যোহান 13

13
যীশুস তাংহা চেলারঘী ক্ষেড্ডেন নোড়িয়াস
1ইদ বাছাবাঃনা পারাবঘী আগুন্তা ঘাটনা। যীশুস বুঝরা অংগিয়াস যে, আসিন ই ধার্তীন আম্বারকি মের্খানু বাঙ্গাস হেদ্দে কাঃনাঘী সামাই আর্সিয়া কেরা। আসঘী অনুসারীর নে নে ধার্তীনু রাঃচার, আস আরিন মুন্‌জুরনা উল্লা গুটি দুলার নানোস।
2মাঃখা বাকি অন্না মোখনাঘী আগুম শিমোনেসঘী খাদ্দেস যুদা ইস্কারিয়তেসঘী কায়ানু শায়তানেস কোরচাস, যাতে আস যীশুসঘী পাত্তারনান তোড়আ অংগোদাস। 3যীশুস আঃখা লাগিয়াস, বাঙ্গাস আসিন হুর্মি সাওয়াং চিচ্চাস। আস ধার্মেসঘী হেদ্দেন্তী বার্চাস আউর ফির আস গুসান কির্রোস কালোস। 4অন্না মোখনা চালেরতেম রাঃয়ী, আবাকী যীশুস আসতেক চোওচাস আউর আসঘী দেহাঘী মাইতা কিচরীন খুল্লিয়াসকি অন্টা গামছান তাংহায় কাড়মানু হেএচাস। 5ইদিঘী খোঃখা আস অন্টা কোহা গাবলানু আম্মে তুন্দিয়াস আউর চেলারঘী ক্ষেড্ডে নোড়আ হেল্লেরাস আউর একা গামছান তাংহায় কাড়মানু হেচ্কা রাঃচাস আদি তারু আরঘী ক্ষেড্ডে চিচিয়াস।
6একাবাকি যীশুস ক্ষেড্ডে নোড়তে নোড়তে পাত্রাস হেদ্দে বার্চাস, আবাকী পাত্রাস যীশুসিন বাঃচাস, “উর্বায়ো, নিন কা এংহায় ক্ষেড্ডেন নোড়োয় চিওয়?”
7যীশুস আসিন বাঃচাস, “এন এগদা নানা লাগদান, নিন আক্কুন আদিন বুঝরা পোল্লা লাগদায়, মুন্দা খোঃখানু নিন আদিন বুঝরা অংগোয়।”
8আবাকী পাত্রাস আসিন বাঃচাস, “মালা, নিন একাবাকিহু এংহা ক্ষেড্ডেন নোড়আ পোলদায়।”
খানে যীশুস পাত্রাসিন বাঃচাস, “এন যদি নিংহায় ক্ষেড্ডেন মাল নোড়দান, হলে নিংহা সাংগে এংহা একাম সাম্মান্ধ মাল রোও।”
9শিমোন পাত্রাস বাঃচাস, “উর্বায়ো, হলে খিলা এংহায় ক্ষেড্ডে মালা, মুন্দা এংহায় ক্ষেক্ষা আউর কুক্কুহু নোড়আ চিইয়া।”
10যীশুস আসিন বাঃচাস, “নে এমচার, আসঘী ক্ষেড্ডে আম্বারকি এন্দরাহু নোড়না দারকার মাল্লা, আস তো গোট্টাম পাক; এংহা চেলারো নিম পাক, মুন্দা নিম হোর্মার মালা।” 11যীশুস আঃখা লাগিয়াস, নে আসিন মুদাইয়েরঘী ক্ষেক্ষানু চোদোস চিওস। আদিঘী খাতরী আস বাঃচাস, “নিম হোর্মার পাক মালা।”
12একাবাকি যীশুস হোর্মা চেলারঘী ক্ষেড্ডে নোড়নান মুন্‌জিয়াস, আদিঘী খোঃখা আস তাংহা কিচরীন আত্তিয়াসকি উক্কিয়াস আউর বাঃচাস, “এন নিমহা খাতরী এন্দরা নান্‌জাকান, আদিন কা নিম বুঝুরকার? 13নিম এংগান গুরু আউর উর্বা বাঃদার; নিম ঠিকেম বাঃদার, কারনে এনিম আস। 14এন যদি নিমহা গুরু আউর উর্বা মানারকি নিমহা ক্ষেড্ডে নুড়কান, নিমহায়হু আন্নেম অরোত দোশরারঘী ক্ষেড্ডেন নোড়না দারকার। 15এন নিমহা হেদ্দে অন্টা উদাহরন এদেচ্কান, যেনু এন একাসে নিমহা খাতরী নান্‌জেকান, নিমহু আন্নেম নানকে। 16এন নিমান মানিম বাঃআ লাগদান, লাউড়ীস একাবাকিহু তাংহা মালিকেসতি কোহা মানা পোলদাস। বাচান তিংগুস ইকলাহু নে আসিন তাইয়াস আসতি কোহা মানা পোলদাস। 17নিম ইবড়া হুর্মিন আখদার, যদি নিম ইবড়ান নান্দার হলে নিম ধান্যা।
18“এন নিমহা হোর্মারঘী বারেনু মাল বাঃআ লাগদান। এন নিমান চাজারকি হোচ্কান আউর এন নিমান বাঃআ লাগদান। মুন্দা নেমহা পুথিঘী ই কাত্থা পুরা মানো, ‘নে এংহা সাংগে অনা মোঃখা লাগদাস, আস এংহা বিড়দোনু কাত্থা বাঃআ লাগদাস।’#13:18 গীতসংহিতা ৪১:৯। 19ইদ মান্নাঘী আগুম আক্কুন এন নিমান বাঃআ লাগদান, যাতে একাবাকি ইদ ঘাটো, আবাকী নিম বিশুয়াস নানা অংগোদার, এনিম আস। 20এন নিমান মানিম বাঃআ লাগদান, নেকিম এংহা তাইকা একাম আলাসিন ইন্‌জিরনার, আস এংগানুহু ইন্‌জিরদাস। আন্নেম নে এংগান ইন্‌জিরদাস, নে এংগান তাইয়াস, আস আসিন ইন্‌জিরদাস।”
নে যীশুসিন ধার্তোস চিওস?
(মাথিয়াস ২৬:২০-২৫; মার্কুশ ১৪:১৭-২১; লুকাস ২২:২১-২৩)
21একাবাকি যীশুস ই কাত্থা বাঃচাস, আবাকী তাংহা কুহিনু তাপলিক ক্ষাক্ষারকি ই বাঃআরকি গাওয়াহী চিচ্চাস। “এন নিমান মানিম বাঃআ লাগদান, নিমহায় মাঝিন্তীম অর্তোস এংহা বিশুয়াসান তোড়োস।”
22যীশুস নেখায় কাত্থা বাঃআ লাগদাস আদিন চেলার বুঝরা পোল্লারকি অরোত দোশরার তারা এরা লাগিয়ার।
23আরঘী মাঝিনু যীশুসঘী চোনহা চেলাস, আস যীশুসঘী পান্‌জরানু রাঃচাস। 24শিমোন পাত্রাস আসিন ইশারা নান্‌জাসকি বাঃচাস, “মেনা তো, আস নেখায় বারেনু বাঃআ লাগদাস।”
25আঃ চেলাস আবাকী যীশুস তারা এরিয়াসকি বাঃচাস, “উর্বায়ো, আস নে?”
26উত্তারনু যীশুস আরিন বাঃচাস, “এন ই আসমাঘী টুকরান ডুবহানু চুবখারকি নেকান চিওন, আসিম। আবাকী যীশুস আসমান চুবকাচাসকি শিমোন ইস্কারিয়তেসঘী খাদ্দে যুদা ইস্কারিয়সগে চিচ্চাস।”
27আসমা টুকরান হোওনাঘী খোঃখা শায়তান যুদাসঘী ভিতরা কোরচা আউর যুদাসিন চালাবাঃআ লাগিয়া। আবাকী যীশুস আসিন বাঃচাস, “এন্দরা নানোয় চাড়েম নান্না।” 28নে নে আঃ ভুরকানু রাঃচার, আর বুঝরা পোল্লার যে, যীশুস এন্দেরগে যুদাসিন ই কাত্থান বাঃচাস। 29হোর্মার সোচআ লাগিয়ার, যুদাস হেদ্দে হুর্মি পায়সাঘী থাইলা রাঃআ লাগিয়া, খানেম যীশুস আসিন ভুরকাঘী হুর্মিন সাপড়াগে বাঃআ লাগদাস বা গারীবেরগে থোরেটা চিইয়াগে বাঃআ লাগদাস।
30আসমা টুকরান হোওনাঘী খোঃখা যুদাস বাহিরি চালি কেরাস। আবাকী ঢের মাঃখা রাঃচা।
পুনা পেশকা
31একাবাকি যুদাস চালি কেরাস, আবাকী যীশুস বাঃচাস, “আল খাদ্দেসঘী অহমা আখতানাঘী সামাই আর্সিয়া কেরা আউর আসতি ধার্মেসঘী অহমা আখতানা মানো। 32যদি ধার্মেস যীশুসঘী মাঝিন্তী তাংহা অহমা নানোস হলে আস ঢের চাড়েম আসিন অহমা নানোস।
33“চোনহালু খাদ্দারো, এন নিমহা সাংগে অংগুর খাতরী রাঃদান। নিম এংগান বেদোর, মুন্দা এন যিহুদী মাহাতোরিন একাসে বাচ্কা রাচ্কান আন্নেম নিমানহু বাঃআ লাগদান, ‘এন একসান কালা লাগদান, নিম আসান কালা পোল্লোর।’ 34অন্টা পুনা পেশকা এন নিমান চিইয়া লাগদান, নিম অরোত দোশরারিন দুলার নানকে; এন একাসে দুলার নান্‌জেকান, আন্নেম নিমহু অরোত দোশরারিন দুলার নানোর। 35নিম একাবাকি অরোত দোশরারিন দুলার নানোর, আবাকী হোর্মার বুঝরা অংগোর যে, নিম এংহায় চেলা।”
যীশুসঘী হুল্লু বাচান
36শিমোন পাত্রাস যীশুসিন বাঃচাস, “উর্বা, নিন একসান কালা লাগদায়?”
যীশুস উত্তার চিচ্চাস, “এন একসান কালা লাগদান, আসান নিম আক্কুন এংহায় সাংগে কালা পোল্লোর, মুন্দা খোঃখা কালা অংগোর।”
37পাত্রাস যীশুসিন বাঃচাস, “উর্বায়ো, এন আক্কুন এন্দেরগে নিংহায় সাংগে কালা পোল্লোন? এন নিংহায় খাতরী এংহায় জীয়ানহু চিওন।”
38যীশুস উত্তারনু বাঃচাস, “নিন কা মানিম এংহায় খাতরী নিংহায় জীয়ান চিওয়? এন নিংগান মানিম বাঃআ লাগদান, নেলা পাইরি কোকরো চিখনা আগুম, নিন এংগান তিন ফিরা মাল তেংগেরারকি বাওয় যে, নিন এংগান মাল চিন্দায়।”

ទើបបានជ្រើសរើសហើយ៖

যোহান 13: kru-Beng-BD

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល