাংগুয়ারি লেখা আসগে এন্দরাহু মাল চিইদাস, আন্নুহু আলাসটা কির্রা কির্রা গোহরারা লাগদাস বাঃআরকি আস চোওস আউর আসঘী এগদা দারকার আদিন আসগে চিওস।
9“খানেম এন নিমান বাঃআ লাগদান, ‘নেএয়া, নিমাগে চিইনা মানো; বেদ্দা, ক্ষাক্ষর; বালিন তুক্কা, নিমহায় খাতরী বালিন তিসগানা মানো। 10নে নেএদাস, আস ক্ষাক্ষাদাস; নে বেদ্দেদাস, আস ক্ষাক্ষাদাস আউর নে বালিন তুক্কুদাস, আস খাতরী বালিন তিসগানা মানি।’
11“নিমহায় মাঝিনু কা এন্নে বাবাস রাঃদাস, তাংহায় খাদ্দেস ইনজো নেএদাস হলে আসগে নেররে চিইদাস? 12নাখলে বি নেএদাস হলে কাকড়ো বিচ্ছুন চিইদাস? 13নিম মালদাও আল মানারকিহু তাংগা তিংগা খাদ্দে খার্রারগে দাওলে সান্জগিন চিইদার, হলে ইদ একড়হে মানিম যে, নিম নে মের্খান্তা বাঙ্গাস গুসান নেএনার, আরগেহু আস নেমহা বোলতান চিওস!”
যীশুস আউর মালদাও বোলতারঘী বেলাস বেলসবুল
(মাথিয়াস ১২:২২-৩০; মার্কুশ ৩:২০-২৭)
14অন্দুল যীশুস অর্তোসঘী মাঝিন্তী অন্টা কংকা মালদাও বোলতান ছাড়াবাচ্কা রাঃচাস। আদ আসিন কংকা নান্জিকি রাঃচাস। একাবাকি মালদাও বোলতা আসঘী মাঝিন্তী উর্খিয়া কেরা আবাকী কংকা আলাসটা কাত্থা বাঃআ হেল্লেরাস। এন্নেনু আলার হায়কাট মান্জার কেরার। 15মুন্দা কায়েক’ঝান আলার বাঃচার, “মালদাও বোলতাঘী বেলাস বেলসবুলেসঘী সাহাড়ানু আস মালদাও বোলতান ছাড়াবাঃদাস।”
16যীশুসিন পারীক্ষা নান্না খাতরী দোশরা আলার মের্খান্তী অন্টা চিনহা এদাগে বাঃচার। 17আবাকী আরঘী কায়ান্তা কাত্থান আঃখা অংগিয়াসকি যীশুস বাঃচাস, “একা রাঃজী তামহা মাঝিনু যুদা মানি, আঃ রাঃজী নাশ মানি কালি। ফির একাম এড়পান্তা আলার যদি তামহা মাঝিনুম ঝাগড়া নান্নার হলে আঃ এড়পাহু যুদা মানি কালি। 18যদি শায়তানহু তাংহা রাঃজীঘী বিড়দোনু লাড়াই নানি হলে একাসেনু তাংহা রাঃজী টিকো? এন ই কাত্থা বাঃআ লাগদান, কারনে নিম বাঃআ লাগদার, এন বেলসবুলেসঘী সাহাড়ানু মালদাও বোলতারিন ছাড়াবাঃদান। 19আক্কুন যদি এন বেলসবুলেসঘী সাহাড়ানু মালদাও বোলতান আম্বাতাদান, হলে নিমহা আলার নেখায় সাহাড়ানু আরিন আম্বাতানার? নিম ঠিকা কাত্থান বাঃআ লাগদার কা মালা, নিমহা আলারদিম আদিন শালিস নানোর। 20মুন্দা এন যদি ধার্মেসঘী সাওয়াংতিম মালদাও বোলতান আম্বাতাদান হলে ধার্মেসঘী রাঃজী তো নিমহায় মাঝিনু আর্সিয়া কেরা।
21“একাবাকি অরোত পালোয়ান আলাস হার হাতিয়ার হোওয়ারকি তাংহা এড়পা ক্ষাপদাস, আবাকী আসঘী সান্জগি আউর খুর্জি ঠিকাসে রাঃয়ী। 22মুন্দা আসতিকহু সাওয়াংগিয়া নেকিম বার্নারকি যদি আসিন হারাবাঃদাস চিইদাস হলে একা আলাস আঃ হার হাতিয়ার মাইয়া ভারোসা নান্জাকা রাঃচাস, আসঘী হুর্মিন দোশরা আলাসটা বাচ্চাদাস আউর বাচ্চিকা সান্জগি গুটঠিন খাট্টারকি হোওদাস।
23“নে এংহায় তারা মাল রাঃদাস, হলে আস তো এংহায় বিড়দোনু রাঃদাস আউর নে এংহায় সাংগে মাল পেশদাস, আস তো ছিটদাস চিইদাস।”
মালদাও বোলতারঘী কির্রারকি বার্না
(মাথিয়াস ১২:৪৩-৪৫)
24যীশুস অন্টা উদাহরন চিচ্চাস, “যদি একাম মালদাও বোলতা অরোত আলাসঘী মাঝিন্তী উর্খারকি কালি, আবাকী আদ খান্নে এখের্না খাতরী খাইকা আড্ডাঘী মাঝিনু কিররি কুদ্দি। একাবাকি আদ বেদ্দা পোল্লি আবাকী আদ বাঃয়ী, এন এড়পানু কির্রা কালাগে বেদ্দান একা এড়পান্তী এন উর্খারকি বারেচ্কান। 25একাবাকি কির্রারকি বারি, আবাকী আদ আঃ এড়পান বেদ্দি, ইদিঘী খোঃখা আদ আদিন পারিস্কার আউর সাপড়াচ্কা এরা অংগি। 26আবাকী আদ কালারকি তাংগান্তিহু আরু সাত’ঠু মালদাও বোলতা তাংহা সাংগে অন্দরি বারি আউর আসান কোরআরকি উজ্জা অক্কোতেম রাঃয়ী। আদি খাতরী আঃ আলাসঘী পাহিলা দাশান্তী খোঃখান্তা দাশা আরু বাগ্গে মালদাও মানি।”
27একাবাকি যীশুস ই হুর্মি কাত্থা বাঃআ লাগিয়াস, আবাকী ভীড়ঘী মাঝিন্তী অরোত যানানা গাডরারারকি বাঃচা, “ধান্যা আঃ যানানা আলী, নে নিংগান কক্ষেনু ধার্চা আউর ছাতিন্তা দুধিন অন্তাচা।”
28আবাকী যীশুস আরিন বাঃচাস, “ইদিন্তী বাগ্গে আরিম ধান্যা, নে ধার্মেসঘী বাচান মেন্নার আউর আঃ লেখাম নালাখ নান্নার।”
ঢের রাকাম চিনহা বারেনু যীশুসঘী শালহা
(মাথিয়াস ১২:৩৮-৪২; মার্কুশ ৮:১১-১২)
29এন্নেনু আরু আলার যীশুসঘী চাইরো পাক্ষে খোড়তে রাঃনার। আবাকী যীশুস আরঘী মুন্দভারে কালারকি বাঃচাস, “ই সামাইতা আলার মালদাও, কারনে আর খিলা হায়কাট চিনহা এরা বেদ্দেনার। মুন্দা নাবী যোনাসঘী#11:29 যোনা ১:১৭-২:১০ পদনু এরা। চিনহা আম্বারকি আরু একাম চিনহা আরিন এদনা মাল মানো। 30ঠিকা যোনাস একাসে নীনবী শাহারতা আলার খাতরী তানিম চিনহা মান্জাকা রাঃচাস, ঠিকা আন্নেম আল খাদ্দেস ই সামাইতা আলার খাতরী চিনহা মানোস। 31শালিসঘী উল্লানু দাক্ষিন রাঃজীন্তা বিন্ডড়ী চোওয়ারকি ই সামাইতা আলারঘী দোশান এদো চিও। আদ ধার্তীঘী গেচ্ছা সীমান্তী বেল শলোমনেসঘী লুরঘী কাত্থান মেন্না খাতরী বারিচ্কি রাঃচা। আউর এরা, ইসান শলোমনেসতিহু আরু মাহান অর্তোস রাঃদাস। মুন্দা ই সামাইতা আলার আসিন মাল ইন্জিরোর। 32শালিসঘী উল্লানু নীনবী শাহারতা আলার চোওয়ারকি ই সামাইতা আলারঘী দোশান এদোর চিওর। কারনে যোনাসঘী প্রাচার খাতরী নীনবী শাহারতা আলার গুনহান্তী তামহা কায়ান কির্তাচ্কা রাঃচার; আউর এরা, ইসান যোনাসতিহু আরু মাহান অর্তোস রাঃদাস। মুন্দা ই সামাইতা আলার আসঘী শিরষা মাল ইন্জিরনার।”
দেহাঘী বিল্লি
(মাথিয়াস ৫:১৫; ৬:২২-২৩)
33“নেকিম বিল্লি দাগারকি একাম কোড়ানু বা টালাঘী কিইয়া মাল উইনার, মুন্দা বিল্লি উইনাঘী থাকনুম উইনার, যেনু ভিতরা নে কোরোর আর বিল্লি এরা অংগোনার। 34নিংহায় খান্নেদিম মান্জা নিংহায় দেহাঘী বিল্লি। নিংহায় খান্নে যদি দাওলে মানি হলে নিংহায় গোট্টা দেহা বিল্লিনু পুরা মানো, মুন্দা নিংহায় খান্নে যদি আন্ধরা মানি হলে নিংহা গোট্টা দেহা উখানু পুরা মানো। 35নিংহায় মাঝিনু একা বিল্লি রাঃয়ী, আদিঘী বারেনু হুশিয়ার মানা, যেনু আদ উখা মাল মানি। 36যদি নিংহায় গোট্টা দেহা বিল্লিনু পুরা মানি আউর থোরেটাহু উখা মাল রাঃয়ী হলে নিংহায় দেহা পুরা বিল্লি লেখা মানো, ঠিকা আন্নেম লেমফোঘী বিল্লি নিংহায় মাইয়া খাতরী হলে নিংহায় দেহা বিল্লি লেখা মানি।”
যীশুস ফারীশীরিন আউর ধারাম গুরুরিন ধাম্কাচাস
(মাথিয়াস ২৩:১-৩৬; মার্কুশ ১২:৩৮-৪০; লুকাস ২০:৪৫-৪৭)
37একাবাকি যীশুসঘী কাত্থা বাঃনা মুন্জুরা, আবাকী অরোত ফারীশীস যীশুসিন অন্না মোখনা খাতরী তাংহা এড়পানু নেওতাচাস। আস যীশুসিন তাংহা এড়পানু হোচ্চাস কেরাস আউর যীশুস ভিতরে কেরাসকি অনা মোঃখাগে উক্কিয়াস। 38আবাকী ফারীশীস এরিয়াস অন্না মোখনাঘী আগু যীশুস নিয়াম লেখা ক্ষেক্ষা মাল নোডরাস, খানে আস হায়কাট মান্জাস। 39উর্বাস আঃ ফারীশীসিন বাঃচাস, “আক্কুন নিম থাড়িয়া আউর বাটিঘী বাহিরি তারা নোড়দার, মুন্দা নিমহায় ভিতরা লালিচ আউর মালদাওনু ভার্তি। 40নিম হোর্মার ভোদলারঘী দল! নে বাহিরি তারা কামচাস, আস কা ভিতরা তারাহু মাল কামচাস? 41নেখায় দারকার, নিম আরগে তাংগা তিংগা কায়ান্তী চিইয়া, হলে নিমহা হুর্মিদিম পুরা লেখা পাক মানো।
42“মুন্দা ছি্ ফারীশীরো! নিম ধার্মেসিন পুদিনা, তেজপাতা আউর হুর্মি রাকাম মাশলাঘী দাশ ভাগাঘী অন ভাগা চিইদার, মুন্দা উজগু শালিস আউর ধার্মেসঘী দুলার তারা কায়া মাল চিইদার। আগুন্তা হুর্মিন মান্না সাংগে সাংগে খোঃখান্তাহু মান্না নিমহায় দারকার।
43“ছি্ ফারীশীরো! নিম তো সামাজ এড়পান্তা কোহা সাম্মানঘী আড্ডানু অক্কোতে আউর হাটখোলানু সাম্মান ক্ষাক্ষাগে পাশিন্দ নান্দার। 44ছি্ নিমান! নিম তো চিনহা মাল চিচ্চিকা কাবুর#11:44 কাবুর যিহুদীরঘী নিয়াম লেখা নেকিম যদি কাবুরঘী মাইতেক একতে কাঃনার হলে আর ধার্সেমঘী সেওয়া নানা পোলনার। কারনে আরিন সাতোয়া উল্লা গুটি নাপাক বাঃআরকি সোচনা মানি। গান্না পুথি ১৯:১৬। লেখা, আলার মাল আখারকি আদিঘী মাইয়ান্তী একতে কাঃনার আউর এগদা আরিন নাপাক নানি।”
45আবাকী ধারাম গুরুরঘী মাঝিন্তী অর্তোস যীশুসিন বাঃচাস, “গুরু, ই কাত্থা বাঃআরকি নিন এমানহু অপমান নানা লাগদায়।”
46যীশুস বাঃচাস, “ছি্ ধারাম গুরুরো! কারনে নিম আলারঘী মাইয়া অত্থা বোঝহান চাপাবারকি চিইদার, মুন্দা আরিন সাহাড়া নান্না খাতরী নিম অন্টা আংলিহু মাল নাড়াবাঃদার। 47ছি্ নিমান! কারনে নিম নাবীরঘী কাবুর পুনাসে গাথদার, নিমহা পুর্খারদিম তো আরিন পিটকা রাঃচার। 48খানে নিমিম নিমহা পুর্খারঘী নালাখঘী গাওয়াহী আল আউর আরঘী আঃ নালাখ নিম মানারকি হোওয়া লাগদার। অনতারা আর নাবীরিন পিটিয়ার, দোশরা তারা নিম আঃ নাবীরঘী কাবুরান গাথা লাগদার। 49ই খাতরীম ধার্মেস তাংহা লুরতি ই কাত্থান বাঃচাস, ‘এন আরঘী হেদ্দে নাবীরিন আউর তাইকারিন তাইয়োন চিওন। আরঘী মাঝিন্তী কায়েক’ঝানারিন আর পিটোর আউর দোশরারঘী মাইয়া খিলপাত নানোর।’ 50ইদিঘী খান্জপা মান্জা, ই ধার্তী কামনাঘী সামাইতি আক্কুন গুটি এঝান নাবীরিন পিটনা মান্জা, ই সামাইতা আলারদিম আরঘী খেশোঘী দায়ী মানোর। 51এন নিমান মানিম বাঃআ লাগদান, হেবলেসিন পিটনান্তী আরাম্ভ নানারকি আউর একা সখরিয়সিন দাড়ে আর্গানাঘী বেদীনু আউর মান্দির এড়পাঘী নেমহা আড্ডাঘী মাঝিনু পিটনা মান্জিকি রাঃচা আঃ গুটি ই সামাইতা আলারদিম আঃ হুর্মি খেশোঘী দায়ী মানোর।
52“ছি্ ধারাম গুরুরো! নিম ধার্মেসঘী সাচ ডাহারেঘী জ্ঞায়ানতি আলারিন গেচ্ছা উইদার। নিম আঃ ডাহারেনু মাল এগদার আউর নে নে আইয়া একা বেদ্দেনার, আরিনহু নিম একাগে মাল চিইদার।”
53একাবাকি যীশুস আঃ আড্ডান আম্বারকি চালি কালা লাগিয়াস আঃ সামাই ধারাম গুরুর আউর ফারীশীর আসঘী বিড়দোনু ঢের রাকাম কাত্থা বাঃআরকি আসিন খিশাবাঃআরকি চোওদা লাগিয়ার। 54আসঘী কাত্থাঘী মাঝিন্তীম আসিন ফান্দেনু টিড়না খাতরী আর ক্ষাঃপা হেল্লেরার।
ទើបបានជ្រើសរើសហើយ៖
লুকাস 11: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh