যোহান 8

8
অরোত লাজ্জে নালাখনানু যানানা
1আবাকী আর হোর্মার তাংগা তিংগা এড়পানু চালি কেরার, মুন্দা যীশুস জইতুন পার্তানু চালি কেরাস। 2ঢের পাইরি বাকি আস মান্দির তারা এত্তারকি বার্চাস। আবাকী হোর্মা আলার আসঘী হেদ্দে বার্চার আউর আস অক্কারকি আরিন শিরষা চিইয়া লাগিয়াস। 3আবাকী ধারাম গুরুর আউর ফারীশীর লাজ্জে নালাখ নান্‌জাকা অরোত যানানান ধারারকি আসঘী হেদ্দে অন্দরার আউর আদিন হোর্মারঘী মাঝিনু ইজতাচার। 4আউর আর বাঃচার, “গুরু, ই যানানা লাজ্জে নালাখ নান্না সামাই ধারা খাত্তারা। 5মোসেস তাংহা আনকা পেশকানু ই রাকাম যানানারিন পাখনা লেভদারকি পিটাগে হুকুম চিচ্চাস;#8:5 লেবীয় পুথি ২০:১০; দুশরা বিবারন ২২:২২। মুন্দা নিন এন্দরা বাঃদায়?”
6যীশুসিন পারীক্ষা নান্না খাতরীম আর ই কাত্থা বাঃচার, যাতে আসিন দুশাগে আর অন্টা ফায়দা বেদ্দা অংগোনার। মুন্দা যীশুস কুক্কুন গাড্ডাসকি আংলি তারু খাজ্জেনু লিখা হেল্লেরাস। 7মুন্দা আবাকী আর আরু ঘারি ঘারি অন্টাম কাত্থান মেনা হেল্লেরার, খানে আস ইজ্জাসকি বাঃচাস, “নিমহা মাঝিনু নেখায় একাম গুনহা মাল্লা, আসিম পাহিলানু আদিন পাখনা লেভদুক।” 8আস আরু অংহোন কুক্কুন গাড্ডাসকি ফির খাজ্জেনু লিখা হেল্লেরাস।
9ই কাত্থান মেনারকি পাচকিরতি আরাম্ভ নানারকি অর্তোরঘী খোঃখা অর্তোর হোর্মার চালি কেরার। খিলা যীশুসদিম আসান রাঃচাস আউর আঃ যানানা আসান ইজ্জিকি রাঃচা। 10যীশুস ইজ্জাসকি আঃ যানানান বাঃচাস, “আর একসান? নিংগান কা নেহু মাল দুশচার?”
11আদ বাঃচা, “মালা গুরু, নেহু মালা।”
আবাকী যীশুস আদিন বাঃচাস, “এনহু নিংগান মাল দুশা লাগদান। নিন কালায় আউর আক্কুনতি গুনহা আম্বকে নানা।”
যীশুসদিম ধার্তীন্তা বিল্লি
12যীশুস ফির আরিন বাঃচাস, “এনিম ই ধার্তীন্তা বিল্লি। নে নে এংহায় খোঃখা খোঃখানু বার্নার, আর তো ইকলাহু উখানু মাল চালেরনার আউর আরিম জীয়াঘী বিল্লি ক্ষাক্ষর।”
13খানে ফারীশীর আসিন বাঃচার, “নিন তো নিংহায় বারেনুম গাওয়াহী চিইয়া লাগদায়, খানে নিংহায় গাওয়াহী সাচ মালা।”
14যীশুস উত্তারনু আরিন বাঃচাস, “যদিহু এন এংহায় বারেনু গাওয়াহী চিইয়া লাগদান, আন্নুহু আদ সাচ গাওয়াহী। কারনে এন একসানতি বারেচ্কান আউর একসান কালোন, আদিন এনিম আখদান। মুন্দা এন একসানতি বারেচ্কান আউর একসান কালোন, আদিন নিম মাল আখদার। 15আলার একাসে শালিস নান্নার, নিমহু আন্নেম শালিস নান্দার। মুন্দা এন নেখায়হু শালিস মাল নান্দান। 16আউর যদিহু এন শালিস নান্দান, হলে এংহায় শালিস সাচ মানো। কারনে এন অতখান মালদান, এংহা সাংগে এম্বাসহু রাঃদাস, আউর আসিম এংগান তাইয়াস। 17আউর নিমহায় আনকা পেশকানু লিখিচ্কা রাঃয়ী, দু’ঝান আলার যদি অন্টাম গাওয়াহী চিইনার, হলে আদ সাচ গাওয়াহী।#8:17 দুশরা বিবারন ১৭:৬; ১৯:১৫। 18এন এংহায় বারেনুম গাওয়াহী চিইদান আউর এম্বাসদিম এংগান তাইয়াস, আসিম এংহায় বারেনু গাওয়াহী চিইদাস।”
19আর আসিন মেন্‌জার, “নিম্বাস একসান?”
যীশুস উত্তার চিচ্চাস, “নিম এংগানহু মাল আখদার আউর এম্বাসিনহু মাল আখদার। যদি নিম এংগান আখনা হলে এম্বাসিনহু আখোর দানেক।”
20ই হুর্মি কাত্থা আস মান্দিরনু শিরষা চিইনা সামাই দান চিইনা আড্ডানু বাঃচাস, মুন্দা আবাকী নেহু আসিন মাল ধার্চার। কারনে আসঘী সামাই আবাকীহু মাল আর্সিকি রাঃচা।
যীশুস এসতেক বার্চাস আউর একসান কালোস, আদিঘী বারেনু তানিম তিংগিয়াস
21আস ফির ফারীশীরিন বাঃচাস, “এন কালদান আউর নিম এংগান বেদ্দোর আউর নিম নিমহা গুনহানুম খেওর। এন একসান কালদান, নিম আসান কালা পোল্লোর।”
22আবাকী যিহুদী মাহাতোর বাঃচার, “আস কা খেএয়া কালা লাগদাস? কারনে আস বাঃআ লাগদাস, ‘এন একসান কালদান, আসান নিম কালা পোল্লোর?’”
23যীশুস আরিন উত্তার চিচ্চাস, “নিম কিইয়ান্তী বারেচ্কার, মুন্দা এন মাইয়ান্তী বারেচ্কান। নিম ই ধার্তীন্তা, মুন্দা এন ই ধার্তীন্তা মালদান। 24খানেম এন নিমান বাঃআ লাগদান, নিম নিমহা গুনহানুম খেওর। এনিম আস, ই কাত্থান যদি নিম বিশুয়াস মাল নান্দার, হলে নিম নিমহা গুনহানুম খেওর।”
25খানেম আর আসিন মেন্‌জার, “নিন নে?”
যীশুস বাঃচাস, “পাহিলান্তীম এন আঃ বারেনু নিমান বাচ্কান। 26নিমহায় কাত্থা বাঃনা আউর শালিস নান্নাঘী বারেনু এংহায় ঢের কাত্থা রাঃয়ী, মুন্দা আসিম ই ধার্তীনু এংগান তাইয়াস, আসিম সাচ। এন আসঘী হেদ্দেন্তী এগদান মেন্‌জেকান, আঃ বারেনুম এন নিমান বাঃদান।”
27আস তাম্বাসঘী বারেনুম বাঃআ লাগিয়াস, আদিন আর বুঝরা পোল্লার। 28খানে যীশুস বাঃচাস, “একাবাকি নিম আল খাদ্দেসিন মাইয়া চোদোর, আবাকী নিম আঃখা অংগোর যে, এনিম আস, আউর এন এংগান্তীম এন্দরাহু মাল নান্দান, মুন্দা বাঙ্গাস এংগান একাসে শিখাবাঃচাস, এন আন্নেম বাঃদান। 29আউর নে এংগান তাইয়াস, আসহু এংহায় সাংগেম রাঃদাস। আস এংগান অতখান মাল আম্বাদাস। কারনে আস একা নালাখনু খুশমারদাস, আন্নে নালাখদিম এন হুর্মি সামাই নান্দান।” 30যীশুস ই হুর্মি কাত্থা বাঃচাস, আবাকী ঢের আলার আসঘী মাইয়া বিশুয়াস নান্‌জার।
সাচদিম নিমান বাছাবাঃঅ
31খানেম একা যিহুদীর আসিন বিশুয়াস নান্‌জাকা রাঃচার, যীশুস আরিন বাঃচাস, “যদি নিম এংহায় কাত্থা লেখাম নালাখ নানোর হলে নিম মানিম এংহায় চেলা মানোর। 32আউর নিম আঃ সাচ্চান আঃখা অংগোর আউর আঃ সাচদিম নিমান বাছাবাঃঅ।”
33আবাকী আর আসিন উত্তার চিচ্চার, “এম আব্রাহামেসঘী গুষ্ঠিন্তা আল। এম ইকলাহু নেখায়হু লাউড়ী মাল মান্‌জাকাম। হলে নিন একাসে বাঃদায় যে, এমান বাছাবাঃনা মানো।”
34যীশুস আরিন উত্তার চিচ্চাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, নেকিম গুনহা নান্নার, আর হোর্মার গুনহাঘী লাউড়ী। 35লাউড়ীর হুর্মি বাকি এড়পান্তা আলার সাংগে মাল রাঃনার, মুন্দা খাদ্দাস হুর্মি বাকিম এড়পান্তা আলার সাংগে রাঃদাস। 36যদি খাদ্দাস নিমান বাছাবাঃদাস হলে নিম মানিম বাছরোর। 37এন আখদান, নিম আব্রাহামেসঘী গুষ্ঠিন্তা আল। মুন্দা আন্নুহু নিম এংগান পিটা বেদ্দা লাগদার, কারনে এংহায় শিরষান নিম ইন্‌জিরা পোলকার। 38এম্বাস গুসান রাঃতে এন এন্দরা ইরকান, আঃ বারেনু এন নিমান বাঃআ লাগদান, আউর নিম্বাস গুসান এগদান মেন্‌জেকার, আদিনুম নানা লাগদার।”
39আর উত্তার চিচ্চার, “আব্রাহামেসদিম এমহায় বাঙ্গাস।”
যীশুস উত্তারনু বাঃচাস, “নিম যদি আব্রাহামেসঘী খাদ্দার মান্না হলে, আসঘী লেখাম নালাখ নানোর পাকেন। 40মুন্দা ধার্মেস এংগান একা সাচ্চান চিচ্চাস, আদিম নিমহা গুসান বাঃনা খাতরী নিম এংগান পিটা বেদ্দা লাগদার। মুন্দা আব্রাহামেস নিমহায় লেখা এন্নে মাল নান্‌জাস। 41মুন্দা নিম্বাস একা নালাখান নান্‌জাস, আদিনুম নিম নানা লাগদার।”
খানেম আর বাঃচার, “এম লাজ্জে নালাখতি মাল কুন্দুরকাম। এমহায় অন্টাম বাঙ্গাস রাঃদাস আউর আস মান্‌জাস ধার্মেস।”
42যীশুস আরিন বাঃচাস, “যদি নিম ধার্মেসঘী খাদ্দার মান্না হলে নিম এংগান দুলার নানোর পাকেন। কারনে এন তো ধার্মে বাঙ্গাসঘী হেদ্দেন্তী বারেচ্কান, আউর এন নিমহা মাঝিনু রাঃদান। এন এংগান্তীম মাল বারেচ্কান, মুন্দা আসিম এংগান তাইয়াস। 43নিম এংহায় কাত্থান মাল বুঝুরদার, কারনে এংহায় শিরষান নিম মাল সাহাদার। 44শায়তানেসদিম নিম্বাস আউর নিম আসঘীদিম খাদ্দার। আসঘী হুর্মি চাহানান নিম মান্দার; আস তো পাহিলান্তীম পিটুস হিকদাস আউর সাচনু মাল রাঃদাস। কারনে আসঘী মাঝিনু সাচদিম মাল্লা। আস একাবাকি ঝুট কাত্থা বাঃদাস, আবাকী আস তাংগান্তীম বাঃদাস। কারনে আস তো ঝুটবাউুস আউর আস ঝুটবাউুসঘী তাম্বাস। 45মুন্দা এন সাচ কাত্থান বাঃদান, খানেম নিম এংগান বিশুয়াস মাল নান্দার। 46নিমহায় মাঝিনু নে এংগান গুনহা আল বাঃআরকি সাবুত নানা অংগোনার? যদি এন সাচ কাত্থান বাঃদান, হলে এন্দেরগে নিম এংগান বিশুয়াস মাল নান্দার? 47নে ধার্মেসঘী আল, আস ধার্মেসঘী হুর্মি কাত্থান মেন্দাস; নিম ধার্মেসঘী মালদার, খানেম নিম আসঘী কাত্থান মাল মেন্দার।”
48যিহুদীর উত্তারনু আসিন বাঃচার, “এম কা ঠিকা কাত্থাম মাল বাচ্কাম যে, নিন অরোত শামারিয়া আল আউর নিংগান মালদাও বোলতা ধার্চা?”
49যীশুস উত্তার চিচ্চাস, “এংগান মালদাও বোলতা মাল ধার্চা, মুন্দা এন বাঙ্গাসিন সাম্মান নান্দান আউর নিম এংগান সাম্মান মাল নান্দার। 50এন এংহায় মাহিমা নানা মাল বেদ্দেদান; মুন্দা অর্তোস রাঃদাস, নে এংহায় মাহিমা নান্দাস আউর আসিম শালিস নান্দাস। 51এন নিমান মানিম বাঃআ লাগদান, নেকিম যদি এংহায় বাচানান মান্নার হলে আর ইকলাহু মাল খেওর।”
52যিহুদীর বাঃচার, “আক্কুন এম মানিম বুঝুরকাম যে, নিংগান মালদাও বোলতা ধার্চা। কারনে আব্রাহামেস আউর নাবীর কেচ্চার কেরার আউর নিন বাঃআ লাগদায়, ‘নেকিম যদি এংহায় বাচানান মানোর হলে আর ইকলাহু মাল খেওর।’ 53নিন কা এমহায় পুর্খা আব্রাহামেসতিহু মাহান? আস তো কেচ্চাস আউর নাবীরহু কেচ্চার। নিন নিংহায় বারেনু এন্দরা সোচদায়?”
54যীশুস আরিন উত্তার চিচ্চাস, “যদি এন এংহা বারেনু মাহিমা নান্দান, হলে এংহা মাহিমানু এন্দেরাহু মালা। বাঙ্গাসদিম এংহায় মাহিমা নানা লাগদাস, নেখায় বারেনু নিম বাঃদার যে, আস নিমহায় ধার্মে। 55আউর নিম আসিন মাল আখদার; মুন্দা এন আসিন আখদান। আউর যদি এন বাঃদান, এন আসিন মাল আখদান হলে এনহু তো নিমহায় লেখাম ঝুটবাঃউু মানোন। মুন্দা এন আসিন আখদান আউর আসঘী বাচান মান্দান। 56নিমহায় পুর্খা আব্রাহামেস এংহায় উল্লা এরনাঘী আশেরানু রিঝঝি নান্‌জাকা রাঃচাস; আস আদিন এরিয়াস আউর রিঝঝি নান্‌জাকা রাঃচাস।”
57আবাকী যিহুদীর আসিন বাঃচার, “নিংহায় তো আক্কুন গুটি পানচাশ বাছারহু মানা আর্গি, হলে একাসেনু বাঃদায় যে, নিন আব্রাহামেসিন ইরকায়?”
58যীশুস আরিন বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, আব্রাহামেসঘী কুন্দুরনাঘী আগুন্তীম এন রাঃদান।” 59আবাকী আর আসিন লোওনা খাতরী পাখনা পেত্তার। মুন্দা যীশুস চুপেমসে মান্দিরতি উর্খিয়াসকি বাহিরি চালি কেরাস।

ទើបបានជ្រើសរើសហើយ៖

যোহান 8: kru-Beng-BD

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល